গুয়াহাটি, 25 ফেব্রুয়ারি: স্টার্ট-আপের স্বর্গরাজ্য অসম ৷ এমন দাবি করে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘অসম স্টার্ট-আপগুলির জন্য একটি গন্তব্যে পরিণত হচ্ছে ৷ শীঘ্রই উত্তর-পূর্ব ভারতের উৎপাদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে অসম।’’ প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও জানান, অসম একটি ‘অসীম সুযোগের দেশ’ হিসেবে আবির্ভূত হয়েছে ৷ বিরোধী গোষ্ঠীগুলির সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি এবং সীমান্ত বিরোধের সমস্যা মেটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি ‘অ্যাডভান্টেজ অসম 2.0 বিনিয়োগ এবং অবকাঠামো শীর্ষ সম্মেলন’-এর উদ্বোধন করেন ।
অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বলেন, ‘‘অসম শান্তি চুক্তি এবং সীমান্ত বিরোধ নিষ্পত্তি যত দ্রুত সম্ভব করা হবে ৷ অসম অসীম সুযোগের দেশ । রাজ্যটি দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। অসমের প্রাকৃতিক সম্পদ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসাবে কৌশলগত অবস্থান রাজ্যটিকে বিনিয়োগকারীদের জন্য একটি পছন্দের গন্তব্যে পরিণত করেছে ৷’’
তিনি বলেন, ‘‘অসম স্টার্ট-আপ ইউনিটগুলির জন্য একটি গন্তব্যে পরিণত হচ্ছে ৷ খুব তাড়াতাড়িই উত্তর-পূর্বের জন্য একটি উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে ।’’ প্রধানমন্ত্রীর মতে, বিজেপি’র শাসনকালে অসমের অর্থনীতি দ্বিগুণ হয়ে 6 লক্ষ কোটি টাকা হয়েছে ৷ তাঁর দাবি, অসমের এই উন্নয়ন ‘ডবল-ইঞ্জিন’ সরকারের প্রভাব ।
তিনি বলেন, ‘‘বিশ্বব্যাপী অস্থিতিশীলতার মধ্যে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে ৷ ভারতের বৃদ্ধির আশা মূলত তরুণদের কারণে যারা প্রতিনিয়ত দক্ষ হচ্ছেন । নতুন মধ্যবিত্তের মধ্যেও আশা আছে । তাঁরা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন ৷ তাঁদের নতুনভাবে উঠে আসার আকাঙ্খা রয়েছে যা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে । রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসনের পাশাপাশি সংস্কার ভারতে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশ্বের আশা জাগিয়েছে ৷’’