ETV Bharat / city

যুবতি যাত্রীর সঙ্গে অভব‍্য আচরণ, গ্রেপ্তার অ্যাপ বাইক চালক

author img

By

Published : Nov 25, 2020, 3:20 PM IST

গতকাল ওই বাইক চালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাকে আলিপুর আদালতে তোলার কথা ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা, 25 নভেম্বর : এমনটা যে হতে পারে ভাবতে পারেননি বছর পঁচিশের শ্রেয়সী দাস (নাম পরিবর্তিত)। আর পাঁচদিনের দিনের মতোই তিনি বুক করেছিলেন অ্যাপ নির্ভর বাইক । কিন্তু সেই বাইক চালক তাঁর সঙ্গে শুরু করে অভব্য আচরণ । শালীনতার চূড়ান্ত সীমা লঙ্ঘণ করে সে । বাড়ি ফিরে ওই যুবতি পুরো বিষয়টি ই-মেইলের করে জানায় লালবাজারে । সক্রিয় হয় পুলিশ । ওই যুবতির অভিযোগের ভিত্তিতে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে ওই অ্যাপ নির্ভর বাইক চালককে ।

পুলিশ সূত্রে খবর, 22 নভেম্বরের ঘটনা । শ্রেয়সী আলিপুরের দেশী লেন থেকে গরফা থানা এলাকায় বাড়ি ফেরার জন্য অ্যাপ নির্ভর বাইক বুক করেন ৷ বাইক চালক তাঁকে ফোন করে লোকেশন জেনে নেয় । তারপর দেশী লেন থেকে তাঁকে বাইকে তোলে । বাইক স্টার্ট দেওয়ার পরেই সে নানা কথা-বার্তা শুরু করে । তারপরেই শুরু হয় বিভিন্ন ব্যক্তিগত কথা । এমনকী শ্রেয়সীকে এমন কিছু ব্যক্তিগত প্রশ্ন করে যা শুনে তিনি বুঝতে পারেন বিষয়টি ক্রমশ শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৷ পরিস্থিতি বেগতিক বুঝে নির্দিষ্ট গন্তব্যের আগেই নেমে যান শ্রেয়সী । পরে পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান অ্যাপ কর্তৃপক্ষের কাছে । পাশাপাশি লালবাজারে পুরো বিষয়টি জানিয়ে ই-মেল করেন । সেই ই-মেলটি পাঠিয়ে দেওয়া হয় গড়ফা থানায় । তদন্তে নামে পুলিশ ।


পুলিশ শ্রেয়সীর বাড়ি পৌঁছায় । সেখানেই গতকাল নেওয়া হয় লিখিত অভিযোগ । সেই অভিযোগের প্রেক্ষিতে গতরাতেই পুলিশ হানা দেয় হরিদেবপুর এলাকার মিশন ঢালিপাড়ায় । সেখান থেকে গ্রেপ্তার করা হয় আলম হোসেন ওরফে সোনুকে । তার বয়স 39 বছর ।

কলকাতা, 25 নভেম্বর : এমনটা যে হতে পারে ভাবতে পারেননি বছর পঁচিশের শ্রেয়সী দাস (নাম পরিবর্তিত)। আর পাঁচদিনের দিনের মতোই তিনি বুক করেছিলেন অ্যাপ নির্ভর বাইক । কিন্তু সেই বাইক চালক তাঁর সঙ্গে শুরু করে অভব্য আচরণ । শালীনতার চূড়ান্ত সীমা লঙ্ঘণ করে সে । বাড়ি ফিরে ওই যুবতি পুরো বিষয়টি ই-মেইলের করে জানায় লালবাজারে । সক্রিয় হয় পুলিশ । ওই যুবতির অভিযোগের ভিত্তিতে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে ওই অ্যাপ নির্ভর বাইক চালককে ।

পুলিশ সূত্রে খবর, 22 নভেম্বরের ঘটনা । শ্রেয়সী আলিপুরের দেশী লেন থেকে গরফা থানা এলাকায় বাড়ি ফেরার জন্য অ্যাপ নির্ভর বাইক বুক করেন ৷ বাইক চালক তাঁকে ফোন করে লোকেশন জেনে নেয় । তারপর দেশী লেন থেকে তাঁকে বাইকে তোলে । বাইক স্টার্ট দেওয়ার পরেই সে নানা কথা-বার্তা শুরু করে । তারপরেই শুরু হয় বিভিন্ন ব্যক্তিগত কথা । এমনকী শ্রেয়সীকে এমন কিছু ব্যক্তিগত প্রশ্ন করে যা শুনে তিনি বুঝতে পারেন বিষয়টি ক্রমশ শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৷ পরিস্থিতি বেগতিক বুঝে নির্দিষ্ট গন্তব্যের আগেই নেমে যান শ্রেয়সী । পরে পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান অ্যাপ কর্তৃপক্ষের কাছে । পাশাপাশি লালবাজারে পুরো বিষয়টি জানিয়ে ই-মেল করেন । সেই ই-মেলটি পাঠিয়ে দেওয়া হয় গড়ফা থানায় । তদন্তে নামে পুলিশ ।


পুলিশ শ্রেয়সীর বাড়ি পৌঁছায় । সেখানেই গতকাল নেওয়া হয় লিখিত অভিযোগ । সেই অভিযোগের প্রেক্ষিতে গতরাতেই পুলিশ হানা দেয় হরিদেবপুর এলাকার মিশন ঢালিপাড়ায় । সেখান থেকে গ্রেপ্তার করা হয় আলম হোসেন ওরফে সোনুকে । তার বয়স 39 বছর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.