ETV Bharat / bharat

সারোগেসির জন্য ভাড়া করে যৌন হয়রানি, 9 তলা থেকে ঝাঁপ মহিলার - SURROGATE WOMAN UNNATURAL DEATH

সারোগেট মা হিসেবে ভাড়া করা হয়েছিল ৷ স্বামীকে নিয়ে সেই জন্য হায়দরাবাদে এসেছিলেন ওড়িশার মহিলা ৷ তারপরই অঘটন...

Surrogate Woman Death in Hyderabad
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 7:53 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর: সারোগেসির জন্য ভাড়া করে আনার পর যৌন হয়রানি ৷ 9 তলা ভবন থেকে ঝাঁপ দিলেন মহিলা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রায়দুর্গম থানা এলাকায় ৷

পুলিশ পরিদর্শক ভেঙ্কন্নার মতে, রাজেশবাবু নামে 54 বছর বয়সি এক ব্যক্তি রায়দুর্গম এলাকার মাই হোম ভূজা অ্যাপার্টমেন্টের 9 তলায় থাকতেন । গত মাসের 24 তারিখে সারোগেসির ব্যবস্থার অধীনে ওড়িশা থেকে এক মহিলাকে আনা হয়েছিল ৷ সন্দীপ নামে এক ব্যক্তি ওই মহিলা ও তাঁর স্বামীকে শহরে নিয়ে আসেন ৷

কিছুদিন পর অভিযুক্ত রাজেশ সারোগেট মহিলাকে ফাঁদে ফেলে কয়েক মাস ধরে জোর করে তার ফ্ল্যাটে আটকে রাখে বলে অভিযোগ । একই অ্যাপার্টমেন্টের অন্য একটি ফ্ল্যাটে ওই মহিলার স্বামীকে রাখা হয় ৷ স্ত্রীকে নিয়ে ওই ব্যক্তি হায়দরাবাদে এসেছিলেন ৷ পরে অভিযুক্ত রাজেশ ওই মহিলাকে আটকে রেখে যৌন হেনস্থা করে বলে অভিযোগ । একই সঙ্গে মহিলাকে তাঁর স্বামীর সঙ্গে কথা বলতেও বাধা দিত অভিযুক্ত ৷

অভিযুক্তদের হাতে ক্রমাগত হয়রানি সইতে না পেরে সোমবার মধ্যরাতে ওই মহিলা বিল্ডিংয়ের 9 তলা থেকে লাফ দেন ৷ এর ফলে তাঁর মৃত্যু হয় । মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে রায়দুর্গম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে, এই মৃত্যুর নেপথ্য়ে ঠিক কী কারণ রয়েছে ৷ মৃতার স্বামীর সঙ্গেও কথা বলছে পুলিশ ৷

হায়দরাবাদ, 27 নভেম্বর: সারোগেসির জন্য ভাড়া করে আনার পর যৌন হয়রানি ৷ 9 তলা ভবন থেকে ঝাঁপ দিলেন মহিলা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রায়দুর্গম থানা এলাকায় ৷

পুলিশ পরিদর্শক ভেঙ্কন্নার মতে, রাজেশবাবু নামে 54 বছর বয়সি এক ব্যক্তি রায়দুর্গম এলাকার মাই হোম ভূজা অ্যাপার্টমেন্টের 9 তলায় থাকতেন । গত মাসের 24 তারিখে সারোগেসির ব্যবস্থার অধীনে ওড়িশা থেকে এক মহিলাকে আনা হয়েছিল ৷ সন্দীপ নামে এক ব্যক্তি ওই মহিলা ও তাঁর স্বামীকে শহরে নিয়ে আসেন ৷

কিছুদিন পর অভিযুক্ত রাজেশ সারোগেট মহিলাকে ফাঁদে ফেলে কয়েক মাস ধরে জোর করে তার ফ্ল্যাটে আটকে রাখে বলে অভিযোগ । একই অ্যাপার্টমেন্টের অন্য একটি ফ্ল্যাটে ওই মহিলার স্বামীকে রাখা হয় ৷ স্ত্রীকে নিয়ে ওই ব্যক্তি হায়দরাবাদে এসেছিলেন ৷ পরে অভিযুক্ত রাজেশ ওই মহিলাকে আটকে রেখে যৌন হেনস্থা করে বলে অভিযোগ । একই সঙ্গে মহিলাকে তাঁর স্বামীর সঙ্গে কথা বলতেও বাধা দিত অভিযুক্ত ৷

অভিযুক্তদের হাতে ক্রমাগত হয়রানি সইতে না পেরে সোমবার মধ্যরাতে ওই মহিলা বিল্ডিংয়ের 9 তলা থেকে লাফ দেন ৷ এর ফলে তাঁর মৃত্যু হয় । মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে রায়দুর্গম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে, এই মৃত্যুর নেপথ্য়ে ঠিক কী কারণ রয়েছে ৷ মৃতার স্বামীর সঙ্গেও কথা বলছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.