ETV Bharat / business

ফাস্ট্যাগ থেকে জিএসটি, নতুন বছরে কী কী নিয়ম বদল হল?

author img

By

Published : Jan 1, 2021, 5:47 PM IST

2021 এর শুরু থেকে একাধিক পরিবর্তন করা হল বিভিন্ন সরকারি নিয়মে। যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উপর। কোথায় কোথায় কী কী পরিবর্তন করা হল।

From mandatory FASTag to Positive Pay for cheques: What changes from 1 January
ফাস্ট্যাগ থেকে জিএসটি, নতুন বছরে কী কী নিয়ম বদল হল?

কলকাতা, 1 জানুয়ারি : 2021 এর শুরু থেকে একাধিক পরিবর্তন করা হল বিভিন্ন সরকারি নিয়মে। যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উপর। কোথায় কোথায় কী কী পরিবর্তন করা হল, তার তালিকা দেওয়া হল এখানে -

ফাস্টট্যাগ বাধ্যতামূলক

টোল প্লাজাগুলিতে লম্বা লাইনের সমস্যা মেটাতে ফাস্টট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। 2017 সালের 1 ডিসেম্বেরর আগে যে এম ও এন ক্যাটাগরির গাড়িগুলি কেনা হয়েছে, সেগুলির উপরই ফাস্টট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। চার চাকার যে গাড়িগুলিতে যাত্রী পরিবহণ হয়, সেগুলি পড়ছে এম ক্যাটাগরির মধ্য়ে। আর চার চাকার যে গাড়িগুলি মালপত্র ও মানুষ পরিবহণ করতে পারে, সেগুলি পড়ছে এন ক্যাটাগরির মধ্যে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।

ফাস্টট্যাগ হল একটি স্টিকার, যা গাড়ির সামনের কাঁচে সাঁটানো থাকবে। আর টোল প্লাজায় রাখা একটি ফাস্ট্যাগ রিডার ও স্টিকারটিকে চিহ্নিত করবে। ওই স্টিকারের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হবে। এর জন্য সরকারি তরফে একাধিক ব্যাঙ্ক ও ই-কমার্স সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফাস্টট্যাগের সঙ্গে যুক্ত করতে 200 টাকা ডিপোজিট রাখতে হচ্ছে । আর কমপক্ষে 100 টাকা রিজার্জ করে ট্যাগটিকে সক্রিয় রাখা যায়।

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান! 2021-এ নতুন 5টি নিয়ম জেনে নিন

কন্ট্যাক্টলেজ কার্ড পেমেন্টের পরিমাণ বাড়িয়ে 5 হাজার টাকা করা হয়েছে

ডিজিটাল পেমেন্টে আরও উৎসাহ দিতে রিজার্ভ ব্যাঙ্ক কন্ট্যাক্টলেজ কার্ড পেমেন্টের পরিমাণ 2 হাজার টাকা থেকে বাড়িয়ে 5 হাজার টাকা করা হল। এই পেমেন্ট পদ্ধতিতে কার্ডকে কোনও পিওএস যন্ত্রে ব্যবহার করতে হয়। তা হাতে রেখেই কাজ করা যায়। এতে পিন দেওয়ারও প্রয়োজন পড়ে না। প্যান্ডেমিকের সময় এই পদ্ধতিতে পেমেন্ট খুব কাজে লেগেছে। তাই এর পরিমাণ বাড়াল আরবিআই।

চেকের পজিটিভ পে

50 হাজার টাকা বা তার বেশি চেকের মাধ্যমে পেমেন্টের জন্য আরবিআই নিয়ে এল পজিটিভ পে ব্যবস্থা। প্রতারণা ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে চেকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আরও একবার যাচাই করে নেওয়া হবে। চেকে থাকা তারিখ, নাম, যাঁকে দেওয়া হচ্ছে ও টাকার পরিমাণ, যিনি চেক দিচ্ছে তাঁর থেকে সিটিএস ব্যবস্থার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। পুরোটা মিললে তবে চেক ক্যাশ হবে। আরবিআই জানিয়েছে যে এই ব্যবস্থা আপাতত বাধ্যতামূলক করা হচ্ছে না। কিন্তু 5 লক্ষ বা তার বেশি টাকার চেকের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করা হতে পারে।

আরও পড়ুন: GDP-র পুনরুথ্থান হলেও অর্থনীতিতে মন্দা অব্যাহত

গাড়ির দাম বাড়বে

গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি আগেই জানিয়েছে যে, 1 জানুয়ারি থেকে তারা গাড়ির দাম বাড়াবে। এই তালিকায় মারুতি সুজুকি, হুন্ডাই, হন্ডা, রেনাল্ট, কিয়া, এমজি ও মহিন্দ্রার মতো সংস্থাগুলি রয়েছে। মারুতি সুজুকি, হুন্ডাইয়ের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই দাম বৃদ্ধির কথা জানিয়েছে। বাকি সংস্থাগুলি কতটা দাম বাড়ায় সেই জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। এমজি তাদের এসইউভি-র দাম 3 শতাংশ এবং বিএমডাব্লু তাদের মাঝারি আকারের গাড়ির দাম 4 শতাংশ বাড়াতে পারে।

আরও পড়ুন: ব্যাঙ্ক ঋণের অনুপাতে ক্রমেই পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ, সবার উপরে অন্ধ্রপ্রদেশ

যাঁদের বার্ষিক আয় 5 কোটি টাকার কম, তাঁদের প্রতি মাসে জিএসটি দিতে হবে না

যাঁদের বার্ষিক আয় 5 কোটির টাকার কম তাঁদের আর প্রতিমাসে জিএসটিআর 3বি ও জিএসটিআর1 দিতে হবে না। এটা চারমাস অন্তর দিলেই হবে। এতদিন 24টি জিএসটি সারা বছরে দিতে হত। এবার থেকে সেই সংখ্যা হয়ে যাবে 8। তবে প্রতিমাসে চালানের মাধ্যমে তারা জিএসটি দিতে পারবেন। এছাড়া জিএসটি রিফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। ওই ব্য়াঙ্ক অ্যাকাউন্টে প্যান ও আধার সংযুক্তিকরণ করা থাকতে হবে।

কলকাতা, 1 জানুয়ারি : 2021 এর শুরু থেকে একাধিক পরিবর্তন করা হল বিভিন্ন সরকারি নিয়মে। যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উপর। কোথায় কোথায় কী কী পরিবর্তন করা হল, তার তালিকা দেওয়া হল এখানে -

ফাস্টট্যাগ বাধ্যতামূলক

টোল প্লাজাগুলিতে লম্বা লাইনের সমস্যা মেটাতে ফাস্টট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। 2017 সালের 1 ডিসেম্বেরর আগে যে এম ও এন ক্যাটাগরির গাড়িগুলি কেনা হয়েছে, সেগুলির উপরই ফাস্টট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। চার চাকার যে গাড়িগুলিতে যাত্রী পরিবহণ হয়, সেগুলি পড়ছে এম ক্যাটাগরির মধ্য়ে। আর চার চাকার যে গাড়িগুলি মালপত্র ও মানুষ পরিবহণ করতে পারে, সেগুলি পড়ছে এন ক্যাটাগরির মধ্যে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।

ফাস্টট্যাগ হল একটি স্টিকার, যা গাড়ির সামনের কাঁচে সাঁটানো থাকবে। আর টোল প্লাজায় রাখা একটি ফাস্ট্যাগ রিডার ও স্টিকারটিকে চিহ্নিত করবে। ওই স্টিকারের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হবে। এর জন্য সরকারি তরফে একাধিক ব্যাঙ্ক ও ই-কমার্স সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফাস্টট্যাগের সঙ্গে যুক্ত করতে 200 টাকা ডিপোজিট রাখতে হচ্ছে । আর কমপক্ষে 100 টাকা রিজার্জ করে ট্যাগটিকে সক্রিয় রাখা যায়।

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান! 2021-এ নতুন 5টি নিয়ম জেনে নিন

কন্ট্যাক্টলেজ কার্ড পেমেন্টের পরিমাণ বাড়িয়ে 5 হাজার টাকা করা হয়েছে

ডিজিটাল পেমেন্টে আরও উৎসাহ দিতে রিজার্ভ ব্যাঙ্ক কন্ট্যাক্টলেজ কার্ড পেমেন্টের পরিমাণ 2 হাজার টাকা থেকে বাড়িয়ে 5 হাজার টাকা করা হল। এই পেমেন্ট পদ্ধতিতে কার্ডকে কোনও পিওএস যন্ত্রে ব্যবহার করতে হয়। তা হাতে রেখেই কাজ করা যায়। এতে পিন দেওয়ারও প্রয়োজন পড়ে না। প্যান্ডেমিকের সময় এই পদ্ধতিতে পেমেন্ট খুব কাজে লেগেছে। তাই এর পরিমাণ বাড়াল আরবিআই।

চেকের পজিটিভ পে

50 হাজার টাকা বা তার বেশি চেকের মাধ্যমে পেমেন্টের জন্য আরবিআই নিয়ে এল পজিটিভ পে ব্যবস্থা। প্রতারণা ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে চেকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আরও একবার যাচাই করে নেওয়া হবে। চেকে থাকা তারিখ, নাম, যাঁকে দেওয়া হচ্ছে ও টাকার পরিমাণ, যিনি চেক দিচ্ছে তাঁর থেকে সিটিএস ব্যবস্থার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। পুরোটা মিললে তবে চেক ক্যাশ হবে। আরবিআই জানিয়েছে যে এই ব্যবস্থা আপাতত বাধ্যতামূলক করা হচ্ছে না। কিন্তু 5 লক্ষ বা তার বেশি টাকার চেকের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করা হতে পারে।

আরও পড়ুন: GDP-র পুনরুথ্থান হলেও অর্থনীতিতে মন্দা অব্যাহত

গাড়ির দাম বাড়বে

গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি আগেই জানিয়েছে যে, 1 জানুয়ারি থেকে তারা গাড়ির দাম বাড়াবে। এই তালিকায় মারুতি সুজুকি, হুন্ডাই, হন্ডা, রেনাল্ট, কিয়া, এমজি ও মহিন্দ্রার মতো সংস্থাগুলি রয়েছে। মারুতি সুজুকি, হুন্ডাইয়ের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই দাম বৃদ্ধির কথা জানিয়েছে। বাকি সংস্থাগুলি কতটা দাম বাড়ায় সেই জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। এমজি তাদের এসইউভি-র দাম 3 শতাংশ এবং বিএমডাব্লু তাদের মাঝারি আকারের গাড়ির দাম 4 শতাংশ বাড়াতে পারে।

আরও পড়ুন: ব্যাঙ্ক ঋণের অনুপাতে ক্রমেই পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ, সবার উপরে অন্ধ্রপ্রদেশ

যাঁদের বার্ষিক আয় 5 কোটি টাকার কম, তাঁদের প্রতি মাসে জিএসটি দিতে হবে না

যাঁদের বার্ষিক আয় 5 কোটির টাকার কম তাঁদের আর প্রতিমাসে জিএসটিআর 3বি ও জিএসটিআর1 দিতে হবে না। এটা চারমাস অন্তর দিলেই হবে। এতদিন 24টি জিএসটি সারা বছরে দিতে হত। এবার থেকে সেই সংখ্যা হয়ে যাবে 8। তবে প্রতিমাসে চালানের মাধ্যমে তারা জিএসটি দিতে পারবেন। এছাড়া জিএসটি রিফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। ওই ব্য়াঙ্ক অ্যাকাউন্টে প্যান ও আধার সংযুক্তিকরণ করা থাকতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.