হায়দরাবাদ: অবিশ্বাস্য হলেও সত্যি ৷ বিপুল আয়তে রেকর্ড গড়ল ইউটিউব ৷ শেষ হওয়া 2024 সালে এই বিপুল পরিমাণ আয় করেছে গুগলের জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ৷ একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গুগলের ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব 2024 সালে মোট 36.2 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 3 লক্ষ কোটি টাকা আয় করেছে ৷
কোম্পানির বার্ষিক আয় সম্পর্কে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোম্পানির আয়ের একটি বড় অংশ প্রকাশ্যে এসেছে ৷ Streamtvinsider দাবি, এই আয় সম্পূর্ণরূপে বিজ্ঞাপন থেকে এসেছে ৷ এর মধ্যে YouTube Premium সাবস্ক্রিপশন এবং YouTube TV থেকে প্রাপ্ত আয় যোগ করা হয়েছে ৷
2024 সালে ইউটিউবের আয়
এর আগে, ইউটিউবের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল 2024 সালের 30 সেপ্টম্বর পর্যন্ত তারা বিজ্ঞাপন বিক্রয় এবং সাবস্ক্রিপশন থেকে মোট প্রায় 50 বিলিয়ন ডলার আয় করেছে । এই প্রথম ইউটিউব 50 বিলিয়ন ডলারের বেশি আয় করেছে । সম্প্রতি ইউটিউব প্রকাশিত সর্বশেষ বার্ষিক আয়ের পরিমাণ 10.473 বিলিয়ন ডলার। এর বিজ্ঞাপন থেকে কোম্পানির আয় বছরে 13.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে । এটি এখন পর্যন্ত এক এক বছরের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি।
চালু হতে চলেছে 'প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন', কমবে বিজ্ঞাপন
প্রসঙ্গত, বিজ্ঞাপন থেকে বিপুল পরিমাণ আয়ের পরেও ইউটিউব কেন বিজ্ঞাপন ব্লকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ৷ এই ক্ষেত্রে পপ-আপ সতর্কতা ছিল তাদের প্রথম পদক্ষেপ ৷ ইউটিউব তার ব্যবহারকারীদের জানিয়েছিল যে অ্যাড ব্লকার ব্যবহার করার উদ্দেশ্য হল ইউটিউবের শর্তাবলীর লঙ্ঘন। যদি ইউটিউব কোনও ব্যবহারকারীকে অ্যাড ব্লকার ব্যবহার করতে দেখে, তবে তারা ভিডিয়োটি চালাতে অনুমতি দেয় না । ইউটিউব ব্যবহারকারীদের বিজ্ঞাপন ব্লকিং এক্সটেনশন ব্যবহার না করে ইউটিউব প্রিমিয়াম পরিষেবা নিতে বাধ্য করে।
প্রিমিয়াম গ্রাহকের সংখ্যা বৃদ্ধি
ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে অনেক বেশি বিজ্ঞাপন দেখানোর অভিযোগও করছেন ইউটিউবের বিরুদ্ধে ৷ যার ফলে প্রিমিয়াম পরিষেবার সাবস্ক্রিপশন না কিনে ইউটিউব ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে । গত বছর, ইউটিউবের তরফে জানানো হয়েছিল বিশ্বব্যাপী সঙ্গীত এবং ভিডিয়ো পরিষেবাগুলির কারণে প্রিমিয়াম গ্রাহক সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ 2021 সালে 5 কোটি প্রিমিয়াম গ্রাহকের তুলনায় কোম্পানিটি বৃদ্ধি পেয়েছে । 2015 সাল থেকে টাকার বিনিময়ে প্রিমিয়াম মেম্বারশিপ চালু করেছিল ৷
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! বিরাট পরিবর্তন ইউটিউব শর্টসে