ETV Bharat / technology

আগামী মাসেই ভারতে লঞ্চ করছে Redmi Note 14 Pro সিরিজ - REDMI NOTE 14 PRO PLUS

Redmi Note 14 5G সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে। Redmi Note 14 Pro Plus 5G-এর সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে ৷

Redmi Note 14 5G
Redmi Note 14 5G সিরিজ (ছবি Redmi)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 26, 2024, 5:21 PM IST

হায়দরাবাদ: কয়েকদিনের মধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ করছে Redmi Redmi Note 14 Pro+ 5G ৷ এতে রয়েছে AI-এর সুবিধা ৷ সেইসঙ্গে রয়েছে SuperAI ব্যবহারের সুবিধা ৷ এই ফোনে একটি 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে । এটি mi.com এবং Flipkart থেকে কিনতে পারা যাবে।

Redmi Note 14 5G সিরিজ: চলতি বছরের সেপ্টেম্বরে চিনে লঞ্চ করেছে Redmi Note 14 5G সিরিজ ৷ এবার ভারতে লঞ্চ করতে চলেছে Note 14 সিরিজ ৷ সংস্থার তরফে জানানো হয়েছে Redmi Note 14 সিরিজ ভারতে 9 ডিসেম্বর লঞ্চ হবে। এখন কোম্পানি Redmi Note 14 Pro+ 5G লঞ্চ করতে শুরু করেছে। Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ লঞ্চ করবে।

প্রথম স্মার্ট রিং, রয়েছে স্টপওয়াচ ও ফ্ল্যাশিং অ্যালার্মের সুবিধা

AI বৈশিষ্ট্য: Redmi Note 14 Pro+ ফোনে রয়েছে 20+ AI বৈশিষ্ট্য ৷ সেইসঙ্গে রয়েছে SuperAI বৈশিষ্ট্য। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে ৷ সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যাবে ৷ সবকটি মডেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। ফোনটিতে Corning Gorilla Glass Victus 2 স্ক্রিন দেওয়া হয়েছে ৷ এটি কার্ভড AMOLED স্ক্রিন রয়েছে ৷ IP68 রেটিং থাকায় ধুলো ও জলেও নষ্ট হবে না ফোনটি। ফোনটির 50MP টেলিফটো ক্যামেরাও নিশ্চিত করা হয়েছে।

ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ

Redmi Note 14 Pro+ এর অন্যান্য বৈশিষ্ট্য: Note 14 Pro+ স্মার্টফোনে রয়েছে 6.67-ইঞ্চি স্ক্রিন এবং 120Hz OLED ডিসপ্লে। ফোনটিতে Snapdragon 7s Gen 3 SoC প্রসেসর থাকবে। এই ফোনে 8MP আল্ট্রা, 50MP রেয়ার ক্যামেরা রয়েছে। একটি 50MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে ৷ 90W দ্রুত চার্জিং-সহ একটি 6200mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ফোনটির সামনে Gorilla Glass Victus 2 এবং পিছনে Gorilla Glass 7i রয়েছে । এই ফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের ফাঁদ! টাকা ফেরত পেলেন বৃদ্ধ

Redmi Note 14 Pro বৈশিষ্ট্য: Redmi Note 14 Pro-তে 120Hz রিফ্রেশ রেট, 3000 nits পিক ব্রাইটনেস ৷ ডলবি ভিশন সুবিধা রয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300-আল্ট্রা চিপ থাকতে পারে । এটিতে 12GB RAM এবং 512GB স্টোরেজ থাকবে । এটি 45W দ্রুত চার্জিং সহ একটি 5,500mAh ব্যাটারি প্যাক করে। এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে OIS-সহ একটি 50MP Sony LYT-600 প্রাথমিক সেন্সর, একটি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে ৷ ফোনের 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

গুগলে রদবদল! প্রধান প্রযুক্তিবিদ পদে প্রভাকর রাঘবন

হায়দরাবাদ: কয়েকদিনের মধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ করছে Redmi Redmi Note 14 Pro+ 5G ৷ এতে রয়েছে AI-এর সুবিধা ৷ সেইসঙ্গে রয়েছে SuperAI ব্যবহারের সুবিধা ৷ এই ফোনে একটি 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে । এটি mi.com এবং Flipkart থেকে কিনতে পারা যাবে।

Redmi Note 14 5G সিরিজ: চলতি বছরের সেপ্টেম্বরে চিনে লঞ্চ করেছে Redmi Note 14 5G সিরিজ ৷ এবার ভারতে লঞ্চ করতে চলেছে Note 14 সিরিজ ৷ সংস্থার তরফে জানানো হয়েছে Redmi Note 14 সিরিজ ভারতে 9 ডিসেম্বর লঞ্চ হবে। এখন কোম্পানি Redmi Note 14 Pro+ 5G লঞ্চ করতে শুরু করেছে। Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ লঞ্চ করবে।

প্রথম স্মার্ট রিং, রয়েছে স্টপওয়াচ ও ফ্ল্যাশিং অ্যালার্মের সুবিধা

AI বৈশিষ্ট্য: Redmi Note 14 Pro+ ফোনে রয়েছে 20+ AI বৈশিষ্ট্য ৷ সেইসঙ্গে রয়েছে SuperAI বৈশিষ্ট্য। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে ৷ সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যাবে ৷ সবকটি মডেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। ফোনটিতে Corning Gorilla Glass Victus 2 স্ক্রিন দেওয়া হয়েছে ৷ এটি কার্ভড AMOLED স্ক্রিন রয়েছে ৷ IP68 রেটিং থাকায় ধুলো ও জলেও নষ্ট হবে না ফোনটি। ফোনটির 50MP টেলিফটো ক্যামেরাও নিশ্চিত করা হয়েছে।

ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ

Redmi Note 14 Pro+ এর অন্যান্য বৈশিষ্ট্য: Note 14 Pro+ স্মার্টফোনে রয়েছে 6.67-ইঞ্চি স্ক্রিন এবং 120Hz OLED ডিসপ্লে। ফোনটিতে Snapdragon 7s Gen 3 SoC প্রসেসর থাকবে। এই ফোনে 8MP আল্ট্রা, 50MP রেয়ার ক্যামেরা রয়েছে। একটি 50MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে ৷ 90W দ্রুত চার্জিং-সহ একটি 6200mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ফোনটির সামনে Gorilla Glass Victus 2 এবং পিছনে Gorilla Glass 7i রয়েছে । এই ফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের ফাঁদ! টাকা ফেরত পেলেন বৃদ্ধ

Redmi Note 14 Pro বৈশিষ্ট্য: Redmi Note 14 Pro-তে 120Hz রিফ্রেশ রেট, 3000 nits পিক ব্রাইটনেস ৷ ডলবি ভিশন সুবিধা রয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300-আল্ট্রা চিপ থাকতে পারে । এটিতে 12GB RAM এবং 512GB স্টোরেজ থাকবে । এটি 45W দ্রুত চার্জিং সহ একটি 5,500mAh ব্যাটারি প্যাক করে। এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে OIS-সহ একটি 50MP Sony LYT-600 প্রাথমিক সেন্সর, একটি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে ৷ ফোনের 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

গুগলে রদবদল! প্রধান প্রযুক্তিবিদ পদে প্রভাকর রাঘবন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.