কলকাতা, 1 মার্চ: এই প্রথমবার ভোট গ্রহণের জন্য তৈরি করা হবে অস্থায়ী কেন্দ্র ৷ আমফান পরবর্তী সময়ে এবং কোভিড আবহে সুষ্ঠু নির্বাচন করানোর জন্যই এই ব্যবস্থা ৷
আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। পাশাপাশি, কোভিডের কারণেও বহু মানুষ এখন গৃহবন্দী ৷ এছাড়া, যাঁদের কোনও না শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাঁদের পক্ষেও দূরের ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া বা সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা বেশ কঠিন ৷ এইসব নানা কারণেই এবার ভোটগ্রহণকেন্দ্রগুলিতে সবকটি বুথকে একতলায় নামিয়ে এনেছে নির্বাচন কমিশন ৷ ফলে জায়গার অভাব তৈরি হয়েছে ৷ তা মেটাতেই তৈরি করা হয়েছে অস্থায়ী কেন্দ্র ৷
আরও পড়ুন: বাম-কংগ্রেসের সঙ্গে জোট শুধু বিহারে, বাংলায় মমতার পাশে আরজেডি : তেজস্বী যাদব
সোমবার কলকাতা উত্তরে জেলা নির্বাচনী আধিকারিক পিয়ালী সেনগুপ্ত জানান, ইতিমধ্যেই উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের 791টি বুথকে একতলায় নামিয়ে আনা হয়েছে ৷ স্থানাভাব মেটাতে তৈরি করা হয়েছে 150টি অস্থায়ী বুথ ৷
পাশাপাশি, এবার আমফানেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি ৷ সেগুলির সবক’টির সংস্কারের কাজও শেষ হয়নি এখনও ৷ এইসব ক্ষেত্রেও অস্থায়ী বুথ তৈরি করা হচ্ছে ৷ পূর্ত দফতরে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি পরিদর্শনের পর অস্থায়ী কাঠামো তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷