কলকাতা, 9 অগস্ট : হাতে আর ক’টা দিন মাত্র । তারপরেই 76তম স্বাধীনতা দিবস (76th Independence Day) । হাতে সময় কম, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ।
এখনও পর্যন্ত যা খবর, এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রেড রোডে দেখতে পাওয়া যাবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বিশেষ ট্যাবলো । একই সঙ্গে কলকাতার রাজপথে এবার জায়গা করে নিতে চলেছে দুর্গাপুজোকে (Durga Puja) ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি সংক্রান্ত বিশেষ উপস্থাপনও ।
করোনা (Covid Pandemic) আবহের জন্য গত দু'বছর স্বাধীনতা দিবসের উদযাপনে সঠিকভাবে করা যায়নি । একরকম দর্শকশূন্য রাজপথেই হয়েছে কুচকাওয়াজ । এবার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে । এই অবস্থায় আবার রেড রোডে সাধারণ দর্শকের উপস্থিতিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বড় করেই উদযাপিত হবে । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি কাজের সাফল্য বিভিন্ন প্রকল্প এবং দুর্গা পুজোকে নিয়ে প্রচার পর্ব সেরে রাখতে চাইছে রাজ্য সরকার ।
ইউনেস্কো হেরিটেজ সম্মান দিয়েছে বাংলার দুর্গাপুজোকে । সেই গর্বের ছবিই ফুটে উঠবে স্বাধীনতা দিবসে । ট্যাবলোতে থাকবে দেবী প্রতিমা । ধুনুচি নাচ, ঢাক-সমস্ত ঐতিহ্যই তুলে ধরা হবে রেড রোডে । ফুটে উঠবে রাজ্যের বিভিন্ন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের খণ্ডচিত্র ৷
এবার রাজ্যে দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival) হবে পয়লা সেপ্টেম্বর এবং বিসর্জনের পর যথারীতি অন্যান্যবারের মতো কার্নিভাল অনুষ্ঠিত হবে । সবটাই হবে রেড রোডে । ইতিমধ্যে বিভিন্ন পুজো কমিটির সঙ্গে একপ্রস্থ বৈঠক হয়েছে রাজ্য সরকারের ৷ 1 সেপ্টেম্বর দুর্গাপুজোর এই মহা কার্নিভাল সফল করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য ৷
তবে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজ প্রতিবছর এই রেড রোডে হয় । আর সেখানে প্রত্যেকবারই সেনাবাহিনী পুলিশ এবং সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে উপস্থাপন করা হয় । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা যাচ্ছে, এবার এই ট্যাবলোগুলির পাশাপাশি তিন বিশিষ্ট শিল্পীকে নিয়ে ট্যাবলো থাকবে । লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির জীবন এবং কৃতিত্ব সেখানে তুলে ধরা হবে বলে খবর ।
তাই প্রতিবছরের মতো এবছরও স্বাধীনতা দিবস পালনে তৈরি হচ্ছে রেড রোড । এবছর স্বাধীনতার 75 বছর তাই এই অনুষ্ঠানের দিকে গোটা দেশের সঙ্গে চুপ থাকবে আমাদের রাজ্যের সাধারণ মানুষেরও । কাজেই তাকে বর্নাঢ্য এবং নজরকাড়া হিসাবে উপস্থাপন ও বদ্ধপরিকর নবান্ন ।
আরও পড়ুন : 'হর ঘর তেরঙ্গা', স্বাধীনতার 75 বছরে রেকর্ড চাহিদা জাতীয় পতাকার