শিলিগুড়ি, 4 এপ্রিল : "ভারতবর্ষের যত গোর্খা আছে তারা NRC-র আওতায় পড়বে না। এনিয়ে অর্ডিন্যান্স আনতে হবে। তবেই আমরা নরেন্দ্র মোদির কথা বিশ্বাস করব।" একথা বললেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং।
গতকাল শিলিগুড়ির কাওয়াখালিতে নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, " NRC -তে গোর্খাদের ক্ষতি হবে না।" এপ্রসঙ্গে বিনয় বলেন, "এর আগেও মোদি বলেছিলেন NRC-তে গোর্খাদের কোনও ক্ষতি হবে না। কিন্তু, অসমে প্রায় ২ লাখ মানুষ ঘর ছাড়া। গোর্খাদের ১১টি সম্প্রদায়কে জনজাতির স্বীকৃতি ৫ ব্ছরে দিতে পারেনি মোদি সরকার। তাঁর কথায় এবার আর কাজ হবে না।"
তিনি আরও বলেন, "২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে চারবার এসেছেন। ২০১৪ সালে তিনি উত্তরবঙ্গে এসে বলেছিলেন গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন। সেটা পূরণ হয়নি। ভারতীয় জনতা পার্টির গোর্খাদের প্রতি কোনও সহানুভূতি বা ভাবনা নেই। শুধু মাত্র ভোট পাওয়ার জন্য তিনি এখানে এসে তাঁর ভাষণ দিয়ে গেলেন। এবারে শিলিগুড়ির জনগণ ভেবেছিলেন মোদি উত্তরবঙ্গ বা গোর্খা নিয়ে উন্নয়নের কিছু বার্তা দেবেন। কিন্তু, তিনি শুধু ৩৪ মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাই করে গেলেন।"