ETV Bharat / briefs

COVID  হাসপাতালের সুপার-সহ উত্তরবঙ্গ মেডিকেলের 4 চিকিৎসক কোরোনা আক্রান্ত - উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

উত্তরবঙ্গ মেডিকেলে আক্রান্ত এক প্রসূতির চিকিৎসা করছিলেন মেডিসিন বিভাগের চিকিৎসক । তাঁঁর সংস্পর্শে এসে আরও তিনজন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

COVID-19 cases in west bengal
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা আক্রান্ত চার চিকিৎসক
author img

By

Published : Jun 2, 2020, 4:52 PM IST

শিলিগুড়ি, 2 জুন : উত্তরবঙ্গ মেডিকেলে কোরোনাআক্রান্ত চার চিকিৎসক । অন্যদিকে COVID হাসপাতালের সুপার-সহ আক্রান্ত আরও তিন ।

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গমেডিকেল কলেজে কোরোনা আক্রান্ত এক প্রসূতির চিকিৎসা করেছিলেন মেডিসিন বিভাগের একহাউস স্টাফ । তার সোয়াব টেস্টের রিপোর্টে কোরোনা পজিটিভ আসে । ওই চিকিৎসকেরসংস্পর্শে এসে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও তিন চিকিৎসক ।

অন্যদিকে মাটিগড়ায় covid হাসপাতালের সুপারসহ আক্রান্ত তিনজন । এছাড়া প্রধান নগরের একবাসিন্দা-সহ মিরিকের এক বাসিন্দা আক্রান্ত । সবমিলিয়ে মোট আক্রান্ত 9 জন ।

উত্তরবঙ্গ মেডিকেলের আক্রান্তচার চিকিৎসককে কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । COVID হাসপাতালের সুপার-সহ আরও তিনজনের ওই COVID হাসপাতালে চিকিৎসা বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

COVID হাসপাতালের সুপার-সহ উত্তরবঙ্গ মেডিকেলের4 চিকিৎসক কোরোনা আক্রান্ত

শিলিগুড়ি, 2 জুন : উত্তরবঙ্গ মেডিকেলে কোরোনাআক্রান্ত চার চিকিৎসক । অন্যদিকে COVID হাসপাতালের সুপার-সহ আক্রান্ত আরও তিন ।

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গমেডিকেল কলেজে কোরোনা আক্রান্ত এক প্রসূতির চিকিৎসা করেছিলেন মেডিসিন বিভাগের একহাউস স্টাফ । তার সোয়াব টেস্টের রিপোর্টে কোরোনা পজিটিভ আসে । ওই চিকিৎসকেরসংস্পর্শে এসে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও তিন চিকিৎসক ।

অন্যদিকে মাটিগড়ায় covid হাসপাতালের সুপারসহ আক্রান্ত তিনজন । এছাড়া প্রধান নগরের একবাসিন্দা-সহ মিরিকের এক বাসিন্দা আক্রান্ত । সবমিলিয়ে মোট আক্রান্ত 9 জন ।

উত্তরবঙ্গ মেডিকেলের আক্রান্তচার চিকিৎসককে কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । COVID হাসপাতালের সুপার-সহ আরও তিনজনের ওই COVID হাসপাতালে চিকিৎসা বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.