ETV Bharat / bharat

'প্রধানমন্ত্রী মোদি কি আম্বেদকরের চেয়েও মহান?', সাসপেন্ড হয়ে প্রশ্ন অতিশীর - DELHI ASSEMBLY SESSION

দিল্লি বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে ধুন্ধুমার কাণ্ড ৷ সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা অতিশী-সহ 21 জন বিধায়ক ৷ পেশ হল ক্যাগ রিপোর্ট ৷

Atishi and other AAP MLAs Protest in Delhi Assembly
বিক্ষোভ দেখাচ্ছেন অতিশী-সহ আপ বিধায়করা (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 5:25 PM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে 15 জন আপ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা ৷ সোমবার বিধানসভায় উপরাজ্যপাল বি সাক্সেনা ভাষণ দিচ্ছিলেন ৷ তখন বিরোধী দলনেতা অতিশী-সহ অন্য আপ বিধায়করা 'জয় ভীম' ও 'ভগৎ সিং অমর রহে' স্লোগান দিচ্ছিলেন ৷ এরপর অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা অতিশী-সহ 21 জন বিধায়ককে সাসপেন্ড করেন ৷

28 তারিখ পর্যন্ত দিল্লি বিধানসভায় তাঁরা উপস্থিত থাকতে পারবেন না ৷ এদিকে এদিনই বিধানসভায় আপ সরকারের আমলের হিসেবনিকেশ সংক্রান্ত ক্যাগ রিপোর্ট পেশ করে বিজেপি সরকার ৷ তাতে দিল্লি আবগারি দুর্নীতির অভিযোগ উঠেছে আপ সরকারের বিরুদ্ধে ৷

গতকাল দিল্লি বিধানসভায় তিন দিন ব্যাপী অধিবেশনের সূচনা হয় ৷ প্রথম দিন মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংবিধানের স্থপতি বিআর আম্বেদকর ও শহিদ ভগৎ সিংয়ের ছবি সরানো নিয়ে বিক্ষোভ দেখান আপ বিধায়করা ৷ এরপর দ্বিতীয় দিনেও তাঁরা এর প্রতিবাদে বিধানসভার কক্ষে আম্বেদকর ও ভগৎ সিংয়ের নামে স্লোগান দিতে থাকেন ৷ এরপর তাঁদের সাসপেন্ড করেন অধ্যক্ষ ৷

এরপর বিধানসভা থেকে সাসপেন্ড হওয়া আপ বিধায়করা দিল্লি বিধানসভা চত্বরে ডঃ আম্বেদকরের মূর্তির নীচে বসে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ আপ বিধায়কদের অভিযোগ, বিজেপি সুপরিকল্পিতভাবে ভারতীয় সংবিধানের স্থপতি ভীমরাও আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে তাঁদের অপমান করেছে ৷ বিরোধী দলনেতা অতিশী-সহ সাসপেন্ড হওয়া আপ বিধায়করা 'জয় ভীম' ও 'ইনকিলাম জিন্দাবাদ' স্লোগান দিতে থাকেন ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অতিশী সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান ৷

বিরোধী দলনেতা অতিশী বলেন, "বিজেপি ডঃ বাবাসাহেব আম্বেদকরের ছবির জায়গায় নরেন্দ্র মোদির ছবি বসিয়েছে ৷ বিজেপি কি মনে করে যে, প্রধানমন্ত্রী মোদি ডঃ আম্বেদকরের তুলনায় অনেক বড় ৷ আপ বিধায়করা ডঃ আম্বেদকরের নামে স্লোগান দিতেই তাঁদের সাসপেন্ড করা হল ৷ কিন্তু, বিজেপি বিধায়করা যখন প্রধানমন্ত্রী মোদির নামে স্লোগান দিচ্ছিলেন, তখন তো কিছু বললেন না ৷ এর মানে বিজেপি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে ঘৃণা করে ৷"

এদিকে, ক্যাগ রিপোর্ট নিয়ে দিল্লির মন্ত্রী পরবেশ সাহিব সিং পাল্টা আপ বিধায়কদের আক্রমণ করে বলেন, "বিরোধীরা জানে যে ক্যাগ রিপোর্ট পেশ হবে ৷ তাই গতকাল থেকে তারা এই ধরনের আবহাওয়া তৈরি করছেন ৷ বিআর আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি নিয়ে ইস্যুটা ভুয়ো ৷ এরকম কোনও ইস্যু নেই ৷ ক্যাগ রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে, 2 হাজার 2 কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ আমি যতটুকু পড়েছি ৷ আগামিকাল এনিয়ে আলোচনা হবে ৷ তখন সবকিছু সামনে আসবে ৷ বিধায়করা এই বিষয়ে আলোচনা চান এবং অধ্যক্ষ তাতে অনুমতি দিয়েছেন ৷"

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে 15 জন আপ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা ৷ সোমবার বিধানসভায় উপরাজ্যপাল বি সাক্সেনা ভাষণ দিচ্ছিলেন ৷ তখন বিরোধী দলনেতা অতিশী-সহ অন্য আপ বিধায়করা 'জয় ভীম' ও 'ভগৎ সিং অমর রহে' স্লোগান দিচ্ছিলেন ৷ এরপর অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা অতিশী-সহ 21 জন বিধায়ককে সাসপেন্ড করেন ৷

28 তারিখ পর্যন্ত দিল্লি বিধানসভায় তাঁরা উপস্থিত থাকতে পারবেন না ৷ এদিকে এদিনই বিধানসভায় আপ সরকারের আমলের হিসেবনিকেশ সংক্রান্ত ক্যাগ রিপোর্ট পেশ করে বিজেপি সরকার ৷ তাতে দিল্লি আবগারি দুর্নীতির অভিযোগ উঠেছে আপ সরকারের বিরুদ্ধে ৷

গতকাল দিল্লি বিধানসভায় তিন দিন ব্যাপী অধিবেশনের সূচনা হয় ৷ প্রথম দিন মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংবিধানের স্থপতি বিআর আম্বেদকর ও শহিদ ভগৎ সিংয়ের ছবি সরানো নিয়ে বিক্ষোভ দেখান আপ বিধায়করা ৷ এরপর দ্বিতীয় দিনেও তাঁরা এর প্রতিবাদে বিধানসভার কক্ষে আম্বেদকর ও ভগৎ সিংয়ের নামে স্লোগান দিতে থাকেন ৷ এরপর তাঁদের সাসপেন্ড করেন অধ্যক্ষ ৷

এরপর বিধানসভা থেকে সাসপেন্ড হওয়া আপ বিধায়করা দিল্লি বিধানসভা চত্বরে ডঃ আম্বেদকরের মূর্তির নীচে বসে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ আপ বিধায়কদের অভিযোগ, বিজেপি সুপরিকল্পিতভাবে ভারতীয় সংবিধানের স্থপতি ভীমরাও আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে তাঁদের অপমান করেছে ৷ বিরোধী দলনেতা অতিশী-সহ সাসপেন্ড হওয়া আপ বিধায়করা 'জয় ভীম' ও 'ইনকিলাম জিন্দাবাদ' স্লোগান দিতে থাকেন ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অতিশী সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান ৷

বিরোধী দলনেতা অতিশী বলেন, "বিজেপি ডঃ বাবাসাহেব আম্বেদকরের ছবির জায়গায় নরেন্দ্র মোদির ছবি বসিয়েছে ৷ বিজেপি কি মনে করে যে, প্রধানমন্ত্রী মোদি ডঃ আম্বেদকরের তুলনায় অনেক বড় ৷ আপ বিধায়করা ডঃ আম্বেদকরের নামে স্লোগান দিতেই তাঁদের সাসপেন্ড করা হল ৷ কিন্তু, বিজেপি বিধায়করা যখন প্রধানমন্ত্রী মোদির নামে স্লোগান দিচ্ছিলেন, তখন তো কিছু বললেন না ৷ এর মানে বিজেপি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে ঘৃণা করে ৷"

এদিকে, ক্যাগ রিপোর্ট নিয়ে দিল্লির মন্ত্রী পরবেশ সাহিব সিং পাল্টা আপ বিধায়কদের আক্রমণ করে বলেন, "বিরোধীরা জানে যে ক্যাগ রিপোর্ট পেশ হবে ৷ তাই গতকাল থেকে তারা এই ধরনের আবহাওয়া তৈরি করছেন ৷ বিআর আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি নিয়ে ইস্যুটা ভুয়ো ৷ এরকম কোনও ইস্যু নেই ৷ ক্যাগ রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে, 2 হাজার 2 কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ আমি যতটুকু পড়েছি ৷ আগামিকাল এনিয়ে আলোচনা হবে ৷ তখন সবকিছু সামনে আসবে ৷ বিধায়করা এই বিষয়ে আলোচনা চান এবং অধ্যক্ষ তাতে অনুমতি দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.