লালগোলা, 27 নভেম্বর: একদিন নিখোঁজ থাকার পর এক নাবালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে । পরিবারের দাবি, অত্যচার করে খুন করা হয়েছে ওই নাবালককে। তার গায়ে অসংখ্য সিগারেটের ছ্যাঁকার দাগ রয়েছে । মৃত নাবালকের নাম সুরজিৎ দাস (11)। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার সাগিয়া জগৎন্নাথপুর এলাকায়।
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে এসে খেলতে গিয়েছিল সুরজিৎ। এরপর আর তার আর খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এদিন সকালে বাড়ি সংলগ্ন পকুর পাড়ের জঙ্গলে ওই নাবালকের দেহ পড়ে থাকতে দেখে পায় স্থানীয়রা। এরপর স্থানীয় ও পরিবার লোকেরা সেখানে গিয়ে ওই দেহ উদ্ধার করে। মৃতের বাবা জানান, সারারাত এলাকার বিভিন্ন জায়গায় খুঁজেছি ৷ এমনকী পুকুরে ডুবে গিয়েছে সন্দেহে সেখানেও তল্লাশি চালানো হয়েছিল ৷ কিন্তু কোনও খোঁজ মেলেনি ৷ অবশেষে এদিন সকালে এলাকার লোক তার দেহ দেখতে পায় ৷
পরিবারের তরফে দাবি করা হয়েছে, সুরজিৎ দাসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। পাশাপাশি আগুনের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ। এদিকে এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কীভাবে মৃত্যু হল ওই নাবালকের ? সে বিষয়েও তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
এ প্রসঙ্গে ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, "এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একদিন পরে দেহ উদ্ধার হয়েছে বলে দাবি করা হচ্ছে ৷"