ETV Bharat / city

গ্রেপ্তার মহিলাসহ দুই অস্ত্র কারবারি

অস্ত্রগুলি বিক্রির জন্য বাড়িতে মজুত রাখা হয়েছিল বলেই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে । ধৃতদের আজ আদালতে হাজির করে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে

প্রচুর অস্ত্র-সহ গ্রেপ্তার দুই কারবারি
author img

By

Published : Oct 1, 2019, 6:17 PM IST

বহরমপুর, 1 অক্টোবর : প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি । এদের মধ্যে একজন মহিলা ৷ জেলা পুলিশের (SOG) স্পেশাল অপারেশন গ্রুপ ও ফরাক্কা থানার পুলিশ যৌথ উদ্যোগে একটি বাড়িতে হানা দিয়ে অস্ত্রগুলি উদ্ধার করেছে । উদ্ধার হয়েছে মোট 13টি পিস্তল ও 150 রাউন্ড গুলি ।

অস্ত্রগুলি বিক্রির জন্য বাড়িতে মজুত রাখা হয়েছিল বলেই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে । ধৃতদের আজ আদালতে হাজির করে পুলিশ হেপাজতে নেওয়া হয় । জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর ফলেই সাফল্য এসেছে ।

গত তিনদিনে মুর্শিদাবাদ জেলা পুলিশ মোট 45টি আগ্নেয়াস্ত্র সহ 200-র বেশি কার্তুজ উদ্ধার করায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রগুলি মুঙ্গের থেকে মুর্শিদাবাদে ঢোকানো হয়েছে বারবার পথ বদল করেই । মুঙ্গেরের তৈরি আগ্নেয়াস্ত্র ঢোকার প্রবণতা দেখে চিন্তায় জেলা পুলিশও ।

ধৃতদের আজ আদালতে হাজির করে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে

পুলিশ নজরদারি বাড়িয়ে SOG এবং STF কে কাজে লাগিয়ে পুলিশ অস্ত্রকারবারিদের বাগে আনতে উঠে পড়ে লেগেছে । কিন্তু পুলিশের নজর এড়িয়ে জেলায় অস্ত্র ঢোকায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে । পাশাপাশি জেলায় অস্ত্র ঢোকার হিসাব থেকে এই জেলায় রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে ৷

বহরমপুর, 1 অক্টোবর : প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি । এদের মধ্যে একজন মহিলা ৷ জেলা পুলিশের (SOG) স্পেশাল অপারেশন গ্রুপ ও ফরাক্কা থানার পুলিশ যৌথ উদ্যোগে একটি বাড়িতে হানা দিয়ে অস্ত্রগুলি উদ্ধার করেছে । উদ্ধার হয়েছে মোট 13টি পিস্তল ও 150 রাউন্ড গুলি ।

অস্ত্রগুলি বিক্রির জন্য বাড়িতে মজুত রাখা হয়েছিল বলেই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে । ধৃতদের আজ আদালতে হাজির করে পুলিশ হেপাজতে নেওয়া হয় । জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর ফলেই সাফল্য এসেছে ।

গত তিনদিনে মুর্শিদাবাদ জেলা পুলিশ মোট 45টি আগ্নেয়াস্ত্র সহ 200-র বেশি কার্তুজ উদ্ধার করায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রগুলি মুঙ্গের থেকে মুর্শিদাবাদে ঢোকানো হয়েছে বারবার পথ বদল করেই । মুঙ্গেরের তৈরি আগ্নেয়াস্ত্র ঢোকার প্রবণতা দেখে চিন্তায় জেলা পুলিশও ।

ধৃতদের আজ আদালতে হাজির করে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে

পুলিশ নজরদারি বাড়িয়ে SOG এবং STF কে কাজে লাগিয়ে পুলিশ অস্ত্রকারবারিদের বাগে আনতে উঠে পড়ে লেগেছে । কিন্তু পুলিশের নজর এড়িয়ে জেলায় অস্ত্র ঢোকায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে । পাশাপাশি জেলায় অস্ত্র ঢোকার হিসাব থেকে এই জেলায় রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে ৷

Intro:আবারও প্রচুর আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার এক মহিলা সহ দুই অস্ত্র কারবারী। জেলায় চাঞ্চল্য। Body:বহরমপুর - আবারও প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্রার এক মহিলা সহ দুই। জেলা পুলিশের(SOG) স্পেশাল অপারেশন গ্রুপ ও ফরাক্কা থানার পুলিশ যৌথ উদ্যোগে একটি বাড়িতে হানা দিয়ে অস্ত্রগুলি উদ্ধার করে। উদ্ধার হয়েছে নাওন এমএম সহ মোট ১৩টি পিস্তল ও ১৫০ রাউন্ড গুলি। অস্ত্রগুলি বিক্রির জন্য বাড়িতে মজুত রাখা হয়েছিল বলেই পুলিশ তদন্তে জামনে পেরেছে। ধৃতদের এদিন আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর ফলেই সাফল্য এসেছে।
গত তিনদিনে মুর্শিদাবাদ জেলা পুলিশ মোট ৪৫টি আগ্নেয়াস্ত্র সহ দুশোর বেশি কার্তূজ উদ্ধার করায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ত্রগুলি মুঙ্গের থেকে মুর্শিদাবাদে ঢোকানো হয়েছে বারবার পথ বদল করেই। জেলাই মুঙ্গের মেড আগ্নেয়াস্ত্র ঢোকার প্রবনতা দেখে মাথায় হাত পড়েছে জেলা পুলিশের। নজরদারি বাড়িয়ে ও SOG.STF কে কাজে লাগিয়ে পুলিশ আস্ত্র কারবারিদের বাগে আনতে উঠে পড়ে লেগেছে। কুন্তু পুলিশের নজর এড়িয়ে জেলায় অস্ত্র ঢোকায় পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি জেলায় অস্ত্র ঢোকার হিসাব থেকে এই জেলায় রাজনোতিক অস্থিরতা ও সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে।Conclusion:ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.