ETV Bharat / bharat

UP By-Election Result 2022: মৈনপুরি লোকসভা উপনির্বাচনে 3 লক্ষের বেশি ভোটে জয়ী অখিলেশ-জায়া ডিম্পল - UP By Election Result 2022

প্রয়াত মুলায়ম সিং যাদবের মৈনপুরি লোকসভা আসনের উপনির্বাচনে (Mainpuri Lok Sabha By-Election) 2 লক্ষ 88 হাজার 461 ভোটে জয়ী তাঁর পুত্রবধূ ডিম্পল যাদব (Dimple Yadav) ৷ অখিলেশ পত্নিকে এই আসনে প্রার্থী করেছিল সমাজবাদী পার্টি ৷

up-by-election-mainpuri-result-2022 Dimple Yadav
up-by-election-mainpuri-result-2022 Dimple Yadav
author img

By

Published : Dec 8, 2022, 11:17 AM IST

Updated : Dec 8, 2022, 7:34 PM IST

মৈনপুরি, 8 ডিসেম্বর: মৈনপুরি লোকসভা উপনির্বাচনে (Mainpuri Lok Sabha By-Election) 2 লক্ষ 88 হাজার 461 ভোটে জয়ী সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব (Dimple Yadav) ৷ মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর মৈনপুরি লোকসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হয়েছে ৷ যেখানে কনৌজের প্রাক্তন সাংসদ তথা মুলায়ম সিং যাদবে পুত্রবধূ ডিম্পল যাদবকে দাঁড় করিয়েছিল সপা ৷ প্রয়াত শ্বশুরের আসনে লড়াই করে তাঁর প্রাপ্ত ভোট 6 লক্ষ 17 হাজার 625 ৷

ডিম্পল যাদবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রঘুরাজ শাক্য পেয়েছেন 3 লক্ষ 29 হাজার 489 ভোট ৷ এই বিপুল ব্যবধানে সপা প্রার্থী মৈনপুরি লোকসভা উপনির্বাচনে জয়লাভ করেছেন ৷ কারণ, এই বিপুল ব্যবধানকে টেক্কা দিয়ে সমাজবাদী পার্টি (Samajwadi Party)-র ডিম্পল যাদবকে হারানো বিজেপি প্রার্থী রঘুরাজ সিং শাক্যর (BJP candidate Raghuraj Singh Shakya) পক্ষে কার্যত অসম্ভব বলেই মনে করছে সাইকেল শিবির ৷

মুলায়মের মৃত্যুর পর, তাঁর মৈনপুরি লোকসভা কেন্দ্রটি খালি হয়ে যায় ৷ সেখানেই গুজরাত ও হিমাচলের নির্বাচনের সঙ্গে উপনির্বাচন করে কমিশন ৷ সেখানে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের স্ত্রী তথা কনৌজের প্রাক্তন সাংসদকে প্রার্থী করা হয় ৷ যে আসনে এবার 2 লক্ষের বেশি ভোটে জিতে লোকসভায় যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছেন ডিম্পল যাদব ৷ শতাংশের হিসেবে ডিম্পল যাদবের প্রাপ্ত ভোটের হার 64.08 শতাংশ ৷

আরও পড়ুন: গুজরাতে হিন্দু ভোট টানতে ‘এম-ফ্যাক্টর’কে অগ্রাহ্য বিজেপির !

প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত 10 অক্টোবর মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৈনপুরির সাংসদ তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং ৷ দীর্ঘদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন উত্তরপ্রদেশের 'নেতাজি' ৷ তবে, 2019 লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পর থেকেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷ এরপর শেষ কয়েকমাসে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে ৷

মৈনপুরি, 8 ডিসেম্বর: মৈনপুরি লোকসভা উপনির্বাচনে (Mainpuri Lok Sabha By-Election) 2 লক্ষ 88 হাজার 461 ভোটে জয়ী সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব (Dimple Yadav) ৷ মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর মৈনপুরি লোকসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হয়েছে ৷ যেখানে কনৌজের প্রাক্তন সাংসদ তথা মুলায়ম সিং যাদবে পুত্রবধূ ডিম্পল যাদবকে দাঁড় করিয়েছিল সপা ৷ প্রয়াত শ্বশুরের আসনে লড়াই করে তাঁর প্রাপ্ত ভোট 6 লক্ষ 17 হাজার 625 ৷

ডিম্পল যাদবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রঘুরাজ শাক্য পেয়েছেন 3 লক্ষ 29 হাজার 489 ভোট ৷ এই বিপুল ব্যবধানে সপা প্রার্থী মৈনপুরি লোকসভা উপনির্বাচনে জয়লাভ করেছেন ৷ কারণ, এই বিপুল ব্যবধানকে টেক্কা দিয়ে সমাজবাদী পার্টি (Samajwadi Party)-র ডিম্পল যাদবকে হারানো বিজেপি প্রার্থী রঘুরাজ সিং শাক্যর (BJP candidate Raghuraj Singh Shakya) পক্ষে কার্যত অসম্ভব বলেই মনে করছে সাইকেল শিবির ৷

মুলায়মের মৃত্যুর পর, তাঁর মৈনপুরি লোকসভা কেন্দ্রটি খালি হয়ে যায় ৷ সেখানেই গুজরাত ও হিমাচলের নির্বাচনের সঙ্গে উপনির্বাচন করে কমিশন ৷ সেখানে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের স্ত্রী তথা কনৌজের প্রাক্তন সাংসদকে প্রার্থী করা হয় ৷ যে আসনে এবার 2 লক্ষের বেশি ভোটে জিতে লোকসভায় যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছেন ডিম্পল যাদব ৷ শতাংশের হিসেবে ডিম্পল যাদবের প্রাপ্ত ভোটের হার 64.08 শতাংশ ৷

আরও পড়ুন: গুজরাতে হিন্দু ভোট টানতে ‘এম-ফ্যাক্টর’কে অগ্রাহ্য বিজেপির !

প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত 10 অক্টোবর মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৈনপুরির সাংসদ তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং ৷ দীর্ঘদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন উত্তরপ্রদেশের 'নেতাজি' ৷ তবে, 2019 লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পর থেকেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷ এরপর শেষ কয়েকমাসে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে ৷

Last Updated : Dec 8, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.