ETV Bharat / city

ফেসবুকে বিদেশিনী 'বন্ধু' পাতিয়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি - cyber crime

বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে ফাঁদ তৈরি করে প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি হাতিয়ে নিয়েছে তন্ময় বাবুর বিদেশিনী ফেসবুক 'বন্ধু' ৷

ফেসবুকে বিদেশিনী 'বন্ধু' পাতিয়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি
author img

By

Published : Oct 23, 2019, 5:56 AM IST

হুগলি, 23 অক্টোবর : নাম নিকোল অ্যাড্রিল ৷ লন্ডনের বাসিন্দা ৷ সুবেশা, সুন্দরী তরুণী ৷ ফেসবুকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন হাওড়ার শিবপুরের এক ব্যক্তির দিকে ৷ পেশায় অ্যাকাউটেন্ট তন্ময় ঘোষ সেই বন্ধুত্ব গ্রহণ করতে একবারও ভাবেননি ৷ প্রোফাইলে বন্ধু তালিকায় যোগ হতেই শুরু হয় গল্প ৷ সম্পর্ক গাঢ় হতে শুরু করে ৷ নিকোল বলেন, ভারত ভ্রমণে আসবেন তিনি ৷ তন্ময়ের সঙ্গে দেখা করতে নাকি কলকাতাও আসবেন নিকোল ৷ এরপর নিকোল জানান, তিনি চলেও এসেছেন ভারতে ৷ বিমানবন্দরে আবগারি দপ্তর তাঁকে আটকে রেখেছে ৷ শুধুমাত্র সাত লক্ষ 83 হাজার 200 টাকা দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷ 'বন্ধু' তন্ময়কে তিনি টাকা ফেরত দেবেন সঙ্গে সঙ্গেই ৷ এই কথা শুনে টাকাও পাঠিয়ে দেন তন্ময় বাবু ৷ আর তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন ৷

প্রতারণার এই ঘটনাটি ঘটেছে শিবপুর থানা এলাকার এই ব্যক্তির সঙ্গে ৷ বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে ফাঁদ তৈরি করে প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি হাতিয়ে নিয়েছে তন্ময় বাবুর ফেসবুক 'বন্ধু' ৷ হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, শিবপুরে ধর্মতলা লেনের বাসিন্দা তন্ময় ঘোষের সঙ্গে বেশ কয়েকমাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নিকোলের । ফেসবুক, হোয়াটসঅ্যাপে এবং ফোনে কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব গভীর হয়ে ওঠে ৷ ওই মহিলা তন্ময়বাবুকে জানায়, সে কলকাতায় এসে দেখা করতে চায়৷

15 অক্টোবর ওই মহিলা তন্ময়বাবুকে ফোনে বলেন তিনি মুম্বই বিমানবন্দরে রয়েছেন ৷ তাঁর সঙ্গে 40 হাজার পাউন্ড সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী রয়েছে । আবগারি দপ্তর সেই টাকা ও সামগ্রী আটকে দিয়েছে । ওই মহিলা তন্ময় বাবুকে বলেন, যদি তিনি খরচ বাবদ সাত লক্ষ 83 হাজার 200 টাকা তার অ্যাকাউন্টে পাঠান, তাহলে সে ছাড়া পাবে । সমস্ত টাকা ফেরত দেওয়া হবে এমন প্রলোভনও দেখায় নিকোল নামধারী ওই বিদেশিনী ।

তন্ময়বাবু কয়েক দফায় ওই টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন । টাকা পাওয়ার পর ওই বিদেশিনী যাবতীয় যোগাযোগ ছিন্ন করে দেয় । পরে তন্ময়বাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । এরপর শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন । হাওড়া সিটি পুলিশের সাইবার অপরাধদমন শাখা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে এক বড় চক্র কাজ করছে ৷ একাধিক মাথাও রয়েছে । ওই মহিলা সত্যিই বিদেশিনী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

হুগলি, 23 অক্টোবর : নাম নিকোল অ্যাড্রিল ৷ লন্ডনের বাসিন্দা ৷ সুবেশা, সুন্দরী তরুণী ৷ ফেসবুকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন হাওড়ার শিবপুরের এক ব্যক্তির দিকে ৷ পেশায় অ্যাকাউটেন্ট তন্ময় ঘোষ সেই বন্ধুত্ব গ্রহণ করতে একবারও ভাবেননি ৷ প্রোফাইলে বন্ধু তালিকায় যোগ হতেই শুরু হয় গল্প ৷ সম্পর্ক গাঢ় হতে শুরু করে ৷ নিকোল বলেন, ভারত ভ্রমণে আসবেন তিনি ৷ তন্ময়ের সঙ্গে দেখা করতে নাকি কলকাতাও আসবেন নিকোল ৷ এরপর নিকোল জানান, তিনি চলেও এসেছেন ভারতে ৷ বিমানবন্দরে আবগারি দপ্তর তাঁকে আটকে রেখেছে ৷ শুধুমাত্র সাত লক্ষ 83 হাজার 200 টাকা দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷ 'বন্ধু' তন্ময়কে তিনি টাকা ফেরত দেবেন সঙ্গে সঙ্গেই ৷ এই কথা শুনে টাকাও পাঠিয়ে দেন তন্ময় বাবু ৷ আর তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন ৷

প্রতারণার এই ঘটনাটি ঘটেছে শিবপুর থানা এলাকার এই ব্যক্তির সঙ্গে ৷ বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে ফাঁদ তৈরি করে প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি হাতিয়ে নিয়েছে তন্ময় বাবুর ফেসবুক 'বন্ধু' ৷ হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, শিবপুরে ধর্মতলা লেনের বাসিন্দা তন্ময় ঘোষের সঙ্গে বেশ কয়েকমাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নিকোলের । ফেসবুক, হোয়াটসঅ্যাপে এবং ফোনে কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব গভীর হয়ে ওঠে ৷ ওই মহিলা তন্ময়বাবুকে জানায়, সে কলকাতায় এসে দেখা করতে চায়৷

15 অক্টোবর ওই মহিলা তন্ময়বাবুকে ফোনে বলেন তিনি মুম্বই বিমানবন্দরে রয়েছেন ৷ তাঁর সঙ্গে 40 হাজার পাউন্ড সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী রয়েছে । আবগারি দপ্তর সেই টাকা ও সামগ্রী আটকে দিয়েছে । ওই মহিলা তন্ময় বাবুকে বলেন, যদি তিনি খরচ বাবদ সাত লক্ষ 83 হাজার 200 টাকা তার অ্যাকাউন্টে পাঠান, তাহলে সে ছাড়া পাবে । সমস্ত টাকা ফেরত দেওয়া হবে এমন প্রলোভনও দেখায় নিকোল নামধারী ওই বিদেশিনী ।

তন্ময়বাবু কয়েক দফায় ওই টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন । টাকা পাওয়ার পর ওই বিদেশিনী যাবতীয় যোগাযোগ ছিন্ন করে দেয় । পরে তন্ময়বাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । এরপর শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন । হাওড়া সিটি পুলিশের সাইবার অপরাধদমন শাখা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে এক বড় চক্র কাজ করছে ৷ একাধিক মাথাও রয়েছে । ওই মহিলা সত্যিই বিদেশিনী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:ফেসবুকের মাধ্যমে বিদেশি সুন্দরী রমণীর সাথে বন্ধুত্ব পাতিয়ে প্রায় আট লক্ষ টাকা প্রতারণার শিকার এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে শিবপুর থানা এলাকার এক ব্যক্তির সাথে।প্রতারিত ব্যক্তির নাম তন্ময় ঘোষ।পেশায় তিনি একজন আয়াকাউন্টেন্ট। বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে ফাঁদ তৈরি করে থেকে 8 লক্ষ টাকার কাছাকাছি হাতিয়ে নেয় ওই মহিলা বলে অভিযোগ। Body:হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর শিবপুরে ধর্মতলা লেনের বাসিন্দা তন্ময় ঘোষের সাথে বেশ কয়েকমাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নিকোল অ্যাড্রিল নামে এক বিদেশিনীর সঙ্গে।ওই বিদেশিনী নিজেকে লন্ডন বাসি হিসাবে পরিচয় দেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে এবং ফোনে কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব যখন বেশ কিছুটা গাড়ো হয় তখন ওই মহিলা তন্ময়বাবুকে বলেন তিনি কলকাতায় এসে তার সঙ্গে দেখা করতে চান।আর দেশ ঘুরে দেখতে চান।গত 15 ই অক্টোবর ওই মহিলা তন্ময়বাবুকে ফোনে বলেন তিনি মুম্বাই এয়ারপোর্টে আছেন এবং তার সঙ্গে 40 হাজার পাউন্ড সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী রয়েছে। কাস্টমস সেই টাকা ও সামগ্রী আটকে দিয়েছে মুম্বাই এয়ারপোর্টে।ওই মহিলা তন্ময় বাবুকে জানান যে যদি তিনি কাস্টমস ফি বাবদ সাত লক্ষ 83 হাজার 200 টাকা তার একাউন্টে ট্রান্সফার করেন তাহলে তিনি এয়ারপোর্ট থেকে ছাড়া পাবেন।পরে তাকে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে এমন প্রলোভন দেখানো হয়।লোভের বশবর্তী হয়ে তন্ময়বাবু কয়েক দফায় ওই টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন । টাকা পাওয়ার পর ওই বিদেশিনী যাবতীয় যোগাযোগ ছিন্ন করে দেয় ।পরে তন্ময়বাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শেষমেষ শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন । হাওড়া সিটি পুলিশের সাইবার শেল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার পেছনে এক সংঘটিত চক্র কাজ করছে এবং এর পেছনে একাধিক মাথা রয়েছে।ওই মহিলা সত্যিই বিদেশিনী নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বাইট..১..তন্ময় ঘোষ(অভিযোগকারি)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.