কলকাতা, 29 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের এত হিম্মত নেই যে চন্দ্র বোসের গায়ে হাত দেবে । আমার গায়ে হাত দিলে জনসাধারণ পিটিয়ে মেরে দেবে ।" মনোনয়ন জমা দেওয়ার দিন BJP-র মিছিলের উপর হামলার ঘটনা প্রসঙ্গে বললেন দক্ষিণ কলকাতার BJP প্রার্থী চন্দ্র বসু । এছাড়াও তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকজন তাঁকে খুনের চেষ্টা করেছে ।
চন্দ্রবাবুর দাবি, তাঁর মিছিলে সেদিন প্রায় 6 হাজার মানুষ ছিল । সেইসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন মিছিলে হামলা চালায় । এমন কী তাঁকে খুনের চেষ্টাও করা হয় । এছাড়াও তাঁর অভিযোগ, তৃণমূল, BJP কর্মীদের উপর ব্লেড দিয়ে হামলা চালায় । তিনি বলেন, "অভিষেকের লোকজন আমাকে খুন করতে আসছিল । ওদের হাতে রড ছিল । সেই ছবিও রয়েছে । সেদিন যদি আমার 6 হাজার কার্যকর্তা না থাকত তাহলে ওরা আমাকে মেরে ফেলত । মাটিতে থাকলে ওরা আমাকে ধাক্কা মারত । 50 জন মিলে আমাকে ধাক্কা দিলে আমার বাঁচার সম্ভাবনা থাকত না । আমি হুডখোলা গাড়িতে ছিলাম । তৃণমূলের লোকজন আমার গাড়িতেও হামলা চালায় । আমার কার্যকর্তারা গাড়িটি ঘিরে নেয় । ওরা ব্লেড দিয়ে BJP কর্মীদের উপর হামলা করে । আমাকে গালিগালাজ করা হয়েছে । চোরও বলা হয়েছে । মনোনয়ন জমা দেওয়ার দিন আমার সাথে 6 হাজার কার্যকর্তা ছিল । মনোনয়ন জমা করতে মমতার সাথেও 6 হাজার লোকজন ছিল না । সেই সব দেখেই তৃণমূল আমাদের ভয় দেখানোর চেষ্টা করে । আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে ।"
তিনি আরও বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও মালা রায়কে শ্রদ্ধা করি । নারী দিবসের অনুষ্ঠানে আমি মালা রায়ের সাথে একই মঞ্চে বক্তব্যও রেখেছি । এটা রাজনৈতিক লড়াই , কোনও ব্য়ক্তিগত লড়াই নয় । কিন্তু দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসকে কেউ চাইছে না । তৃণমূল আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল । কিন্তু আমি ভয় পাওয়ার প্রার্থী নয় । আমাকে ভয় দেখিয়ে লাভ নেই ।"