ETV Bharat / city

কোরোনায় বন্ধ বৈশাখি উৎসব - বৈশাখী উৎসব বাতিল

এবার লকডাউনের ফলে অমৃতসর থেকে নির্দেশ আসে কোনভাবেই জনসমাগম ঘটিয়ে লকডাউনকে অমান্য করা যাবে না । সামাজিক দূরত্বকে বজায় না রেখে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না ।সেই জন্য এবার বৈশাখি উৎসব গুরুদুয়ারাতে বাতিল বলে ঘোষণা করেছেন সমস্ত কমিটিগুলি । তাঁরা ঠিক করেছেন এবার নিজের নিজের বাড়িতেই পালিত হবে এই উৎসব ।

guruduara
গুরুদুয়ারা
author img

By

Published : Apr 13, 2020, 11:39 PM IST

দুর্গাপুর ,13 এপ্রিল: লকডাউনে সামাজিক দূরত্বকে বজায় রাখতে হবে ৷ সে কারণে এবার দুর্গাপুরের সমস্ত গুরুদ্বারগুলিতে বৈশাখি উৎসব বাতিল বলে ঘোষণা করা হয়েছে। শিখ ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতেই পালন করবেন বৈশাখী উৎসব, জানাল কর্তৃপক্ষ ।


সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল যে কোন ধর্মীয় স্থানে জনসমাগম করা যাবে না । আজ থেকেই শিখ ধর্মাবলম্বীদের বৈশাখি উৎসব শুরু হয় । আর এই উৎসবকে ঘিরে শুধুমাত্র শিখ ধর্মাবলম্বীরাই নন, ,সমস্ত জাতি ,ধর্ম ,বর্ণের মানুষ ভিড় করেন গুরুদ্বারগুলিতে। দুর্গাপুর মহকুমার পানাগড়, অন্ডাল এবং বেনাচিতিতে গুরুদ্বারে অন্যান্য বছরে এই বৈশাখি উৎসবকে ঘিরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।

কিন্তু এবার লকডাউনের ফলে অমৃতসর থেকে নির্দেশ আসে কোনভাবেই জনসমাগম ঘটিয়ে লকডাউনকে অমান্য করা যাবে না । সামাজিক দূরত্বকে বজায় না রেখে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না ।সেই জন্য এবার উৎসব বাতিল বলে ঘোষণা করেছেন সমস্ত কমিটিগুলি । তাঁরা ঠিক করেছেন এবার নিজের নিজের বাড়িতেই পালিত হবে এই উৎসব ।মূলত এই উৎসবে লঙ্গরখানায় বহু মানুষ প্রসাদ খেতে যান ।কিন্তু এবার সেই লঙ্গরখানা আর হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে ।পাশাপাশি দুর্গাপুরের পানাগড়ের গুরুদ্বার কমিটির পক্ষ থেকে সমাজকে সচেতন করার জন্য সামাজিক দূরত্ব এবং লকডাউনক মেনে চলার বার্তা দেওয়া হয়েছে।



দুর্গাপুর ,13 এপ্রিল: লকডাউনে সামাজিক দূরত্বকে বজায় রাখতে হবে ৷ সে কারণে এবার দুর্গাপুরের সমস্ত গুরুদ্বারগুলিতে বৈশাখি উৎসব বাতিল বলে ঘোষণা করা হয়েছে। শিখ ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতেই পালন করবেন বৈশাখী উৎসব, জানাল কর্তৃপক্ষ ।


সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল যে কোন ধর্মীয় স্থানে জনসমাগম করা যাবে না । আজ থেকেই শিখ ধর্মাবলম্বীদের বৈশাখি উৎসব শুরু হয় । আর এই উৎসবকে ঘিরে শুধুমাত্র শিখ ধর্মাবলম্বীরাই নন, ,সমস্ত জাতি ,ধর্ম ,বর্ণের মানুষ ভিড় করেন গুরুদ্বারগুলিতে। দুর্গাপুর মহকুমার পানাগড়, অন্ডাল এবং বেনাচিতিতে গুরুদ্বারে অন্যান্য বছরে এই বৈশাখি উৎসবকে ঘিরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।

কিন্তু এবার লকডাউনের ফলে অমৃতসর থেকে নির্দেশ আসে কোনভাবেই জনসমাগম ঘটিয়ে লকডাউনকে অমান্য করা যাবে না । সামাজিক দূরত্বকে বজায় না রেখে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না ।সেই জন্য এবার উৎসব বাতিল বলে ঘোষণা করেছেন সমস্ত কমিটিগুলি । তাঁরা ঠিক করেছেন এবার নিজের নিজের বাড়িতেই পালিত হবে এই উৎসব ।মূলত এই উৎসবে লঙ্গরখানায় বহু মানুষ প্রসাদ খেতে যান ।কিন্তু এবার সেই লঙ্গরখানা আর হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে ।পাশাপাশি দুর্গাপুরের পানাগড়ের গুরুদ্বার কমিটির পক্ষ থেকে সমাজকে সচেতন করার জন্য সামাজিক দূরত্ব এবং লকডাউনক মেনে চলার বার্তা দেওয়া হয়েছে।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.