ETV Bharat / briefs

4 মহিলা পুলিশের নেতৃত্বে জঙ্গল থেকে গ্যাংস্টারকে ধরল গুজরাত ATS - forest

চার মহিলা পুলিশের নেতৃত্বে গুজরাত ATS-র একটি টিম গ্রেপ্তার করল এক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে। আহমেদাবাদের বোটাড জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্যাংস্টারকে ধরল গুজরাত ATS
author img

By

Published : May 7, 2019, 7:55 PM IST

আহমেদাবাদ, ৭ মে : মোস্ট ওয়ান্টেড এক গ্যাংস্টারকে গ্রেপ্তার করল গুজরাত অ্যান্টি টেররিজ়ম স্কয়্যাড (ATS) । আর এই ATS টিমের সদস্য ছিলেন পাঁচজন । তাঁদের মধ্যে চারজন মহিলা । ধৃত গ্যাংস্টারের নাম জুসাব আল্লারাখা সান্ধ (৪০) । তাকে রবিবার বোটাডের একটি জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় ।

জুসাবের বিরুদ্ধে আহমেদাবাদ, রাজকোট, জুনাগড় এলাকায় ২৩টি অভিযোগ রয়েছে । তার মধ্যে রয়েছে খুন, তোলাবাজি, চুরির মামলার মতো একাধিক অভিযোগ । গতবছরের জুনে প্যারোলো থাকার সময় সে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, গত সাত মাস জুসাব বোটাডের জঙ্গলে আত্মগোপন করেছিল ।

ATS একটি প্রেস বিবৃতি বলে, "ওই অপরাধী বোটাডের জঙ্গলে আত্মগোপন করেছিল । ওখানকার স্থানীয় পুলিশও ওকে ধরতে ব্যর্থ হয় । এরপরই ওকে ধরার দায়িত্ব দেওয়া হয় ATS-কে । ঘটনাস্থানে পাঠানো হয় ATS-এর একটি টিমকে । ওই টিমের পাঁচ সদস্য ছিলেন । তার মধ্যে ছিলেন সন্তোকবেন ওদেদরা, অরুণাবেন গামেতি, নিতামিকা গোহেল, শকুন্তলা মালচার নামে চার মহিলা সাব ইন্সপেক্টর । এছাড়াও জিগনেশ আগরাভাত নামে এক পুরুষ সাব ইন্সপেক্টর । ওই পাঁচজন অপারেশনটি চালান । গ্রেপ্তার করা হয় জুসাবকে ।"

এই বিষয়ে ওদেদরার বক্তব্য, "ওই গ্যাংস্টারের লুকিয়ে থাকার খবর আমাদের কাছে আসে । কুইক রেসপন্স টিম সঙ্গে সঙ্গে ওকে খুঁজতে বেরিয়ে পড়ে । জুসাব এমন একটা জায়গায় আত্মগোপন করেছিল যেখানে কোনও গাড়ি ঢুকতে পারে না । আমরা শনিবার রাতে ঘটনাস্থানে হেঁটে পৌঁছাই । এর আগেও জুসাব পুলিশের গাড়ির উপর হামলা চালিয়েছিল । সেই কথা মাথায় রেখেই আমরা সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে পারিনি । জুসাবকে ঘর থেকেই গ্রেপ্তার করা হয় ।"

জুনের শেষের দিকে স্ত্রীর শেষকৃত্যে কাজে যাওয়ার জন্য জুসাব প্যারোলে মুক্তি পায় । সেই সময় সে পালিয়ে যায় । পালানোর এক সপ্তাহের মধ্যেই সে জীবনভাই সংঘভাই নামে এক ব্যক্তিকে খুন করে বলে অভিযোগ।

ওদেদরা বলেন, "ATS-এর বিভাগকে পুলিশের জেনেরাল ডিরেক্টর আদেশ দেন জুসাবকে যে কোনওভাবেই গ্রেপ্তার করতে হবে । জুসাব চারটি খুনের ঘটনায় অভিযুক্ত । এছাডা়ও তার বিরুদ্ধে অতীতে পুলিশের গাড়ির উপর হামলা সহ একাধিক হামলার অভিযোগ রয়েছে । সে অপরাধ করে জঙ্গলে পালিয়ে যায় । কারণ সে জঙ্গলের রাস্তা ভালো চেনে ।" তাঁর মতে, " জুসাব ফোন ও বিদ্যুৎ ছাড়াই থাকত । পুলিশের কাছে ওকে ধরার এটাই সবচেয়ে বড় সমস্যা ছিল । ওর দলের ২-৩ জন ওর জন্য খাবার এনে দিত প্রতিদিন । রবিবার জুসাবকে গ্রেপ্তারের পর CID ক্রাইমের হাতে তুলে দেওয়া হয় । CID ওর মামলাগুলোর পরবর্তী তদন্ত করবে ।"

আহমেদাবাদ, ৭ মে : মোস্ট ওয়ান্টেড এক গ্যাংস্টারকে গ্রেপ্তার করল গুজরাত অ্যান্টি টেররিজ়ম স্কয়্যাড (ATS) । আর এই ATS টিমের সদস্য ছিলেন পাঁচজন । তাঁদের মধ্যে চারজন মহিলা । ধৃত গ্যাংস্টারের নাম জুসাব আল্লারাখা সান্ধ (৪০) । তাকে রবিবার বোটাডের একটি জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় ।

জুসাবের বিরুদ্ধে আহমেদাবাদ, রাজকোট, জুনাগড় এলাকায় ২৩টি অভিযোগ রয়েছে । তার মধ্যে রয়েছে খুন, তোলাবাজি, চুরির মামলার মতো একাধিক অভিযোগ । গতবছরের জুনে প্যারোলো থাকার সময় সে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, গত সাত মাস জুসাব বোটাডের জঙ্গলে আত্মগোপন করেছিল ।

ATS একটি প্রেস বিবৃতি বলে, "ওই অপরাধী বোটাডের জঙ্গলে আত্মগোপন করেছিল । ওখানকার স্থানীয় পুলিশও ওকে ধরতে ব্যর্থ হয় । এরপরই ওকে ধরার দায়িত্ব দেওয়া হয় ATS-কে । ঘটনাস্থানে পাঠানো হয় ATS-এর একটি টিমকে । ওই টিমের পাঁচ সদস্য ছিলেন । তার মধ্যে ছিলেন সন্তোকবেন ওদেদরা, অরুণাবেন গামেতি, নিতামিকা গোহেল, শকুন্তলা মালচার নামে চার মহিলা সাব ইন্সপেক্টর । এছাড়াও জিগনেশ আগরাভাত নামে এক পুরুষ সাব ইন্সপেক্টর । ওই পাঁচজন অপারেশনটি চালান । গ্রেপ্তার করা হয় জুসাবকে ।"

এই বিষয়ে ওদেদরার বক্তব্য, "ওই গ্যাংস্টারের লুকিয়ে থাকার খবর আমাদের কাছে আসে । কুইক রেসপন্স টিম সঙ্গে সঙ্গে ওকে খুঁজতে বেরিয়ে পড়ে । জুসাব এমন একটা জায়গায় আত্মগোপন করেছিল যেখানে কোনও গাড়ি ঢুকতে পারে না । আমরা শনিবার রাতে ঘটনাস্থানে হেঁটে পৌঁছাই । এর আগেও জুসাব পুলিশের গাড়ির উপর হামলা চালিয়েছিল । সেই কথা মাথায় রেখেই আমরা সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে পারিনি । জুসাবকে ঘর থেকেই গ্রেপ্তার করা হয় ।"

জুনের শেষের দিকে স্ত্রীর শেষকৃত্যে কাজে যাওয়ার জন্য জুসাব প্যারোলে মুক্তি পায় । সেই সময় সে পালিয়ে যায় । পালানোর এক সপ্তাহের মধ্যেই সে জীবনভাই সংঘভাই নামে এক ব্যক্তিকে খুন করে বলে অভিযোগ।

ওদেদরা বলেন, "ATS-এর বিভাগকে পুলিশের জেনেরাল ডিরেক্টর আদেশ দেন জুসাবকে যে কোনওভাবেই গ্রেপ্তার করতে হবে । জুসাব চারটি খুনের ঘটনায় অভিযুক্ত । এছাডা়ও তার বিরুদ্ধে অতীতে পুলিশের গাড়ির উপর হামলা সহ একাধিক হামলার অভিযোগ রয়েছে । সে অপরাধ করে জঙ্গলে পালিয়ে যায় । কারণ সে জঙ্গলের রাস্তা ভালো চেনে ।" তাঁর মতে, " জুসাব ফোন ও বিদ্যুৎ ছাড়াই থাকত । পুলিশের কাছে ওকে ধরার এটাই সবচেয়ে বড় সমস্যা ছিল । ওর দলের ২-৩ জন ওর জন্য খাবার এনে দিত প্রতিদিন । রবিবার জুসাবকে গ্রেপ্তারের পর CID ক্রাইমের হাতে তুলে দেওয়া হয় । CID ওর মামলাগুলোর পরবর্তী তদন্ত করবে ।"


New Delhi, May 07 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath addressed a public rally in Mandawali area of East Delhi. Taking jibe at Congress president Rahul Gandhi and General Secretary of UP (East), Priyanka Gandhi, he said, "Congress has completely failed, Shehzada also failed, so they brought in their Shehzadi. She was teaching abuses to innocent children of Amethi, please go and teach these abuses in Italy."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.