কলকাতা, 8 জুলাই: বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডে যুক্ত সন্দেহে ইতিমধ্যেই ফয়জল আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Bangladesh Blogger Murder)। লালবাজার সূত্রের খবর, এই ব্যক্তির অপর একটি পরিচয় রয়েছে ৷ শাহিন মজুমদার নামে অন্যান্য অপরাধের কর্মে জড়িত সে । অপরদিকে, অসমে জঙ্গি মডিউল শক্ত করার কাজেও নিয়োজিত ছিল ফয়জল ৷
জাল নোটের কারবারের সঙ্গেও এই ব্যক্তির যোগ রয়েছে বলে দাবি গোয়েন্দাদের (STF)। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা । তার নেতৃত্বে আল কায়েদার অসম মডিউল নিজেদের ঘাঁটি মজবুত করছে । যার জন্য বেছে নেওয়া হয়েছে অসমের বরাক উপত্যকাকে ।
ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গেও সমন্বয় সাধন করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । যদিও এ বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগর পাল (স্পেশাল টাস্ক ফোর্স, কলকাতা পুলিশ) ভি সলেমান নেশা কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি । তদন্তকারীদের সূত্রের খবর, ফয়জল প্রথমে ডাক্তারি ছাত্র ছিল । পরে সে আল-কায়েদার অপর একটি সংগঠন এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে থাকে ।
আরও পড়ুন: বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
2015 সালের 12 মে বাংলাদেশের সিলেট এলাকায় কুপিয়ে খুন করা হয় বিজয় দাস নামে এক ব্লগারকে । বাংলাদেশ পুলিশ ফোন লোকেশন ট্র্যাক করে জানতে পারে, অভিযুক্ত বেঙ্গালুরুতে রয়েছে ৷ এর পরেই বাংলাদেশ পুলিশ যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে । মোবাইল নম্বরের সূত্র ধরেই ফয়জালকে পয়লা জুলাই গ্রেফতার করেন গোয়েন্দারা ।
ইতিমধ্যেই ফয়জলের কাছ থেকে গোয়েন্দারা একাধিক নথিপত্র পেয়েছেন । পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন (Bangladesh blogger murder accused leads Assam terrorist module)।