কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাতের শহরে তারস্বরে বাইকের হর্ন বাজানোর প্রতিবাদ করায় জাতীয়স্তরের কিক বক্সিং চ্যাম্পিয়নের ঘুসি ও লাথি ৷ সেই ঘুসি ও লাথির আঘাতে নাক ও মুখ ফাটল তিন যুবকের । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আলিপুর থানা এলাকার এসবিআই মোড়ে । এই ঘটনায় ওই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জাতীয়স্তরের ওই কিক বক্সিং চ্যাম্পিয়নকে গ্রেফতার করে । ধৃতের নাম আমান চৌধুরি । তাঁর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেছি ৷ বাকি তদন্ত চলছে ৷"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমান চৌধুরির বাড়ি কলকাতার বন্দর এলাকার একবালপুরে । অভিযোগ, শুক্রবার রাতে যখন তিনি কিক বক্সিং ক্লাস শেষ করে একবালপুরে নিজের বাড়িতে ফিরছিলেন, সেই সময় তাঁর বাইকের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি কিছুতেই তাঁকে সাইড দিচ্ছিল না । এরপর আমান তাঁর বাইকের হর্ন বাজাতে থাকেন । রাত 12টা নাগাদ কেন তিনি আচমকা এসে তারস্বরে হর্ন বাজাচ্ছেন, তার প্রতিবাদ স্বরূপ ওই চারচাকা গাড়ি থেকে নেমে আসেন তিন যুবক । তাঁদের দেখে বাইক থেকে নেমে পড়েন আমানও । এরপর রাস্তাতে শুরু হয়ে যায় কিক বক্সিং ফাইট ৷
আরও অভিযোগ, কিক বক্সার তিন যুবককে ঘুসি এবং লাথি মারতে থাকেন ৷ তার আঘাতে ওই তিন যুবক রাস্তায় প্রায় লুটিয়ে পড়েন । ওই অবস্থায় তাঁদের রাস্তায় ফেলে রেখে নিজের বাইকে উঠে চম্পট দেন আমান বলে অভিযোগ । এরপর জখম যুবকেরা স্থানীয় আলিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নামে আলিপুর থানার পুলিশ । এরপর ঘটনাস্থলে রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বাইকের নম্বর প্লেট শনাক্ত করতে সক্ষম হন তদন্তকারীরা ।
ওই নম্বর প্লেট থেকেই জানা যায় যে সেই বাইকের মালিক আমান চৌধুরি ৷ তিনি কিক বক্সিং চ্যাম্পিয়ন । এরপরেই তাঁকে একবালপুর তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে আলিপুর থানার পুলিশ । যদিও কিক বক্সার আমান চৌধুরি পুলিশের কাছে দাবি করেছেন, ওই তিন যুবক ঘটনার সময় মদ্যপান করে ছিলেন এবং তাঁরা প্রথমে তাঁকে গালিগালাজ করেছেন ।