হলদওয়ানি (উত্তরাখণ্ড), 8 নভেম্বর: বেড়াতে গিয়ে উত্তরাখণ্ডের হোটেলে আত্মহত্যা ! বাঙালি পর্যটকের দেহ উদ্ধার ৷ তাঁর নাম মায়াঙ্ক পাল। হলদওয়ানি জেলার লালকুয়ান কোতোয়ালি এলাকার স্টেশন মোড়ে অবস্থিত একটি হোটেলের ঘরে আত্মহত্যা করেন বাঙালি পর্যটক। খবর পেয়ে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তাঁদের প্রাথমিক অনুমান মায়াঙ্ক আত্মহত্যা করেছেন ।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আসা পর্যটক মায়াঙ্ক পাল (44) শুক্রবার দুপুর 2টো নাগাদ স্টেশন মোড়ে অবস্থিত হোটেলে একটি রুম নেন । সন্ধ্যায় হোটেলের রিসেপশনে তার বাড়ি থেকে ফোন আসে । বলা হয় মায়াঙ্ক ফোন ধরছেন না । হোটেলের কর্মীরা তাঁর রুমে গিয়ে নক করেন । কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও ঘর না খুললে ছুতোর মিস্ত্রি ডাকা হয় । তারপরেই দরজা খুলে হোটেল কর্মীরা ভিতরে ঢুকে দেখেন মায়াঙ্ক বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন । তাঁর গলায় ও হাতে গভীর ক্ষত ।
জ্যোতিষীর নিদান ! 3 সন্তান-সহ স্ত্রীকে গুলি করে খুন, উদ্ধার স্বামীর দেহ
ঘটনাটি তাৎক্ষণিকভাবে 108 ডায়াল করে কোতয়ালি থানায় জানানো হয় ৷ লালকুয়ান থানার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে অন্য পুলিশকর্মী ও হোটেল কর্মীদের সহায়তায় পর্যটক মায়াঙ্ককে সুশীলা তিওয়ারি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি মায়াঙ্কের পরিবারকে জানায় হোটেল কর্তৃপক্ষ ।
কোতোয়ালি থানার আধিকারিক ডিআর ভার্মা জানিয়েছেন, মায়াঙ্ক তাঁর দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ড বেড়াতে এসেছিলেন। বন্ধুরা আলমোড়ায় ধর্মীয় স্থান দেখতে গিয়েছেন ৷ মায়াঙ্ক আজ রাতে বাঘ এক্সপ্রেসে কলকাতায় ফিরতে যাচ্ছিলেন । তবে তার আগে কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পরিবারের সদস্যদের মতে, মায়াঙ্ক হতাশায় ভুগছিলেন । আর তাঁর ওষুধও চলছিল । পুলিশ দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে । পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত করা হবে ৷