ETV Bharat / state

ফাঁকা মাঠে গোলটা যেন ঠিক লক্ষেই হয়, প্রচারে সাংসদের বিতর্কিত মন্তব্য - WB BYE ELECTION 2024

ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য কোচবিহারের সাংসদের ৷ উপনির্বাচনের আগে অস্বস্তিতে শাসকদল ৷ সাংসদের বক্তব্যের জেরে প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র ৷

Cooch Behar TMC
তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিতর্কিত মন্তব্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 10:55 PM IST

সিতাই, 8 নভেম্বর: দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ৷

তিনি বলেন, "দলীয় প্রার্থী সঙ্গীতা রায়কে জেতাতে যেটা করা দরকার সেটাই করতে হবে। হোমিওপ্যাথি, এলোপ্যাথি এমনকি কবিরাজিতেও যদি কাজ না হয় তাহলে সার্জারি করার জন্য দরকার হলে কাঁচি চালাতে হবে। এমনভাবে সার্জারি করতে হবে যাতে বিজেপির কেউ আগামী 2026 সালে দাঁড়াতে সাহস না পায় । মনে রাখতে হবে, ফাঁকা মাঠে গোলটা যেন ঠিক লক্ষেই হয় ।"

ভোট প্রচারের মঞ্চে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিতর্কিত মন্তব্য (ইটিভি ভারত)

সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দলীয় প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে দলীয় কর্মী সমর্থকদের এমনটাই দাওয়াই দিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । সাংসদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । এই প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, "সাংসদের এই বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার যে তিনি নির্বাচনের দিন কর্মীদের বুথে বুথে সন্ত্রাস করার নির্দেশ দিচ্ছেন ।"

আগামী 13 নভেম্বর সিতাই বিধানসভা উপনির্বাচন । শুক্রবার বিকেলে সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আদাবাড়ি ঘাটে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলে ৷ যদিও বিষয়টি নিয়ে জানতে চাওয়ার জন্য সাংসদকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷ তবে সাংসদের এহেন বক্তব্যের জন্য প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র ৷

সিতাই, 8 নভেম্বর: দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ৷

তিনি বলেন, "দলীয় প্রার্থী সঙ্গীতা রায়কে জেতাতে যেটা করা দরকার সেটাই করতে হবে। হোমিওপ্যাথি, এলোপ্যাথি এমনকি কবিরাজিতেও যদি কাজ না হয় তাহলে সার্জারি করার জন্য দরকার হলে কাঁচি চালাতে হবে। এমনভাবে সার্জারি করতে হবে যাতে বিজেপির কেউ আগামী 2026 সালে দাঁড়াতে সাহস না পায় । মনে রাখতে হবে, ফাঁকা মাঠে গোলটা যেন ঠিক লক্ষেই হয় ।"

ভোট প্রচারের মঞ্চে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিতর্কিত মন্তব্য (ইটিভি ভারত)

সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দলীয় প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে দলীয় কর্মী সমর্থকদের এমনটাই দাওয়াই দিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । সাংসদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । এই প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, "সাংসদের এই বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার যে তিনি নির্বাচনের দিন কর্মীদের বুথে বুথে সন্ত্রাস করার নির্দেশ দিচ্ছেন ।"

আগামী 13 নভেম্বর সিতাই বিধানসভা উপনির্বাচন । শুক্রবার বিকেলে সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আদাবাড়ি ঘাটে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলে ৷ যদিও বিষয়টি নিয়ে জানতে চাওয়ার জন্য সাংসদকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷ তবে সাংসদের এহেন বক্তব্যের জন্য প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.