রিও ডি জেনেইরো, 19 নভেম্বর: বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও অশান্তির জেরে খাদ্য, জ্বালানি ও সারের সঙ্কটে ভুগছে দরিদ্র দেশগুলি ৷ শীঘ্রই বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ ব্রাজিলে জি20 বৈঠকের মঞ্চে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ভারতের, 'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত'-এর ভাবনা তুলে ধরলেন তিনি ৷
মোদি বলেন, "বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও অশান্তির প্রভাব সবথেকে বেশি নিম্ন আয়ের দেশগুলির উপর পড়েছে ৷ দরিদ্র দেশগুলিতে সাম্প্রতিক সময়ে প্রবল খাদ্য, জ্বালানি ও সারের সঙ্কট দেখা দিয়েছে ৷ সুতরাং এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের আলোচনা করা উচিৎ ৷" দারিদ্র দূরীকরণে ব্রাজিল একটি আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে ৷ অভিনব এই উদ্যোগে এগিয়ে এসেছে বিশ্বের 80টি দেশ ৷ তাঁর বক্তব্যে ব্রাজিলের এই পদক্ষেপের জন্য সাধুবাদ জানান মোদি ৷ বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷
At the G20 Summit in Rio de Janeiro, spoke at the Session on the ‘Fight Against Hunger and Poverty.’ This is an important subject and success in this sector will contribute greatly towards sustainable progress. During my remarks, I talked about India’s efforts, notably how we… pic.twitter.com/tHXzLIJkM2
— Narendra Modi (@narendramodi) November 18, 2024
এবার জি20 সম্মেলনের আসর বসেছে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে ৷ দু'দিনের এই সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত হন বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৷ এছাড়াও উপস্থিত হন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ার মেলোনি-সহ বিশ্বের শীর্ষ নেতারা ৷
উল্লেখ্য, গত বছর জি20 সম্মেলনের আসর বসেছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৷ সেই বছর একাধিক জনমুখী ভাবনার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই পথ অনুসরণ করেছে ব্রাজিল বলে জানান মোদি ৷ তিনি বলেন, "আমরা 'সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল'-কে অগ্রাধিকার দিতে পেরেছি ৷ নারীদের উন্নয়ন, যুবসমাজের উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমাদের গৃহীত পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় ৷"
এই সমস্ত উন্নয়নমূলক পদক্ষেপের জন্য 'গ্লোবাল সাউথ'-এর দেশগুলি আশার আলো দেখতে পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতে ক্ষুদা ও দারিদ্র দূরীকরণ প্রসঙ্গে মোদি জানান, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আওতায় প্রায় 25 কোটি ভারতীয় আজ দরিদ্রসীমার উপরে বসবাস করছে ৷ তবে একদিনে নয়, এই জায়গায় পৌঁছতে 10 বছর সময় লেগেছে বলে এদিন জানান মোদি ৷