কলকাতা, 13 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে 24 ঘণ্টার নিষেধাজ্ঞা দুঃখজনক ঘটনা বলে মনে করেন সিপিআইএম নেতা রবীন দেব ৷ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি ৷ তাঁর মতে, এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ নির্বাচনী আচরণবিধি ভাঙায় বিজেপির রাহুল সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন ৷ এমনকি দিলীপ ঘোষকেও শোকজ করা হয়েছে ৷ তবে বিজেপির আরেক রাজ্য নেতা সায়ন্তন বসুর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন রবীনবাবু ৷
আরও পড়ুন : শীতলকুচি ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে অধীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশন যেমন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ৷ তেমনি বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই সমতা বজায় রাখার জন্য রবীন দেব নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন চলাকালীন যে ধরনের বক্তব্য রাখছেন, তার জন্য নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন এই প্রবীণ সিপিআইএম নেতা ৷