হায়দরাবাদ, 8 নভেম্বর: মারুতি সুজুকির ডিজায়ারের নতুন মডেলের মুকুটে নয়া পালক। গাড়িতে যাত্রা করার সময় বড়দের এবং শিশুদের নিরাপত্তার দিক থেকে ফাইভ স্টার রেটিং পেল এই গাড়ি। পথচারীদের নিরাপত্তার দিক থেকেও মিলেছে এই বিশেষ রেটিং। আর সেই সুবাদে মারুতির প্রথম গাড়ি হিসেবে গ্লোবাল নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (এনএসিপি)-এর পক্ষ থেকে ফাইভ স্টার রেটিং পেল মারুতি সুজুকির ডিজায়ার । এই ব্যবস্থাকে গ্লোবাল এনক্যাপ রেটিং নামে পরিচিত।
এনএসিপি-র ক্র্যাশ টেস্টের মাধ্যমে গাড়ির সহনশীলতা মাপা হয়। সামনের দিক এবং ধার থেকে আচমকা কোনও ধাক্কা এলে গাড়ি কীভাবে এবং কতটা সামাল দিতে পারছে সেটাই দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি গাড়ির ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলও মাপা হয় এভাবেই। অতীতে দেখা গিয়েছে, একটি গাড়ি পথচারীদের জন্য কতটা সুরক্ষিত এবং ধার থেকে আসা ধাক্কা সামলাতে কতটা পটু তা মাথায় রেখেই এনএসিপি উচ্চ র্যাঙ্কিং দিয়ে থাকে। এই গাড়ি সেদিক থেকে যথেষ্ট নিরাপদ বলেই ফাইভ স্টার রেটিং পেয়েছে তা বলাই যায়।
বিশেষ এই পরীক্ষার দায়িত্বে থাকা টুওর্য়াডস জিরো ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ডেভিড ওয়ার্ড বলেন, "নতুন ডিজায়ারের ফাইভ-স্টার রেটিং পেয়েছে। এটাই বলে এই গাড়ির নিরাপত্তার দিকটি ঠিক কতটা ভরসাযোগ্য। আমরা আশা করি মারুতি অন্য গাড়ি গুলির ক্ষেত্রেও নিরাপত্তার বিষয়টিকে এই মানেই নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে যাত্রীরা অনেক বেশি নিরাপদে যাতায়াত করার সুযোগ পাবেন। সেটা আমাদের সবার জন্য ভালো ।"
জানা গিয়েছে, গাড়িটি কাঠামোর বেশ শক্তিশালী। তাছাড়া এখানে আধুনিক প্রযুক্তির সিটবেল্টও রয়েছে। শুধু চালক বা তাঁর পাশের আসনে নয়, গাড়িতে বসা প্রতিটি যাত্রীর জন্যই এই ব্যবস্থা থাকছে । সবমিলিয়ে গাড়িতে আছে 6টি এয়ারব্যাগ । তাছাড়া পথচারী থেকে শুরু করে অন্যদের জন্য নিরাপত্তা সংক্রান্ত নানা কিছু। পোল টেস্টের মাধ্যমে জানা গিয়েছে, কোনও একটি ধাক্কার পরও চালকের মাথায় যাতে চোট না লাগে সেই ব্যবস্থাও থাকছে গাড়িতে ।