দুর্গাপুর ও পুরুলিয়া, 26 এপ্রিল : "মমতা ব্যানার্জিকে যদি প্রশ্ন করা হয় আপনাদের দলের লোকজনের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কে ? তাহলে চুপিসারে কানের কাছে এসে তিনি বলবেন 'অভিষেক' । দিদি ভাইপো রাজ শুরু করেছেন ।" গতকাল পুরুলিয়ার একটি সভা থেকে বললেন BJP নেতা বিপ্লব দেব । প্রথমে পুরুলিয়ার সেনাবনা গ্রামে তারপর দুর্গাপুরে গতকাল সভা করেন বিপ্লব । পুরুলিয়ার সভা থেকে তিনি মমতাকে কটাক্ষ করে আরও বলেন, "দিদি আপনি যদি বাংলার বাইরে পা রাখেন তাহলে তো আপনাকে কেউ চিনতেই পারবে না । আর আপনি প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করছেন ।"
পুরুলিয়ার সভা থেকে তিনি বলেন, "34 বছর ধরে CPI(M)-এর ক্যাডার রাজের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছিল । তাই 2011 সালে তাদের উৎখাত করে বাংলার মানুষ মা-মাটি-মানুষের সরকারকে ক্ষমতায় এনেছিল । মানুষ ভেবেছিল, দিদি বাংলাকে পথ দেখাবে । কিন্তু বিগত সাত বছরে দিদি ক্যাডার রাজের সঙ্গে সঙ্গে সিন্ডিকেট রাজ ও ভাতিজা রাজ শুরু করে দিয়েছেন । ত্রিপুরাতেও তো কমিউনিস্ট সরকার ছিল । ওখানে মানুষের অবস্থা ছিল অসহায় । কিন্তু BJP সরকার গঠন করার পর সেখানকার চিত্রটাই বদলে গেছে । আর অন্যদিকে বাংলায় CPI(M)-এর পরিবর্তে তৃণমূল সরকার এলেও 7 বছর ধরে এখানকার মানুষের অবস্থার কোনও পরিবর্তন হয়নি । উপরন্তু মানুষের অবস্থা আরও অবনতির দিকে গেছে ।"
কিছুদিন আগেই পুরুলিয়ায় BJP কর্মী শিশুপাল সহিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । নাম না করে সেই প্রসঙ্গ টেনে বিপ্লব বলেন, "পুরুলিয়াতে খুনের রাজনীতি থেকে মুক্তি পেতে চাইছে মানুষ । এই জেলায় বার বার BJP কর্মীরা খুন হয়ে চলেছেন কিন্তু একজন আসামিও ধরা পড়েনি । তাই এবার মানুষ লোকসভা নির্বাচনে EVM-এ এর বদলা নেবে । বাংলার মানুষ এসব খুন, সিন্ডিকেটরাজ, ক্যাডাররাজ থেকে মুক্তি দিয়ে বাংলাকে BJP-র হাতে তুলে দেবে । ত্রিপুরার মতো বাংলাতেও এবার মোদি সরকার গঠিত হবে ।" শিশুপাল সহিসের খুনের তদন্তের ভার CBI-কে দেওয়ার দাবিও জানান তিনি । সেই সঙ্গে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "এ রাজ্যের যা অবস্থা তাতে ন্যায় বলে কিছু নেই । মমতা ব্যানার্জির কাছে এখন বড় বড় ডিগ্রি আছে । উনি তো গণতন্ত্রকেই মানেন না । CBI-কেও আটকে দেন ।"
মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, "আপনাদের কাকে দেখে ভোট দেবে মানুষ? কে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? পাত্র বা পাত্রী না দেখে আমরা ছেলে-মেয়ের বিয়েও দিই না । ভালো করে দেখে শুনে, কুল-গোত্র, পরিবার, ব্যবহার, কুন্ডলি সব দেখে শুনে তবে আমরা ছেলে মেয়ের বিয়ে ঠিক করি । কারণ বিয়ে হচ্ছে দু'টো জীবনের ভবিষ্যতের ব্যাপার । আর দেশের 130 কোটি মানুষের ভবিষ্যতের জন্য আপনাদের দলের যোগ্য প্রার্থীকে না দেখেই ভোট দিয়ে দেব? ব্রিগেডে জনসভা ভিড় জমানোরও আপনার একার ক্ষমতা নেই । ওখান থেকে চন্দ্রবাবু নাইডু, এখান থেকে কেজরিওয়ালকে নিয়ে এসে জনসভায় ভিড় জমাচ্ছেন । আর আপনারা আবার দেশের জন্য সরকার গড়ার স্বপ্ন দেখছেন?"
পুরুলিয়া ছাড়াও বিপ্লব বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে দুর্গাপুরে প্রচার সভা করেন । সেখানে তিনি বলেন, "তৃণমূলের গুন্ডাদের খতম করতে ছেলেরা কোমরে গামছা বাঁধুন আর মেয়েরা শাড়ির আঁচল শক্ত করে বাঁধুন ।" আরও বলেন, "মোদি সরকারকে হটাতে লালু প্রসাদের ছেলে, কেজরিওয়াল, চন্দ্রবাবু এরা সবাই মহাজোট তৈরির কথা বলেছিল । কিছুই তো তৈরি হয়নি । তাই জনতার সাথে আছে ভারতীয় জনতা পার্টি । এর আগে মুঘলরা শাসন করেছে । তারা পরাজিত হয়েছে । তারপর ইংরেজরাও এসেছে । তারাও পরাজিত হয়েছে। তারপর আসে বামেরা । 34 বছর বাদে তারাও পরাজিত হয়েছে । আর আপনি তো মাত্র সাড়ে সাত বছর আছেন তাই শুনে রাখুন আপনাকেও পরাজিত হতে হবে । এই রাজ্যে পদ্ম ফুল ফুটছে আমি দেখতে পাচ্ছি।"