কলকাতা, 19 নভেম্বর: এখনও ফিট নন গ্রেগ স্টুয়ার্ট । আগামী শনিবার আইএসএলে ফের নামবে মোহনবাগান সুপার জায়ান্ট । তারই প্রস্তুতি শুরু বাগানে । তারমধ্যেই দলের ‘তুরুপের তাসের’ চোট না-সারায় চিন্তা বাড়ল কোচ হোসে মোলিনার ৷
এক সপ্তাহের ছুটি কাটিয়ে জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল বাগান । গত 10 নভেম্বর শেষ ম্যাচ খেলার আটদিনের মাথায় যেহেতু প্র্যাক্টিসে নামলেন ফুটবলাররা, তাই মোলিনা সোমবারের অনুশীলনে বেশি জোর দিলেন ফিটনেসের উপর । তবে আলোচনার কেন্দ্রে স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট । শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি । আগামী শনিবার গ্রেগ স্টুয়ার্টকে কী পাওয়া যাবে জামশেদপুর ম্যাচে ?
বাগান ম্যানেজমেন্ট সূত্র বলছে, আগামী শনিবার 23 নভেম্বর ম্যাচে কার্যত অনিশ্চিত গ্রেগ ৷ তাঁর বাঁ-পায়ে এখনও চোট রয়েছে, শট নিতে পারছেন না । গ্রেগ মূলত জিমে ফিটনেস ফেরানোর ট্রেনিং সেরেছেন । স্টুয়ার্টকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে আরেক উদ্বেগের খবর, অনিরুদ্ধ থাপার চোটও পুরোপুরি সারেনি । বাগান শিবিরের অবশ্য আশা, তিনি জামশেদপুর ম্যাচের আগে ফিট হয়ে যাবেন । তবে তাঁকে প্রথম একাদশে খেলানোর মতো ঝুঁকি মোলিনা নেবেন কি না, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে ।
‘Prime Predator’ 😮💨🫶
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 19, 2024
Watch #ISL 2024-25 live on @JioCinema & Sports18 👉 https://t.co/s6ihnntwjw#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/2vMn6M2bAL
সাইড ব্যাক আশিস রাইও 10 দিনের জন্য মাঠের বাইরে । ভারতীয় দলের শিবিরে চোট পেয়েছেন । বিরতির পরে অনুশীলনে উপস্থিত ছিলেন না জেসন কামিংস । তিনি আজ দলের সঙ্গে যোগ দেবেন ।
গ্রেগ যদি না-খেলেন, তাহলে জামশেদপুর ম্যাচে খেলবেন দিমিত্রি পেত্রাতোস । নতুন হেয়ার স্টাইল করেছেন তিনি, এর পিছনে রহস্য কী ? উত্তরটা জানতে চেয়েছিলেন সমর্থকরা ! দিমিত্রি বললেন, ‘অতীতে ফিরে যান’ । বোঝাতে চাইলেন, ‘আপনাদের মনে নেই, দু’বছর আগে আইএসএল শিল্ড ফাইনালের আগের হেয়ার স্টাইলের কথা ।’ পুরোনো হেয়ার স্টাইলে দিমিকে আগের ছন্দে পাওয়া যাবে কি না, সেটা অবশ্য সময়ই বলবে ।