ETV Bharat / city

লকডাউনের জেরে বন্ধ পরিষেবা, আশঙ্কায় বাস মালিকরা - আসানসোল

"গত 22 দিন ধরে রানিগঞ্জ বাসস্ট্যান্ডের এই ভাবেই বাস দাঁড়িয়ে রয়েছে । এক টাকার রোজগার নেই । EMI চলছে, জানি না কী করে শোধ করব ।" চিন্তায় বাস মালিকেরা ৷

LOCKDOWN
LOCKDOWN
author img

By

Published : Apr 8, 2020, 7:47 PM IST

রানিগঞ্জ, 8 এপ্রিল : কোরোনার জেরে 22 দিন ধরে লকডাউন জারি রয়েছে দেশজুড়ে । অত্যাবশ্যকীয় পণ্য-পরিবহন পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত পরিষেবা । যার জেরে রানিগঞ্জের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে শতাধিক বাস । ব্যাপক লোকসানের মুখে বাস মালিকেরা ৷ চিন্তায় পড়েছেন বাসচালক ও খালাসিরা ।

স্বাভাবিক দিনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন চিত্র রানিগঞ্জের বাসস্ট্যান্ডে । বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে শতাধিক বাস । নেই ব্যস্ততা । সবই বন্ধ । কবে লকডাউন শেষ হবে ? কবে বা আবার বাস চলাচল করবে কেউ জানে না । একদিকে যেমন বিপুল আর্থিক ক্ষতি, তেমনি অসহায়তার ছবি বাস চালক থেকে শুরু করে বাস মালিকদের মুখে । বাসচালক নির্মল দাস বলেন "বাস বন্ধ হওয়ায় টাকা উপার্জনও বন্ধ হয়ে গেছে । এখন এই মুহূর্তে সংসার চালানো বড় দায়? কী ভাবে সংসার চলবে সেটাই এখন বড় প্রশ্ন? কবে লকডাউন শেষ হবে? ফের কবে বাস চলবে? সেটার দিকে তাকিয়ে রয়েছি আমরা ।

বাস মালিক তারক মণ্ডল বলেন "গত 22 দিন ধরে রানিগঞ্জ বাসস্ট্যান্ডের এই ভাবেই বাস দাঁড়িয়ে রয়েছে । EMI চলছে, জানি না কী করে শোধ করব । বাস না চলায় অর্থ উপার্জন হচ্ছে না ।"

রানিগঞ্জ, 8 এপ্রিল : কোরোনার জেরে 22 দিন ধরে লকডাউন জারি রয়েছে দেশজুড়ে । অত্যাবশ্যকীয় পণ্য-পরিবহন পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত পরিষেবা । যার জেরে রানিগঞ্জের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে শতাধিক বাস । ব্যাপক লোকসানের মুখে বাস মালিকেরা ৷ চিন্তায় পড়েছেন বাসচালক ও খালাসিরা ।

স্বাভাবিক দিনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন চিত্র রানিগঞ্জের বাসস্ট্যান্ডে । বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে শতাধিক বাস । নেই ব্যস্ততা । সবই বন্ধ । কবে লকডাউন শেষ হবে ? কবে বা আবার বাস চলাচল করবে কেউ জানে না । একদিকে যেমন বিপুল আর্থিক ক্ষতি, তেমনি অসহায়তার ছবি বাস চালক থেকে শুরু করে বাস মালিকদের মুখে । বাসচালক নির্মল দাস বলেন "বাস বন্ধ হওয়ায় টাকা উপার্জনও বন্ধ হয়ে গেছে । এখন এই মুহূর্তে সংসার চালানো বড় দায়? কী ভাবে সংসার চলবে সেটাই এখন বড় প্রশ্ন? কবে লকডাউন শেষ হবে? ফের কবে বাস চলবে? সেটার দিকে তাকিয়ে রয়েছি আমরা ।

বাস মালিক তারক মণ্ডল বলেন "গত 22 দিন ধরে রানিগঞ্জ বাসস্ট্যান্ডের এই ভাবেই বাস দাঁড়িয়ে রয়েছে । EMI চলছে, জানি না কী করে শোধ করব । বাস না চলায় অর্থ উপার্জন হচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.