ETV Bharat / bharat

সেই যোগীরাজ্য ! কোভিডে মৃতের দেহ নদীতে ফেলার ভিডিয়ো ভাইরাল

author img

By

Published : May 30, 2021, 5:28 PM IST

Updated : May 30, 2021, 5:41 PM IST

কোভিডে মৃতের দেহ ছুড়ে ফেলা হল নদীতে ৷ উত্তরপ্রদেশের এমনই ভয়াবহ একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

UP shocker : viral Video Shows Covid Patient's Body Being Thrown In River
সেই যোগীরাজ্য ! কোভিডে মৃতের দেহ নদীতে ফেলার ভিডিয়ো ভাইরাল

বলরামপুর (উত্তরপ্রদেশ), 30 মে : আবারও উত্তরপ্রদেশের ভয়াবহ এক দৃশ্য তোলপাড় ফেলে দিল দেশজুড়ে ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোভিডে মৃত একজনের দেহ ছুড়ে ফেলা হচ্ছে নদীতে ৷ ওই এলাকা দিয়ে গাড়িতে যাওয়ার সময় ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন এক দম্পতি ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷

এর আগেও যোগী আদিত্যনাথের রাজ্যে কোভিডে মৃতদের একের পর এক দেহ ভাসতে দেখা গিয়েছে গঙ্গায় ৷ নদীর উপকূলে বালির চড়েও পড়ে থাকতে দেখা গিয়েছে বহু দেহ ৷ সপ্তাহ দুয়েক আগে সেই ভয়ংকর ছবি দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ ৷ কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় যে, কোনওভাবেই যেন মৃতদেহ নদীতে ফেলা না-হয় ৷ উত্তরের বিভিন্ন রাজ্যকে চিঠি লিখে উপকূলের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছিল কেন্দ্র ৷ তবে এত কিছুর পরেও সেই উত্তরপ্রদেশেই ধরা পড়ল আবারও একই ছবি ৷

28 মে এক দম্পতি বলরামপুর দিয়ে যাওয়ার সময় এই ঘটনা দেখে তা শ্যুট করে নেন ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, পিপিই পরা এক ব্যক্তি ও আর একজন একটি মৃতদেহ টেনে তুলছে রাপ্তি নদীর উপরের একটি সেতুর রেলিং-এর উপর ৷ পিপিই পরা লোকটি দেহটি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছেন বলে দেখে মনে হচ্ছে ৷ পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক খবরটি নিশ্চিত করে জানান যে, মৃত ওই ব্যক্তির কোভিডেই প্রাণ গিয়েছে ৷ তাঁর আত্মীয়রা দেহটি নদীতে ফেলার চেষ্টা করছিলেন ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের

ভাইরাল সেই ভিডিয়ো

বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভিবি সিং জানিয়েছেন, "প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে, 25 মে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ তার তিনদিন পর তাঁর মৃত্যু হয় ৷ কোভিড প্রোটোকল মেনেই তাঁর দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয় ৷ তদন্তে দেখা গিয়েছে যে, আত্মীয়রাই দেহটি নদীতে ফেলে দিয়েছেন ৷ আমরা মামলা দায়ের করেছি ৷ কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷"

বলরামপুর (উত্তরপ্রদেশ), 30 মে : আবারও উত্তরপ্রদেশের ভয়াবহ এক দৃশ্য তোলপাড় ফেলে দিল দেশজুড়ে ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোভিডে মৃত একজনের দেহ ছুড়ে ফেলা হচ্ছে নদীতে ৷ ওই এলাকা দিয়ে গাড়িতে যাওয়ার সময় ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন এক দম্পতি ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷

এর আগেও যোগী আদিত্যনাথের রাজ্যে কোভিডে মৃতদের একের পর এক দেহ ভাসতে দেখা গিয়েছে গঙ্গায় ৷ নদীর উপকূলে বালির চড়েও পড়ে থাকতে দেখা গিয়েছে বহু দেহ ৷ সপ্তাহ দুয়েক আগে সেই ভয়ংকর ছবি দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ ৷ কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় যে, কোনওভাবেই যেন মৃতদেহ নদীতে ফেলা না-হয় ৷ উত্তরের বিভিন্ন রাজ্যকে চিঠি লিখে উপকূলের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছিল কেন্দ্র ৷ তবে এত কিছুর পরেও সেই উত্তরপ্রদেশেই ধরা পড়ল আবারও একই ছবি ৷

28 মে এক দম্পতি বলরামপুর দিয়ে যাওয়ার সময় এই ঘটনা দেখে তা শ্যুট করে নেন ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, পিপিই পরা এক ব্যক্তি ও আর একজন একটি মৃতদেহ টেনে তুলছে রাপ্তি নদীর উপরের একটি সেতুর রেলিং-এর উপর ৷ পিপিই পরা লোকটি দেহটি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছেন বলে দেখে মনে হচ্ছে ৷ পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক খবরটি নিশ্চিত করে জানান যে, মৃত ওই ব্যক্তির কোভিডেই প্রাণ গিয়েছে ৷ তাঁর আত্মীয়রা দেহটি নদীতে ফেলার চেষ্টা করছিলেন ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের

ভাইরাল সেই ভিডিয়ো

বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভিবি সিং জানিয়েছেন, "প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে, 25 মে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ তার তিনদিন পর তাঁর মৃত্যু হয় ৷ কোভিড প্রোটোকল মেনেই তাঁর দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয় ৷ তদন্তে দেখা গিয়েছে যে, আত্মীয়রাই দেহটি নদীতে ফেলে দিয়েছেন ৷ আমরা মামলা দায়ের করেছি ৷ কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷"

Last Updated : May 30, 2021, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.