ETV Bharat / city

টাচলেস মাস্ক ATM নিয়ে এল CMERI

দুর্গাপুরের CMERI-র বিজ্ঞানীরা মাস্ক ATM এবং থার্মাল স্ক্যানার ইউনিট তৈরি করলেন ৷ এই যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় মাস্কের পাশাপাশি কোনও ব্যক্তির শরীরের তাপমাত্রা পরীক্ষিত হবে ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 20, 2020, 8:28 AM IST

Updated : Jul 20, 2020, 10:29 AM IST

দুর্গাপুর, 20 জুলাই : স্বয়ংক্রিয় মাস্ক ATM এবং থার্মাল স্ক্যানার ইউনিট তৈরি করলেন দুর্গাপুরের কেন্দ্রীয় সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (CMERI) বিজ্ঞানীরা ৷ বর্তমান পরিস্থিতিতে এই যন্ত্র অত্যন্ত উপযোগী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ৷

আনলক পর্ব চলছে। খুলেছে একাধিক অফিস ৷ সেখানকার নিরাপত্তাকর্মীদের একাধিক ব্যক্তির সংস্পর্শে আসতে হয়৷ মূলত, তাঁদের কথা মাথায় রেখেই এই স্বয়ংক্রিয় মাস্ক ATM এবং থার্মাল স্ক্যানার ইউনিট তৈরি করা হয়েছে ।

এই যন্ত্রটি নিয়ে কী জানালেন CMERI এর ডিরেক্টর ?

কীভাবে কাজ করে এই যন্ত্র ?

স্বয়ংক্রিয় এই যন্ত্রটি সৌরচালিত, ব্যাটারি চালিত বা বিদ্যুতের দ্বারাও চালিত হতে পারে ৷ এটিতে একটি মনিটর আছে । সঙ্গে আছে ক্যামেরা ৷ প্রথমে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে সেই মনিটরের সামনে । যদি আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে তাহলে জ্বলে উঠবে লাল আলো । বেজে উঠবে অ্যালার্ম । মাস্ক পরে না থাকলেও এই লাল আলো জ্বলে উঠবে । এবার যে সংস্থার আপনি কর্মী সেই সংস্থার আইডি কার্ড যন্ত্রটির সেনসরের সামনে বসালে প্যাকেটবন্দী মাস্ক বেরিয়ে আসবে । আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে মাস্কের দাম । এই সব কিছুই একটি বিশেষ সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে । এই মাস্ক ATM ও থার্মাল স্ক্যানিং যন্ত্রের সঙ্গে প্রতিষ্ঠানের মূল গেটের সম্পর্ক থাকবে । আপনাকে সম্পূর্ণ পরীক্ষা করার পর তবেই খুলবে অফিসের গেট । মিলবে অফিসে প্রবেশের অধিকার ।

এই বিষয়ে CMERI এর ডিরেক্টর ড: হরিশ হিরানি বলেন, "দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে গিয়ে আনলক করতে হচ্ছে । যে কারণে দেখা যাচ্ছে বিভিন্ন অফিস, শপিং মল, রেস্তরাঁর নিরাপত্তারক্ষীরা সুরক্ষিত থাকছেন না । অনেকের সংস্পর্শে আসছেন তাঁরা । থার্মাল স্ক্যানিং করতে হচ্ছে । মূলত তাঁদের কথা মাথায় রেখেই সম্পূর্ণ স্পর্শহীন COVID সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে । এই যন্ত্রের জন্য খরচ হয়েছে দু'লাখ টাকা ৷ যে কোনও সংস্থাই এই যন্ত্র তৈরি করতে পারে । ভাইরাসজনিত রোগের হাত থেকে মুক্তি পেতে অফিসগুলিতে এই যন্ত্র বসানো খুব জরুরি ।"

যেভাবে কোরোনা সংক্রমণ ছড়িয়েছে তাতে এই ধরনের স্পর্শহীন যন্ত্র যে উপযোগী হয়ে উঠবে তা বলছেন CMERI-র বিজ্ঞানীরা । স্বাভাবিক জীবনে ফিরতে চেয়ে মানুষ সুরক্ষিত থাকতে চাইছে । তাই স্পর্শহীন এই মাস্ক ATM ও থার্মাল স্ক্যানার যন্ত্র যে আগামী দিনে বহু অফিস,শপিংমল, রেস্তরাঁ, হোটেলে দেখা যাবে তা বলাই যায় ।

দুর্গাপুর, 20 জুলাই : স্বয়ংক্রিয় মাস্ক ATM এবং থার্মাল স্ক্যানার ইউনিট তৈরি করলেন দুর্গাপুরের কেন্দ্রীয় সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (CMERI) বিজ্ঞানীরা ৷ বর্তমান পরিস্থিতিতে এই যন্ত্র অত্যন্ত উপযোগী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ৷

আনলক পর্ব চলছে। খুলেছে একাধিক অফিস ৷ সেখানকার নিরাপত্তাকর্মীদের একাধিক ব্যক্তির সংস্পর্শে আসতে হয়৷ মূলত, তাঁদের কথা মাথায় রেখেই এই স্বয়ংক্রিয় মাস্ক ATM এবং থার্মাল স্ক্যানার ইউনিট তৈরি করা হয়েছে ।

এই যন্ত্রটি নিয়ে কী জানালেন CMERI এর ডিরেক্টর ?

কীভাবে কাজ করে এই যন্ত্র ?

স্বয়ংক্রিয় এই যন্ত্রটি সৌরচালিত, ব্যাটারি চালিত বা বিদ্যুতের দ্বারাও চালিত হতে পারে ৷ এটিতে একটি মনিটর আছে । সঙ্গে আছে ক্যামেরা ৷ প্রথমে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে সেই মনিটরের সামনে । যদি আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে তাহলে জ্বলে উঠবে লাল আলো । বেজে উঠবে অ্যালার্ম । মাস্ক পরে না থাকলেও এই লাল আলো জ্বলে উঠবে । এবার যে সংস্থার আপনি কর্মী সেই সংস্থার আইডি কার্ড যন্ত্রটির সেনসরের সামনে বসালে প্যাকেটবন্দী মাস্ক বেরিয়ে আসবে । আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে মাস্কের দাম । এই সব কিছুই একটি বিশেষ সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে । এই মাস্ক ATM ও থার্মাল স্ক্যানিং যন্ত্রের সঙ্গে প্রতিষ্ঠানের মূল গেটের সম্পর্ক থাকবে । আপনাকে সম্পূর্ণ পরীক্ষা করার পর তবেই খুলবে অফিসের গেট । মিলবে অফিসে প্রবেশের অধিকার ।

এই বিষয়ে CMERI এর ডিরেক্টর ড: হরিশ হিরানি বলেন, "দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে গিয়ে আনলক করতে হচ্ছে । যে কারণে দেখা যাচ্ছে বিভিন্ন অফিস, শপিং মল, রেস্তরাঁর নিরাপত্তারক্ষীরা সুরক্ষিত থাকছেন না । অনেকের সংস্পর্শে আসছেন তাঁরা । থার্মাল স্ক্যানিং করতে হচ্ছে । মূলত তাঁদের কথা মাথায় রেখেই সম্পূর্ণ স্পর্শহীন COVID সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে । এই যন্ত্রের জন্য খরচ হয়েছে দু'লাখ টাকা ৷ যে কোনও সংস্থাই এই যন্ত্র তৈরি করতে পারে । ভাইরাসজনিত রোগের হাত থেকে মুক্তি পেতে অফিসগুলিতে এই যন্ত্র বসানো খুব জরুরি ।"

যেভাবে কোরোনা সংক্রমণ ছড়িয়েছে তাতে এই ধরনের স্পর্শহীন যন্ত্র যে উপযোগী হয়ে উঠবে তা বলছেন CMERI-র বিজ্ঞানীরা । স্বাভাবিক জীবনে ফিরতে চেয়ে মানুষ সুরক্ষিত থাকতে চাইছে । তাই স্পর্শহীন এই মাস্ক ATM ও থার্মাল স্ক্যানার যন্ত্র যে আগামী দিনে বহু অফিস,শপিংমল, রেস্তরাঁ, হোটেলে দেখা যাবে তা বলাই যায় ।

Last Updated : Jul 20, 2020, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.