নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে 15 জন আপ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা ৷ সোমবার বিধানসভায় উপরাজ্যপাল বি সাক্সেনা ভাষণ দিচ্ছিলেন ৷ তখন বিরোধী দলনেতা অতিশী-সহ অন্য আপ বিধায়করা 'জয় ভীম' ও 'ভগৎ সিং অমর রহে' স্লোগান দিচ্ছিলেন ৷ এরপর অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা অতিশী-সহ 21 জন বিধায়ককে সাসপেন্ড করেন ৷
28 তারিখ পর্যন্ত দিল্লি বিধানসভায় তাঁরা উপস্থিত থাকতে পারবেন না ৷ এদিকে এদিনই বিধানসভায় আপ সরকারের আমলের হিসেবনিকেশ সংক্রান্ত ক্যাগ রিপোর্ট পেশ করে বিজেপি সরকার ৷ তাতে দিল্লি আবগারি দুর্নীতির অভিযোগ উঠেছে আপ সরকারের বিরুদ্ধে ৷
#WATCH | Delhi: Former CM and Delhi LoP Atishi says, " bjp has replaced the portrait of dr babasaheb bhimrao ambedkar with that of pm narendra modi...does the bjp think that pm modi is greater than dr babasaheb bhimrao ambedkar? when aap mlas raised the slogans of dr babasaheb… pic.twitter.com/f8TiZiunAU
— ANI (@ANI) February 25, 2025
গতকাল দিল্লি বিধানসভায় তিন দিন ব্যাপী অধিবেশনের সূচনা হয় ৷ প্রথম দিন মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংবিধানের স্থপতি বিআর আম্বেদকর ও শহিদ ভগৎ সিংয়ের ছবি সরানো নিয়ে বিক্ষোভ দেখান আপ বিধায়করা ৷ এরপর দ্বিতীয় দিনেও তাঁরা এর প্রতিবাদে বিধানসভার কক্ষে আম্বেদকর ও ভগৎ সিংয়ের নামে স্লোগান দিতে থাকেন ৷ এরপর তাঁদের সাসপেন্ড করেন অধ্যক্ষ ৷
এরপর বিধানসভা থেকে সাসপেন্ড হওয়া আপ বিধায়করা দিল্লি বিধানসভা চত্বরে ডঃ আম্বেদকরের মূর্তির নীচে বসে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ আপ বিধায়কদের অভিযোগ, বিজেপি সুপরিকল্পিতভাবে ভারতীয় সংবিধানের স্থপতি ভীমরাও আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে তাঁদের অপমান করেছে ৷ বিরোধী দলনেতা অতিশী-সহ সাসপেন্ড হওয়া আপ বিধায়করা 'জয় ভীম' ও 'ইনকিলাম জিন্দাবাদ' স্লোগান দিতে থাকেন ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অতিশী সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান ৷
বিরোধী দলনেতা অতিশী বলেন, "বিজেপি ডঃ বাবাসাহেব আম্বেদকরের ছবির জায়গায় নরেন্দ্র মোদির ছবি বসিয়েছে ৷ বিজেপি কি মনে করে যে, প্রধানমন্ত্রী মোদি ডঃ আম্বেদকরের তুলনায় অনেক বড় ৷ আপ বিধায়করা ডঃ আম্বেদকরের নামে স্লোগান দিতেই তাঁদের সাসপেন্ড করা হল ৷ কিন্তু, বিজেপি বিধায়করা যখন প্রধানমন্ত্রী মোদির নামে স্লোগান দিচ্ছিলেন, তখন তো কিছু বললেন না ৷ এর মানে বিজেপি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে ঘৃণা করে ৷"
এদিকে, ক্যাগ রিপোর্ট নিয়ে দিল্লির মন্ত্রী পরবেশ সাহিব সিং পাল্টা আপ বিধায়কদের আক্রমণ করে বলেন, "বিরোধীরা জানে যে ক্যাগ রিপোর্ট পেশ হবে ৷ তাই গতকাল থেকে তারা এই ধরনের আবহাওয়া তৈরি করছেন ৷ বিআর আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি নিয়ে ইস্যুটা ভুয়ো ৷ এরকম কোনও ইস্যু নেই ৷ ক্যাগ রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে, 2 হাজার 2 কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ আমি যতটুকু পড়েছি ৷ আগামিকাল এনিয়ে আলোচনা হবে ৷ তখন সবকিছু সামনে আসবে ৷ বিধায়করা এই বিষয়ে আলোচনা চান এবং অধ্যক্ষ তাতে অনুমতি দিয়েছেন ৷"