ETV Bharat / briefs

মমতা আমার গায়ে হাত দিলে জনসাধারণ পিটিয়ে মারবে : চন্দ্র বোস - public will beat mamata if they beaten me : chandra bose

চন্দ্রবাবুর দাবি, তাঁর মিছিলে সেদিন প্রায় 6 হাজার মানুষ ছিল । সেইসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন তাঁর মিছিলে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন । এমন কী তাঁকে খুনের চেষ্টাও করা হয় । এছাড়াও তাঁর অভিযোগ, তৃণমূল BJP কর্মীদের উপর ব্লেড দিয়ে হামলা চালায় ।

চন্দ্র বোস
author img

By

Published : Apr 29, 2019, 4:11 PM IST

কলকাতা, 29 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের এত হিম্মত নেই যে চন্দ্র বোসের গায়ে হাত দেবে । আমার গায়ে হাত দিলে জনসাধারণ পিটিয়ে মেরে দেবে ।" মনোনয়ন জমা দেওয়ার দিন BJP-র মিছিলের উপর হামলার ঘটনা প্রসঙ্গে বললেন দক্ষিণ কলকাতার BJP প্রার্থী চন্দ্র বসু । এছাড়াও তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকজন তাঁকে খুনের চেষ্টা করেছে ।

চন্দ্রবাবুর দাবি, তাঁর মিছিলে সেদিন প্রায় 6 হাজার মানুষ ছিল । সেইসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন মিছিলে হামলা চালায় । এমন কী তাঁকে খুনের চেষ্টাও করা হয় । এছাড়াও তাঁর অভিযোগ, তৃণমূল, BJP কর্মীদের উপর ব্লেড দিয়ে হামলা চালায় । তিনি বলেন, "অভিষেকের লোকজন আমাকে খুন করতে আসছিল । ওদের হাতে রড ছিল । সেই ছবিও রয়েছে । সেদিন যদি আমার 6 হাজার কার্যকর্তা না থাকত তাহলে ওরা আমাকে মেরে ফেলত । মাটিতে থাকলে ওরা আমাকে ধাক্কা মারত । 50 জন মিলে আমাকে ধাক্কা দিলে আমার বাঁচার সম্ভাবনা থাকত না । আমি হুডখোলা গাড়িতে ছিলাম । তৃণমূলের লোকজন আমার গাড়িতেও হামলা চালায় । আমার কার্যকর্তারা গাড়িটি ঘিরে নেয় । ওরা ব্লেড দিয়ে BJP কর্মীদের উপর হামলা করে । আমাকে গালিগালাজ করা হয়েছে । চোরও বলা হয়েছে । মনোনয়ন জমা দেওয়ার দিন আমার সাথে 6 হাজার কার্যকর্তা ছিল । মনোনয়ন জমা করতে মমতার সাথেও 6 হাজার লোকজন ছিল না । সেই সব দেখেই তৃণমূল আমাদের ভয় দেখানোর চেষ্টা করে । আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে ।"

তিনি আরও বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও মালা রায়কে শ্রদ্ধা করি । নারী দিবসের অনুষ্ঠানে আমি মালা রায়ের সাথে একই মঞ্চে বক্তব্যও রেখেছি । এটা রাজনৈতিক লড়াই , কোনও ব্য়ক্তিগত লড়াই নয় । কিন্তু দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসকে কেউ চাইছে না । তৃণমূল আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল । কিন্তু আমি ভয় পাওয়ার প্রার্থী নয় । আমাকে ভয় দেখিয়ে লাভ নেই ।"

কলকাতা, 29 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের এত হিম্মত নেই যে চন্দ্র বোসের গায়ে হাত দেবে । আমার গায়ে হাত দিলে জনসাধারণ পিটিয়ে মেরে দেবে ।" মনোনয়ন জমা দেওয়ার দিন BJP-র মিছিলের উপর হামলার ঘটনা প্রসঙ্গে বললেন দক্ষিণ কলকাতার BJP প্রার্থী চন্দ্র বসু । এছাড়াও তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকজন তাঁকে খুনের চেষ্টা করেছে ।

চন্দ্রবাবুর দাবি, তাঁর মিছিলে সেদিন প্রায় 6 হাজার মানুষ ছিল । সেইসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন মিছিলে হামলা চালায় । এমন কী তাঁকে খুনের চেষ্টাও করা হয় । এছাড়াও তাঁর অভিযোগ, তৃণমূল, BJP কর্মীদের উপর ব্লেড দিয়ে হামলা চালায় । তিনি বলেন, "অভিষেকের লোকজন আমাকে খুন করতে আসছিল । ওদের হাতে রড ছিল । সেই ছবিও রয়েছে । সেদিন যদি আমার 6 হাজার কার্যকর্তা না থাকত তাহলে ওরা আমাকে মেরে ফেলত । মাটিতে থাকলে ওরা আমাকে ধাক্কা মারত । 50 জন মিলে আমাকে ধাক্কা দিলে আমার বাঁচার সম্ভাবনা থাকত না । আমি হুডখোলা গাড়িতে ছিলাম । তৃণমূলের লোকজন আমার গাড়িতেও হামলা চালায় । আমার কার্যকর্তারা গাড়িটি ঘিরে নেয় । ওরা ব্লেড দিয়ে BJP কর্মীদের উপর হামলা করে । আমাকে গালিগালাজ করা হয়েছে । চোরও বলা হয়েছে । মনোনয়ন জমা দেওয়ার দিন আমার সাথে 6 হাজার কার্যকর্তা ছিল । মনোনয়ন জমা করতে মমতার সাথেও 6 হাজার লোকজন ছিল না । সেই সব দেখেই তৃণমূল আমাদের ভয় দেখানোর চেষ্টা করে । আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে ।"

তিনি আরও বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও মালা রায়কে শ্রদ্ধা করি । নারী দিবসের অনুষ্ঠানে আমি মালা রায়ের সাথে একই মঞ্চে বক্তব্যও রেখেছি । এটা রাজনৈতিক লড়াই , কোনও ব্য়ক্তিগত লড়াই নয় । কিন্তু দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসকে কেউ চাইছে না । তৃণমূল আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল । কিন্তু আমি ভয় পাওয়ার প্রার্থী নয় । আমাকে ভয় দেখিয়ে লাভ নেই ।"

রায়গঞ্জ, ২৭ এপ্রিল, প্রসুন মৈত্র : বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরবাইক সহ দুই দূস্কৃতীকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপনসূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরবাইক উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় দুই দুস্কৃতীকে। ধৃত দুই দুস্কৃতীর নাম মহম্মদ রজ্জাক ও মহম্মদ উকিল। ধৃতদের বাড়ি ইসলামপুর থানার বরোড এলাকায়। আজ ধৃতদের আদালতে তোলা হয়েছে। ধৃতদের সাথে বড় কোনও বাইক পাচারকারী চক্রের যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.