ETV Bharat / briefs

আগে অর্ডিন্যান্স আনুন, তারপর বিশ্বাস করব ; NRC ইশুতে মোদিকে আক্রমণ তামাংয়ের - siliguri

"এর আগেও মোদি বলেছিলেন NRC-তে গোর্খাদের কোনও ক্ষতি হবে না। কিন্তু এনিয়ে আগে অর্ডিনেন্স জারি করুক মোদি সরকার।"একথা বললেন গোর্খা নেতা বিনয় তামাং।

বিনয় তামাং
author img

By

Published : Apr 4, 2019, 3:14 AM IST

Updated : Apr 4, 2019, 3:54 AM IST

শিলিগুড়ি, 4 এপ্রিল : "ভারতবর্ষের যত গোর্খা আছে তারা NRC-র আওতায় পড়বে না। এনিয়ে অর্ডিন্যান্স আনতে হবে। তবেই আমরা নরেন্দ্র মোদির কথা বিশ্বাস করব।" একথা বললেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং।

গতকাল শিলিগুড়ির কাওয়াখালিতে নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, " NRC -তে গোর্খাদের ক্ষতি হবে না।" এপ্রসঙ্গে বিনয় বলেন, "এর আগেও মোদি বলেছিলেন NRC-তে গোর্খাদের কোনও ক্ষতি হবে না। কিন্তু, অসমে প্রায় ২ লাখ মানুষ ঘর ছাড়া। গোর্খাদের ১১টি সম্প্রদায়কে জনজাতির স্বীকৃতি ৫ ব্ছরে দিতে পারেনি মোদি সরকার। তাঁর কথায় এবার আর কাজ হবে না।"

ভিডিয়োয় শুনুন বিনয় তামাংয়ের বক্তব্য

তিনি আরও বলেন, "২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে চারবার এসেছেন। ২০১৪ সালে তিনি উত্তরবঙ্গে এসে বলেছিলেন গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন। সেটা পূরণ হয়নি। ভারতীয় জনতা পার্টির গোর্খাদের প্রতি কোনও সহানুভূতি বা ভাবনা নেই। শুধু মাত্র ভোট পাওয়ার জন্য তিনি এখানে এসে তাঁর ভাষণ দিয়ে গেলেন। এবারে শিলিগুড়ির জনগণ ভেবেছিলেন মোদি উত্তরবঙ্গ বা গোর্খা নিয়ে উন্নয়নের কিছু বার্তা দেবেন। কিন্তু, তিনি শুধু ৩৪ মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাই করে গেলেন।"

শিলিগুড়ি, 4 এপ্রিল : "ভারতবর্ষের যত গোর্খা আছে তারা NRC-র আওতায় পড়বে না। এনিয়ে অর্ডিন্যান্স আনতে হবে। তবেই আমরা নরেন্দ্র মোদির কথা বিশ্বাস করব।" একথা বললেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং।

গতকাল শিলিগুড়ির কাওয়াখালিতে নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, " NRC -তে গোর্খাদের ক্ষতি হবে না।" এপ্রসঙ্গে বিনয় বলেন, "এর আগেও মোদি বলেছিলেন NRC-তে গোর্খাদের কোনও ক্ষতি হবে না। কিন্তু, অসমে প্রায় ২ লাখ মানুষ ঘর ছাড়া। গোর্খাদের ১১টি সম্প্রদায়কে জনজাতির স্বীকৃতি ৫ ব্ছরে দিতে পারেনি মোদি সরকার। তাঁর কথায় এবার আর কাজ হবে না।"

ভিডিয়োয় শুনুন বিনয় তামাংয়ের বক্তব্য

তিনি আরও বলেন, "২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে চারবার এসেছেন। ২০১৪ সালে তিনি উত্তরবঙ্গে এসে বলেছিলেন গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন। সেটা পূরণ হয়নি। ভারতীয় জনতা পার্টির গোর্খাদের প্রতি কোনও সহানুভূতি বা ভাবনা নেই। শুধু মাত্র ভোট পাওয়ার জন্য তিনি এখানে এসে তাঁর ভাষণ দিয়ে গেলেন। এবারে শিলিগুড়ির জনগণ ভেবেছিলেন মোদি উত্তরবঙ্গ বা গোর্খা নিয়ে উন্নয়নের কিছু বার্তা দেবেন। কিন্তু, তিনি শুধু ৩৪ মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাই করে গেলেন।"

Intro:মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা দার্জিলিংয়ের এমআরআই দীর্ঘদিন ধরে বন্ধ, ক্ষোভ


দার্জিলিং, ০২ এপ্রিল: দীর্ঘ দিন ধরে দার্জিলিং জেলা হাসপাতালের এমআরআই বন্ধ। ফলে ভোগান্তির এক শেষ রোগীদের। কখনও হিলিয়ামের অভাব তো কখনও হিলিয়াম লিক। আবার কখনও মেশিন খারাপ। আর্থিংয়ের সমস্যা। একের পর এক সমস্যা চলছেই।


Body:এই হাসপাতালের এমআরআইয়ের টেকনোলজিস্ট প্রভাত যাদব বলেন, ১২ জানুয়ারি থেকে এমআরআই বন্ধ। প্রথমে হিলিয়াম ছিল না। এরপর হিলিয়াম এলেও তা লিক করছিল। এবার আর্থিংয়ের সমস্যা চলছে। দু'এক দিনের মধ্যে ইঞ্জিনিয়ার আসার কথা। আর্থিংয়ের রিডিং স্বাভাবিক নেই। নতুন করে তা ঠিক করার কাজ চলছে। এই সমস্যা দূর হলেই এমআরআই চালু হয়ে যাবে। দার্জিলিং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার এস কে সরিয়াল বলেন, অনেক দিন ধরেই এমআরআই বন্ধ থাকায় রোগীদের সমস্যা হয় হচ্ছে ঠিকই। আমি সোমবারও সেটির পরি দর্শনে গিয়েছিলাম। দ্রুত সেটি চালু করার চেষ্টা চলছে।


Conclusion:হাসপাতাল কর্তৃপক্ষ একথা বললেও আর ধৈর্য রাখতে পারছেন না রোগীরা। কেননা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে চালু হওয়া এই এমআরআই সেন্টার ছাড়া দার্জিলিংয়ে আর কোনও এমআরআই সেন্টার নেই। এই সেন্টারে প্রতিদিন গড়ে ২০ জনের মতো রোগী এমআরআই করাতে আসে। দীর্ঘ প্রায় তিন মাস ধরে এই সেন্টার বন্ধ থাকায় নাজেহাল দার্জিলিং পাহাড়ের রোগীরা। ২০১৭ এর ৩০ মার্চ এই এমআরআই সেন্টারটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর আগেও খারাপ হয়েছে এই মেশিন। এভাবে বারবার মেশিন বিকল থাকায় রোগীদের মধ্যে ক্ষোভ বারছে।
Last Updated : Apr 4, 2019, 3:54 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.