ETV Bharat / entertainment

গান শুনেই গালে লাগছে 'থাপ্পড়'! নেটপাড়ায় সমালোচনার মুখে 'কিসিক' কিস্সা - KISSIK COMPARE WITH OO ANTAVA

মহা ধুমধাম করে গানের মুক্তি হলেও নাক সিঁটকোলেন বেশ কিছু নেটিজেন ৷ ঢিনচ্যাক পূজার গানের সঙ্গে তুলনা আল্লু অর্জুন-শ্রীলীলার হিন্দি 'কিসিক' কেমিস্ট্রির ৷

Allu Arjun-Sreeleela Pushpa 2 song Kissik
সমালোচনার মুখে 'কিসিক' কিস্সা (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 26, 2024, 5:16 PM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর: 2021 সালে 'পুষ্পা' অ্যান্থেমের মতো আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সামান্থা রুথ প্রভুর আইটেম গান 'ও আন্তাভা...' ৷ আল্লু অর্জুনের সঙ্গে অনস্ক্রিন কেমেস্ট্রিতে সামান্থাকে দেখে এককথায় অনুরাগীদের মনে হয়েছিল 'সেক্সি লেডি অন দ্য ফ্লোর' ৷

তবে আগুনের সেই তেজ যেন ফিকে হয়ে গেল শ্রীলীলার 'কিসিক' আইটেম গানে ৷ রবিবার সামনে এসেছে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির আইটেম গান 'কিসক' ৷ দীর্ঘ সময় ধরে ছবির এই গানকে গিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল ৷ চেন্নাইয়ে রশ্মিকা মন্দানা, বিউটি কুইন শ্রীলীলা ও আল্লু অর্জুনের উপস্থিতিতে মুক্তি পায় 'কিসিক' ৷

কিন্তু 'কিসিকের কিস্সা' জায়গা পেল না দর্শক মনে ৷ হিন্দি ভার্সন শুনে বেশ আঘাত পেয়েছেন শ্রোতারা ৷ সোশাল মিডিয়ায় গান মুক্তির পর সেই কমেন্ট পরলেই বোঝা যায় ৷ ইউটিউবে গানটি আসার পর ভিউ হয়েছে 11,822,237 ৷ গানের হিন্দি ভার্সনে লাইক পড়েছে 3.2 লাখ ৷ তেলুগু ভার্সনে লাইক পড়েছে 5 লাখ ৷ ভিউয়ার সংখ্যা 2,96,51,824 ৷

এই গান শুনে সোশাল মিডিয়ায় পাওয়া গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ৷ গানে মিউজিক দিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷ লিরিক্স লিখেছেন রাকিব আলম ৷ 'কিসিক' হিন্দি ভার্সন গেয়েছেন লথিকা ও শুভলাশিনি ৷ গান শুনে এক নেটিজেন লিখেছেন, "এই গান শুনে মনে হচ্ছে ঢিনচ্যাক পূজার প্রোডাকশন হাউজ থেকে বেরিয়েছে ৷" এই কমেন্টে আবার একজন লিখেছেন, "ঢিনচ্যাক পূজার গান এর থেকে ভালো ৷"

আবার কেউ লিখেছেন, "আরে ভাই, এটা কেমন গান বানালে?" আর এক নেটিজনে মনে করেছেন সামান্থার ও আন্তাভা গানকে ৷ তিনি লেখেন, "ও আন্তাভা গান ও সামান্থার ডান্স ওয়াইল্ড ফায়ার ৷" আবার কেউ লিখেছেন, "ও আন্তাভা গান একটা ইমোশন ৷" আবার কেউ জানান, 'এই গান শুনে মনে হচ্ছে, ভাগ্যিস শ্রদ্ধা কাপুর করতে রাজি হননি' ৷

হিন্দি ভার্সনের পাশাপাশি তেলুগু ভার্সন নিয়েও নেটিজেনরা খুশি হতে পারেননি ৷ সব জায়গাতেই 'ও আন্তাভা' গানের সঙ্গে তুলনা টানা হয়েছে 'কিসিক' গানের ৷ শুধু তাই নয়, একই অবস্থা বাংলা ভার্সন নিয়েও ৷ বাংলায় গানটি গেয়েছেন উজ্জয়িনী মুখোপাধ্যায় ৷ গানের কথা লিখেছেন শ্রীজাত ৷ এই গান শুনে এক নেটিজেন লিখেছেন, "পুরো ভোজপুরি গানের লিরিক্স এর মত ভাইবস...আসলে লিরিক্সটাই এত জঘন্য যে শ্রীজাতর ও কিছু করার নেই l" আর এক নেটিজেন লেখেন, "হিন্দি টার থেকে বাংলা ভার্ষনটা বেটার লাগছে।"

তবে এই সমালোচনার মধ্যেও অনেকের মতে এই গানের সুর 'স্লো পয়জন'-এর মতো ৷ ডিএসপির মিউজিক আস্তে আস্তে দর্শকদের ভালো লাগতে শুরু করবে বলে মনে করছেন অনেক অনুরাগী ৷

হায়দরাবাদ, 26 নভেম্বর: 2021 সালে 'পুষ্পা' অ্যান্থেমের মতো আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সামান্থা রুথ প্রভুর আইটেম গান 'ও আন্তাভা...' ৷ আল্লু অর্জুনের সঙ্গে অনস্ক্রিন কেমেস্ট্রিতে সামান্থাকে দেখে এককথায় অনুরাগীদের মনে হয়েছিল 'সেক্সি লেডি অন দ্য ফ্লোর' ৷

তবে আগুনের সেই তেজ যেন ফিকে হয়ে গেল শ্রীলীলার 'কিসিক' আইটেম গানে ৷ রবিবার সামনে এসেছে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির আইটেম গান 'কিসক' ৷ দীর্ঘ সময় ধরে ছবির এই গানকে গিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল ৷ চেন্নাইয়ে রশ্মিকা মন্দানা, বিউটি কুইন শ্রীলীলা ও আল্লু অর্জুনের উপস্থিতিতে মুক্তি পায় 'কিসিক' ৷

কিন্তু 'কিসিকের কিস্সা' জায়গা পেল না দর্শক মনে ৷ হিন্দি ভার্সন শুনে বেশ আঘাত পেয়েছেন শ্রোতারা ৷ সোশাল মিডিয়ায় গান মুক্তির পর সেই কমেন্ট পরলেই বোঝা যায় ৷ ইউটিউবে গানটি আসার পর ভিউ হয়েছে 11,822,237 ৷ গানের হিন্দি ভার্সনে লাইক পড়েছে 3.2 লাখ ৷ তেলুগু ভার্সনে লাইক পড়েছে 5 লাখ ৷ ভিউয়ার সংখ্যা 2,96,51,824 ৷

এই গান শুনে সোশাল মিডিয়ায় পাওয়া গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ৷ গানে মিউজিক দিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷ লিরিক্স লিখেছেন রাকিব আলম ৷ 'কিসিক' হিন্দি ভার্সন গেয়েছেন লথিকা ও শুভলাশিনি ৷ গান শুনে এক নেটিজেন লিখেছেন, "এই গান শুনে মনে হচ্ছে ঢিনচ্যাক পূজার প্রোডাকশন হাউজ থেকে বেরিয়েছে ৷" এই কমেন্টে আবার একজন লিখেছেন, "ঢিনচ্যাক পূজার গান এর থেকে ভালো ৷"

আবার কেউ লিখেছেন, "আরে ভাই, এটা কেমন গান বানালে?" আর এক নেটিজনে মনে করেছেন সামান্থার ও আন্তাভা গানকে ৷ তিনি লেখেন, "ও আন্তাভা গান ও সামান্থার ডান্স ওয়াইল্ড ফায়ার ৷" আবার কেউ লিখেছেন, "ও আন্তাভা গান একটা ইমোশন ৷" আবার কেউ জানান, 'এই গান শুনে মনে হচ্ছে, ভাগ্যিস শ্রদ্ধা কাপুর করতে রাজি হননি' ৷

হিন্দি ভার্সনের পাশাপাশি তেলুগু ভার্সন নিয়েও নেটিজেনরা খুশি হতে পারেননি ৷ সব জায়গাতেই 'ও আন্তাভা' গানের সঙ্গে তুলনা টানা হয়েছে 'কিসিক' গানের ৷ শুধু তাই নয়, একই অবস্থা বাংলা ভার্সন নিয়েও ৷ বাংলায় গানটি গেয়েছেন উজ্জয়িনী মুখোপাধ্যায় ৷ গানের কথা লিখেছেন শ্রীজাত ৷ এই গান শুনে এক নেটিজেন লিখেছেন, "পুরো ভোজপুরি গানের লিরিক্স এর মত ভাইবস...আসলে লিরিক্সটাই এত জঘন্য যে শ্রীজাতর ও কিছু করার নেই l" আর এক নেটিজেন লেখেন, "হিন্দি টার থেকে বাংলা ভার্ষনটা বেটার লাগছে।"

তবে এই সমালোচনার মধ্যেও অনেকের মতে এই গানের সুর 'স্লো পয়জন'-এর মতো ৷ ডিএসপির মিউজিক আস্তে আস্তে দর্শকদের ভালো লাগতে শুরু করবে বলে মনে করছেন অনেক অনুরাগী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.