কলকাতা, 17 সেপ্টেম্বর : লকডাউনের দীর্ঘ পর্ব কাটিয়ে বল গড়ানোর প্রক্রিয়া শুরু হল। দেশের মাটিতে আই লিগ দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ হতে চলেছে পানডেমিকের পর প্রথম টুর্নামেন্ট।
ইতিমধ্যে সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহনকারী পাঁচটি ক্লাব। 8 অক্টোবর আই লিগ দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের প্রথম ম্যাচ। লিগ শেষ হবে 19 অক্টোবর। 8 অক্টোবর প্রথম দিন ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভবানীপুর ক্লাব খেলবে FC বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে ।
এইবছরের আই লিগের খেলা একটি শহরে হবে। সেইমত আই লিগ দ্বিতীয় ডিভিশনের যাবতীয় খেলা কলকাতা এবং কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবং তা হবে যাবতীয় কোভিড নিয়মাবলী মেনে।
প্রথম দিন কল্যাণী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং খেলবে গাড়োয়াল FCর বিরুদ্ধে। ইতিমধ্যে ফেডারেশন আই লিগের দ্বিতীয় ডিভিশনে অংশগ্রহণ কারী দলগুলোকে 25 সেপ্টেম্বরের মধ্যে কলকাতায় চলে আসতে বলেছে।
কলকাতায় পা দেওয়ার পরে প্রতিটি দলের প্রতিটি সদস্যের কোভিড টেস্ট হবে। প্রতিটি দলকে পাঁচ থেকে ছয়দিন অন্তর কোভিড পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। শুধু তাই নয়, প্রতিটি দলকে কলকাতায় পা দেওয়ার পরে বাধ্যতামূলক ভাবে 14 দিন কোয়ারানটিনে থাকতে হবে।
আই লিগ দ্বিতীয় ডিভিশনে মহমেডান স্পোর্টিং, ভবানীপুর FC, ছাড়াও গাড়োয়াল FC, আরা FC, FC বেঙ্গালুরু ইউনাইটেড খেলবে।
আই লিগের দ্বিতীয় ডিভিশনে বল গড়ানোর সঙ্গে ফেডারেশন গত মরশুমে আই লিগ জয়ী মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 18 অক্টোবর মোহনবাগান মাঠে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে। পানডেমিকের কারণে আই লিগ মাঝপথে বন্ধ হয়েছিল। মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া সম্ভব হয়নি। সেই কাজটি এবার করা হবে।