ETV Bharat / health

শুধু সর্দি-কাশি নয়, বায়ু দূষণের ফলে হতে পারে হৃদরোগ ! বলছে গবেষণা - AIR POLLUTION AND YOUR HEALTH

অনেকেই বুঝতে পারি না বায়ুদূষণের ফলে কী কী রোগ হয় ৷ সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছাড়াও অনেক গুরুতর সমস্যা দেখা যায় ৷

Health Care Tips For Air pollution
বায়ু দূষণের ফলে কী হয় ? (Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 27, 2024, 7:54 PM IST

বিশ্ব জুড়েই বাড়ছে দূষণ । আর এই দূষণের মধ্যে বায়ু দূষণের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি । যা অ্যালার্জি থেকে শুরু করে ত্বক সবকিছুকেই ব্যহত করে ৷ আর এইসব কারণের জন্যই শ্বাসকষ্ট জনিত সমস্যা বেশি দেখা যায় ৷ বায়ুদূষনের ফলে অনেককিছু সমস্যাই দেখা যায় ৷ কাশি সর্দি কমন কিন্তু এগুলি ছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে বায়ুদূষণের ফলে ৷ এরফলে শুধুমাত্র কাশি এবং গলা ব্যথার মতো ছোটখাটো সমস্যাই নয়, অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে । জেনে নিন, বায়ুদূষনের ফলে সৃষ্টি রোগগুলি সম্পর্কে ৷

ফুসফুসের রোগ: বায়ু দূষণ সরাসরি ফুসফুসকে প্রভাবিত করে । এটি অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ায় । দূষিত বাতাসে উপস্থিত কণা ফুসফুসের ভিতরে গিয়ে ক্ষতির কারণ হয় । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদি বিভিন্ন পরিবেশগত বায়ু দূষণকারীর সংস্পর্শে আসার কারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ৷

AIR POLLUTION news
বায়ুদূষণের ফলে হতে পারে নানান শারীরিক সমস্যা (Freepik)

হৃদরোগ: বায়ু দূষণও হৃদরোগের একটি প্রধান কারণ । এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ধমনী শক্ত হয়ে যাওয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায় । দূষিত বাতাসে উপস্থিত ক্ষতিকারক কণা রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্তচাপ বাড়ায় । Intermountain Heart Collaborative Study অনুযায়ী, প্রতি 10 μg/m3 বৃদ্ধির ফলে করোনারি ধমনী রোগে 4.5% বৃদ্ধি পায় ৷ যা এন আই এইচ-এর গবেষণা দ্বারা পরিচালিত হয়েছে ৷

বন্ধ্যাত্ব: বিশেষজ্ঞরা জানান, বায়ু দূষণ বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে । এই কারণে গর্ভধারণে অসুবিধা বা গর্ভপাতের ঝুঁকিও বেড়ে যায় । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মহিলাদের বন্ধ্যাত্ব বৃদ্ধি পেয়েছে । এটি অনুমান করা হয় এই অবস্থাটি উন্নত দেশগুলিতে সাত দম্পতির মধ্যে 1 জনকে প্রভাবিত করে । মহিলাদের বন্ধ্যাত্বের বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাধিগুলির সঙ্গে সম্পর্কিত ৷ যেমন- ডিম্বস্ফোটন ব্যাধি, এন্ডোমেট্রিওসিস, ক্রোমোসোমাল অস্বাভাবিকতা ইত্যাদি ৷

গর্ভাবস্থায় ক্ষতি: বিশেষজ্ঞদের মতে, গর্ভবতী মহিলাদের বায়ু দূষণের কারণে আগে শিশুর জন্ম হয়ে যাওয়া ও জন্মের পর কম ওজনের মতো সমস্যা হতে পারে ৷ এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, বায়ু দূষণ পরোক্ষভাবে ফুসফুসের বিকাশকে ক্ষতিগ্রস্থ করতে পারে ৷ যারফলে জন্মের সময় কম ওজন, আগে জন্ম হয় বা অনুপযুক্ত ইমিউন সিস্টেমের বিকাশ ঘটে । এই এক্সপোজারের স্বাস্থ্যগত প্রভাবগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রসবের আগে বায়ু দূষণ অঙ্গের বিকাশ এবং অর্গানোজেনেসিসের সমস্যা হতে পারে ৷

ক্যানসার: বায়ু দূষণের দীর্ঘমেয়াদী এক্সপোজার ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায় । এছাড়াও এটি মূত্রাশয়ের ক্যানসার এবং ব্লাড ক্যানসারের মতো অন্যান্য ধরণের ক্যানসারের সমস্যা হতে পারে । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষের ফুসফুসের ক্যানসারের মৃত্যু বায়ু দূষণের জন্য দায়ী । বায়ু দূষণ এবং মূত্রাশয় ক্যানসার বা স্তন ক্যানসারের মতো অন্যান্য ধরণের ক্যানসারের ঝুঁকি থাকে ৷

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7904962/

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9937639/#:~:text=Air%20pollution%20may%20indirectly%20harm,with%20organ%20development%20and%20organogenesis.

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6311303/

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4112067/#:~:text=This%20Intermountain%20Heart%20Collaborative%20Study,most%20critical%20health%20problems%20worldwide.

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

বিশ্ব জুড়েই বাড়ছে দূষণ । আর এই দূষণের মধ্যে বায়ু দূষণের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি । যা অ্যালার্জি থেকে শুরু করে ত্বক সবকিছুকেই ব্যহত করে ৷ আর এইসব কারণের জন্যই শ্বাসকষ্ট জনিত সমস্যা বেশি দেখা যায় ৷ বায়ুদূষনের ফলে অনেককিছু সমস্যাই দেখা যায় ৷ কাশি সর্দি কমন কিন্তু এগুলি ছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে বায়ুদূষণের ফলে ৷ এরফলে শুধুমাত্র কাশি এবং গলা ব্যথার মতো ছোটখাটো সমস্যাই নয়, অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে । জেনে নিন, বায়ুদূষনের ফলে সৃষ্টি রোগগুলি সম্পর্কে ৷

ফুসফুসের রোগ: বায়ু দূষণ সরাসরি ফুসফুসকে প্রভাবিত করে । এটি অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ায় । দূষিত বাতাসে উপস্থিত কণা ফুসফুসের ভিতরে গিয়ে ক্ষতির কারণ হয় । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদি বিভিন্ন পরিবেশগত বায়ু দূষণকারীর সংস্পর্শে আসার কারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ৷

AIR POLLUTION news
বায়ুদূষণের ফলে হতে পারে নানান শারীরিক সমস্যা (Freepik)

হৃদরোগ: বায়ু দূষণও হৃদরোগের একটি প্রধান কারণ । এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ধমনী শক্ত হয়ে যাওয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায় । দূষিত বাতাসে উপস্থিত ক্ষতিকারক কণা রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্তচাপ বাড়ায় । Intermountain Heart Collaborative Study অনুযায়ী, প্রতি 10 μg/m3 বৃদ্ধির ফলে করোনারি ধমনী রোগে 4.5% বৃদ্ধি পায় ৷ যা এন আই এইচ-এর গবেষণা দ্বারা পরিচালিত হয়েছে ৷

বন্ধ্যাত্ব: বিশেষজ্ঞরা জানান, বায়ু দূষণ বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে । এই কারণে গর্ভধারণে অসুবিধা বা গর্ভপাতের ঝুঁকিও বেড়ে যায় । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মহিলাদের বন্ধ্যাত্ব বৃদ্ধি পেয়েছে । এটি অনুমান করা হয় এই অবস্থাটি উন্নত দেশগুলিতে সাত দম্পতির মধ্যে 1 জনকে প্রভাবিত করে । মহিলাদের বন্ধ্যাত্বের বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাধিগুলির সঙ্গে সম্পর্কিত ৷ যেমন- ডিম্বস্ফোটন ব্যাধি, এন্ডোমেট্রিওসিস, ক্রোমোসোমাল অস্বাভাবিকতা ইত্যাদি ৷

গর্ভাবস্থায় ক্ষতি: বিশেষজ্ঞদের মতে, গর্ভবতী মহিলাদের বায়ু দূষণের কারণে আগে শিশুর জন্ম হয়ে যাওয়া ও জন্মের পর কম ওজনের মতো সমস্যা হতে পারে ৷ এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, বায়ু দূষণ পরোক্ষভাবে ফুসফুসের বিকাশকে ক্ষতিগ্রস্থ করতে পারে ৷ যারফলে জন্মের সময় কম ওজন, আগে জন্ম হয় বা অনুপযুক্ত ইমিউন সিস্টেমের বিকাশ ঘটে । এই এক্সপোজারের স্বাস্থ্যগত প্রভাবগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রসবের আগে বায়ু দূষণ অঙ্গের বিকাশ এবং অর্গানোজেনেসিসের সমস্যা হতে পারে ৷

ক্যানসার: বায়ু দূষণের দীর্ঘমেয়াদী এক্সপোজার ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায় । এছাড়াও এটি মূত্রাশয়ের ক্যানসার এবং ব্লাড ক্যানসারের মতো অন্যান্য ধরণের ক্যানসারের সমস্যা হতে পারে । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষের ফুসফুসের ক্যানসারের মৃত্যু বায়ু দূষণের জন্য দায়ী । বায়ু দূষণ এবং মূত্রাশয় ক্যানসার বা স্তন ক্যানসারের মতো অন্যান্য ধরণের ক্যানসারের ঝুঁকি থাকে ৷

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7904962/

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9937639/#:~:text=Air%20pollution%20may%20indirectly%20harm,with%20organ%20development%20and%20organogenesis.

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6311303/

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4112067/#:~:text=This%20Intermountain%20Heart%20Collaborative%20Study,most%20critical%20health%20problems%20worldwide.

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.