ETV Bharat / briefs

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খননের সময় ফাটল রানি রাসমণির বাড়িতে

author img

By

Published : May 18, 2019, 7:47 PM IST

টানেল বোরিং মেশিন (TBM) দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার সময় ফাটল দেখা দেয় । বাড়িটি গ্রেড ওয়ান হেরিটেজের তকমাভুক্ত ।

বাড়িতে ফাটল

কলকাতা, 18 মে : ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার সময় দুশো বছরের পুরোনো রানি রাসমণির বাড়িতে ফাটল ধরল । ঠাকুরদালানেও একাধিক ফাটল ধরেছে । একটি ঘরে চাঙড় খসে পড়ে । সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে 13 জন বাসিন্দাকে হোটেলে স্থানান্তরিত করে বাড়িটিতে কাজ শুরু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ । তাদের মত, বাড়িটির ভিত যথেষ্ট শক্ত । তাই ফাটল ধরলেও বাড়িটিতে খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ।

সুরেন্দ্রনাথ ব‍্যানার্জি রোডে জানবাজারে রানি রাসমণির বাড়ি রয়েছে । সেটির বয়স প্রায় 230 বছর । বিয়ের পর শ্বশুরের তৈরি এই বাড়িতে এসেছিলেন রানি রাসমণি । পরে সেটি রানি রাসমণির বাড়ি হিসেবে পরিচিত হয় । বাড়িটিকে গ্রেড ওয়ান হেরিটেজের তকমা দেওয়া হয় । ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে রুট নির্ধারিত হয়েছে, তাতে রানি রাসমণির বাড়ি পড়ছে । সেজন্য বুধবার সুরেন্দ্রনাথ ব‍্যানার্জি রোডের 90 ফুট নিচ থেকে টানেল বোরিং মেশিন (TBM) দিয়ে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল । মেট্রোর তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও TBM-র ভাইব্রেশনে বাড়িটিতে হেয়ারলাইন ফ‍্যাকচার দেখা দেয় । বাড়ির বর্তমান বাসিন্দাদের দাবি, বাড়ির একাধিক জায়গায় ছোটো ছোটো ফাটল ধরতে শুরু করে ।

Rani Rashmoni
বাড়িতে ফাটল

বিষয়টি জানানো হলে দোতালার একটি ঘরের রান্নাঘরে নেট লাগিয়ে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ । কিন্তু, বৃহস্পতিবার বাড়ির আরও অনেক জায়গায় ফাটল দেখা দেয় । তিনতলার ছাদ থেকে বাড়ির ভিত পর্যন্ত ফাটল ধরা পড়ে । রাত আটটা নাগাদ দোতালার একটি রান্নাঘর থেকে চাঙড় খসে পড়তে থাকে ‌। তড়িঘড়ি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । সেইমতো রাত আড়াইটে নাগাদ তাঁদের একটি হোটেল স্থানান্তরিত করা হয় ।

বাড়ির বর্তমান এক বাসিন্দা সায়ন্তন হাজরা বলেন, "2017 সাল থেকে প্রায় দেড় বছর ধরে বাড়িটির সমীক্ষা করে মেট্রো কর্তৃপক্ষ । আধিকারিকরা আশ্বাস দেন, মেট্রো কাজের জন্য বাড়িটির কোনও ক্ষতি হবে না । কারণ, বাড়িটির ভিত অত‍্যন্ত মজবুত । তারপর বুধবার সকাল থেকে মেট্রোর ড্রিলিং শুরু হয় । সেদিন হালকা ফাটল ধরেছিল। তখন একটি আর্চে সাপোর্ট দিয়েছিল মেট্রোর লোকজন । বৃহস্পতিবার সকাল থেকে আমাদের ঠাকুরদালানের কোণা থেকে বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করে । ভিতগুলিও পুরো ফেটে গেছে । আমাদের বারান্দাগুলিতে প্রচুর ফাটল দেখা দিয়েছে । প্রথমে বেশি গুরুত্ব দেয়নি মেট্রো কর্তৃপক্ষ । পরে তারা তৎপর হয় । ইঞ্জিনিয়ররা আসেন । আমাদের বাড়িতে 90 বছরেরও বেশি বয়স্ক এক বৃদ্ধা রয়ছেন । তাঁকেও অত রাতে শিফট করানো হয় । গতকাল থেকে মেরামতির কাজ শুরু হয়েছে ।"

Rani Rashmoni
রানি রাসমণির বাড়ি

তবে, ফাটল ধরলেও বাড়িটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলেই মত মেট্রো কর্তৃপক্ষের । বাড়ির সামনে হাজির এক মেট্রো আধিকারিক জানান, প্রথমে ভাবা হয়েছিল কিছু হবে না । কিন্তু, মেট্রোর কাজ শুরু হতে ফাটল দেখা দেয় । তবে, বাড়িটি যেরকম স্ট্রং বড় কোনও কিছু হওয়ার সম্ভাবনা নেই । মেট্রো কর্তৃপক্ষ মেরামতের ব‍্যবস্থা করেছে। আর্চগুলিতে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে, ভিত রিফিলিং সবই করা হচ্ছে । আজ বাড়িটির ছাদের কাজ শুরু হয়েছে‌। আমরা যথেষ্ট ভালোভাবে কাজ করছি । আমাদের TBM এখান থেকে 40 মিটার দূরে চলে গেছে । তা সত্ত্বেও আমরা এখানে রয়েছি। কারণ, আমরা একদমই চাই না কোনও কিছু হোক ।"

Rani Rashmoni
রানি রাসমণির বাড়ি

কলকাতা, 18 মে : ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার সময় দুশো বছরের পুরোনো রানি রাসমণির বাড়িতে ফাটল ধরল । ঠাকুরদালানেও একাধিক ফাটল ধরেছে । একটি ঘরে চাঙড় খসে পড়ে । সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে 13 জন বাসিন্দাকে হোটেলে স্থানান্তরিত করে বাড়িটিতে কাজ শুরু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ । তাদের মত, বাড়িটির ভিত যথেষ্ট শক্ত । তাই ফাটল ধরলেও বাড়িটিতে খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ।

সুরেন্দ্রনাথ ব‍্যানার্জি রোডে জানবাজারে রানি রাসমণির বাড়ি রয়েছে । সেটির বয়স প্রায় 230 বছর । বিয়ের পর শ্বশুরের তৈরি এই বাড়িতে এসেছিলেন রানি রাসমণি । পরে সেটি রানি রাসমণির বাড়ি হিসেবে পরিচিত হয় । বাড়িটিকে গ্রেড ওয়ান হেরিটেজের তকমা দেওয়া হয় । ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে রুট নির্ধারিত হয়েছে, তাতে রানি রাসমণির বাড়ি পড়ছে । সেজন্য বুধবার সুরেন্দ্রনাথ ব‍্যানার্জি রোডের 90 ফুট নিচ থেকে টানেল বোরিং মেশিন (TBM) দিয়ে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল । মেট্রোর তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও TBM-র ভাইব্রেশনে বাড়িটিতে হেয়ারলাইন ফ‍্যাকচার দেখা দেয় । বাড়ির বর্তমান বাসিন্দাদের দাবি, বাড়ির একাধিক জায়গায় ছোটো ছোটো ফাটল ধরতে শুরু করে ।

Rani Rashmoni
বাড়িতে ফাটল

বিষয়টি জানানো হলে দোতালার একটি ঘরের রান্নাঘরে নেট লাগিয়ে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ । কিন্তু, বৃহস্পতিবার বাড়ির আরও অনেক জায়গায় ফাটল দেখা দেয় । তিনতলার ছাদ থেকে বাড়ির ভিত পর্যন্ত ফাটল ধরা পড়ে । রাত আটটা নাগাদ দোতালার একটি রান্নাঘর থেকে চাঙড় খসে পড়তে থাকে ‌। তড়িঘড়ি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । সেইমতো রাত আড়াইটে নাগাদ তাঁদের একটি হোটেল স্থানান্তরিত করা হয় ।

বাড়ির বর্তমান এক বাসিন্দা সায়ন্তন হাজরা বলেন, "2017 সাল থেকে প্রায় দেড় বছর ধরে বাড়িটির সমীক্ষা করে মেট্রো কর্তৃপক্ষ । আধিকারিকরা আশ্বাস দেন, মেট্রো কাজের জন্য বাড়িটির কোনও ক্ষতি হবে না । কারণ, বাড়িটির ভিত অত‍্যন্ত মজবুত । তারপর বুধবার সকাল থেকে মেট্রোর ড্রিলিং শুরু হয় । সেদিন হালকা ফাটল ধরেছিল। তখন একটি আর্চে সাপোর্ট দিয়েছিল মেট্রোর লোকজন । বৃহস্পতিবার সকাল থেকে আমাদের ঠাকুরদালানের কোণা থেকে বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করে । ভিতগুলিও পুরো ফেটে গেছে । আমাদের বারান্দাগুলিতে প্রচুর ফাটল দেখা দিয়েছে । প্রথমে বেশি গুরুত্ব দেয়নি মেট্রো কর্তৃপক্ষ । পরে তারা তৎপর হয় । ইঞ্জিনিয়ররা আসেন । আমাদের বাড়িতে 90 বছরেরও বেশি বয়স্ক এক বৃদ্ধা রয়ছেন । তাঁকেও অত রাতে শিফট করানো হয় । গতকাল থেকে মেরামতির কাজ শুরু হয়েছে ।"

Rani Rashmoni
রানি রাসমণির বাড়ি

তবে, ফাটল ধরলেও বাড়িটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলেই মত মেট্রো কর্তৃপক্ষের । বাড়ির সামনে হাজির এক মেট্রো আধিকারিক জানান, প্রথমে ভাবা হয়েছিল কিছু হবে না । কিন্তু, মেট্রোর কাজ শুরু হতে ফাটল দেখা দেয় । তবে, বাড়িটি যেরকম স্ট্রং বড় কোনও কিছু হওয়ার সম্ভাবনা নেই । মেট্রো কর্তৃপক্ষ মেরামতের ব‍্যবস্থা করেছে। আর্চগুলিতে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে, ভিত রিফিলিং সবই করা হচ্ছে । আজ বাড়িটির ছাদের কাজ শুরু হয়েছে‌। আমরা যথেষ্ট ভালোভাবে কাজ করছি । আমাদের TBM এখান থেকে 40 মিটার দূরে চলে গেছে । তা সত্ত্বেও আমরা এখানে রয়েছি। কারণ, আমরা একদমই চাই না কোনও কিছু হোক ।"

Rani Rashmoni
রানি রাসমণির বাড়ি
Intro:কলকাতা, 18 মে: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খুড়তে গিয়ে ফাটল ধরল প্রায় 230 বছর পুরনো রানি রাসমণির বাড়িতে। শ্বশুরের তৈরি জানবাজারের ওই বাড়িতে বিয়ের পর এসেছিলেন রানি রাসমণি। সময়ের সঙ্গে সঙ্গে যার নাম হয় রানি রাসমণির বাড়ি। জানা গেছে, গত বুধবার সুরেন্দ্রনাথ ব‍্যানার্জি রোডের 90 ফুট নিচ থেকে বোরিং মেশিন চালিয়ে খোদাই করা হচ্ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর সুরঙ্গ। তখনই টানেল বোরিং মেশিনের (TBM) ভায়াব্রেশনে হেয়ারলাইন ফ‍্যাকচার শুরু হয় গ্রেড ওয়ান হেরিটেজ ভুক্ত ওই বাড়িটিতে। পরিবারের সদস্যদের অভিযোগ, সেই সময় মেট্রো কর্তৃপক্ষকে ফাটলের বিষয়টি জানানো হলেও ততট গুরুত্ব দেয়নি তারা। বৃহস্পতিবার সন্ধে 8টা নাগাদ ভাঙন আরও বড় হলে গভীর রাতে ওই বাড়ির প্রায় 13 জন সদস‍্যকে হোটেলে স্থানান্তরিত করার ব‍্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে ক্ষতিগ্রস্ত বাড়িটি মেরামতের কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ।


Body:কী হয়েছিল সেদিন? পরিবারের সদস‍্য সায়ন্তন হাজরা জানান, 2017 সাল থেকে প্রায় দেড় বছর ধরে বাড়িটির সার্ভে করে মেট্রো কর্তৃপক্ষ। তাঁরা সেই সময় জানিয়েছিলেন, মেট্রোর কাজের জন্য বাড়িটির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, বাড়িটির ভিত অত‍্যন্ত মজবুত। কিন্তু, বুধবার মেট্রোর কাজ শুরু হতেই বাড়ির বিভিন্ন স্থানে দেখা যায় ছোট ছোট ফাটল। তখনই মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি জানান বাড়ির সদস‍্যরা। কিন্তু, তখন শুধুমাত্র দোতালার একটি ঘরের রান্নাঘরে নেট লাগিয়ে দেয় তাঁরা। বৃহস্পতিবার সারাদিন ফাটল বাড়তে থাকে‌। বাড়ির তিনতলার ছাদ থেকে ফাটল শুরু হয়ে নেমে আসে বাড়ির ভিত পর্যন্ত। রাত 8টা সাড়ে 8টা নাগাদ পরিস্থিতি বিপদজনক হয়ে উঠে যখন দোতালার একটি ঘরের রান্নাঘর থেকে চাঙর খসতে শুরু করে‌। তারপরই মেট্রো কর্তৃপক্ষ এসে পরিস্থিতি বুঝে ওই বাড়ির প্রায় 13 জন সদস‍্যকে রাত আড়াইটে নাগাদ হোটেলে নিয়ে যাওয়ার ব‍্যবস্থা করে।

সায়ন্তন হাজরা বলেন, " বুধবার দিন সকাল থেকে এখানে মেট্রোর ড্রিলিং শুরু হয়। সেদিন হালকা ফাটল ধরেছিল। সেদিন একটি আর্চে সাপোর্ট দিয়ে ওনারা চলে গেছিলেন। তারপরে বৃহস্পতিবার সকাল থেকে আমাদের ঠাকুরদালানের কোনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফাটল ধরা শুরু করে। তারপরে ওনাদের তৎপরতা শুরু হয়। বড় বড় ইঞ্জিনিয়াররা আসেন। এসে এগুলোকে দেখে । তারপরে ব‍্যবস্থা গ্রহণ করে। আমাদের বাইরের রান্না ঘরের ভিতরের প‍্যাসেজে চাঙর খসে পড়েছে। প্লাস আমাদের এই আর্চটাও ক্র‍্যাক করে গেছে। ভিতগুলোও পুরো ফেটে গেছে। আমাদের বারান্দা গুলোতে প্রচুর ক্র‍্যাক করে ফাটল দেখা দিয়েছে। প্রথমে মেট্রো কর্তৃপক্ষ অতটা গুরুত্ব সহকারে বুঝতে পারেনি। ওনারা বলেছিলেন আর একটু দেখি, তারপরে দেখে কিছু করবেন। কিন্তু রাত্রি 8টা সাড়ে 8টাতে ব‍্যাপারটা খুব বিপদজনক পরিস্থিতিতে চলে যাওয়ার জন্য রাত্রি দুটো আড়াইটেতে ওনারা আমাদের পরিবারের কিছু সদস‍্যকে এখান থেকে স্থানান্তরিত করার ব‍্যবস্থা করেন। তার মধ্যে আমাদের একজন 90-এর বেশি বয়সী ঠাকুমা পর্যন্ত ছিলেন, তাঁকে অত রাতে সিফ্ট করাতে হয়েছিল মেট্রোরেলের জন্য। তারপরে কাল থেকে ওনাদের ইঞ্জিনিয়াররা এসে রিপেয়ারিংয়ের কাজ শুরু করেছে।" 90 বছরের বেশি বয়সী ওই ঠাকুমার নাম পারুলরানি হাজরা।

মেট্রোর কাজের জন্য এই হেরিটেজ বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা কি মেট্রো কর্তৃপক্ষ আগে জানিয়েছিল? সায়ন্তনবাবু বলেন, "দেখুন, আগে যারা সার্ভে করেছিল ভিতের তাঁরা বলেছিল, এই বিল্ডিংটা ঠিক আছে। আমার মনে হয় ওদের আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল বিল্ডিংটা নিয়ে। ওরা গুরুত্বটা প্রথমদিকে অতটা দিতে চাইনি, যে হয়ে গেছে, আমরা দেখছি। তারপরে বৃহস্পতিবার সকালে যখন ওনাদেরকে দেখায়, তখন ওনারা বলেন, আরেকটু দেখি। সন্ধ্যেবেলার পর থেকে ওদের তৎপরতা শুরু হয় যখন আর একটা ঘর থেকে চাঙর ভাঙতে শুরু করে। সেদিনয় প্রায় 13 জন সদস‍্যকে মেট্রোরেল সিফ্টিং দিয়েছে।" মেট্রো কর্তৃপক্ষের তরফে কী বলা হচ্ছে? সায়ন্তনবাবু বলেন, "মেট্রো কর্তৃপক্ষ তো বলছে প‍্যানিক করার কোনো কারণ নেই। আমাদের মনে হয় না জিনিসটা যতটা গুরুত্ব সহকারে দেখার কথা ওনারা ততটা গুরুত্ব সহকারে দেখছে। ওরা সংস্কার করার জন্য কাজ শুরু করেছে।"

ফাটল ধরলেও তাতে বাড়িটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেই মত মেট্রো কর্তৃপক্ষের। রানি রাসমণির বাড়িতে উপস্থিত মেট্রোর এক আধিকারিক জানান, প্রথমে ভাবা হয়েছিল কিছু হবে না। কিন্তু, মেট্রোর কাজ শুরু হতে ফাটল দেখা দেয়। তবে, বিল্ডিংটা যে রকম স্ট্রং তাতে এতে বিরাট কিছু হওয়ার সম্ভাবনা নেই। ক্ষতি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তা ছাড়া, মেট্রো কর্তৃপক্ষ মেরামতের ব‍্যবস্থা করেছে। আর্চগুলোতে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে, ভিত রিফিলিং সবই করা হচ্ছে। আজকে বাড়িটির ছাদের কাজ শুরু হয়েছে‌। ওই আধিকারিক বলেন, "আমরা যথেষ্ট ভালোভাবে কাজ করছি যে যতটা সম্ভব সংস্কার করা। আমাদের TBM বেরিয়ে গেছে। এখান ছাড়িয়ে 40 মিটার চলে গেছে। তা সত্ত্বেও আমরা এখানে রয়েছি। কারণ, আমরা একদমই চাই না কোনও কিছু হোক।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.