Tragic Fire Near Delhi Mundka Metro : 27 জনের প্রাণ কাড়ল দিল্লির অফিসের আগুন, অনেকে নিখোঁজ ; ক্ষতিপূরণ ঘোষণা মোদির - সিসিটিভি ক্যামেরা
বিকেল 4.45 মিনিট নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে যায় 30 ইঞ্জিন ৷ ইতিমধ্যে অনেকেই যে যেখান থেকে পেরেছে, প্রাণে বাঁচতে ঝাঁপ দিয়েছে ৷ দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে পুরুষ নাকি মহিলা চেনা যাচ্ছে না (Fire Near Delhi Mundka Metro Station) ৷
নয়াদিল্লি, 14 মে : দিল্লির বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 27 জন প্রাণ হারিয়েছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷ জখম 12 জন ৷ এনডিআরএফ দল 60-70 জনকে উদ্ধার করতে পেরেছে ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন (Tragic Fire incident near Mundka Metro Station charred to death several in New Delhi) ৷
শুক্রবার বিকেলের দিকে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি চারতলা বাণিজ্যিক বহুতলে আগুন লাগে ৷ বহুতলটির কাছে 544 নং পিলারটি রয়েছে ৷ দমকল বিভাগ জানিয়েছে, বিকেল 4.45 মিনিট নাগাদ তারা আগুন লাগার খবর পায় ৷ ঘটনাস্থলে পৌঁছয় 30টি ইঞ্জিন ৷ আগুন লাগে দোতলার একটি অফিসে ৷ সেখানে সিসিটিভি ক্যামেরা, রাউটার তৈরি হয় ৷ আগুনে দেহগুলি এমনভাবে ঝলসে গিয়েছে যে তারা পুরুষ কি নারী, তাও বোঝা যাচ্ছে না ৷ ডিসিপি সমীর শর্মা জানিয়েছেন, পুড়ে যাওয়া দেহগুলি চিনতে ফরেনসিক টিমের সাহায্য় নেওয়া হবে ৷ একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ কোম্পানির দু'জন মালিক হরিশ গোয়েল এবং বরুণ গোয়েলকে (Harish Goel and Varun Goel) গ্রেফতার করেছে পুলিশ ৷ এই দুর্ঘটনার পর বহুতলের মালিক মনীষ লাকরা (Manish Lakra) বেপাত্তা ৷
রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ রাত 10.50 মিনিট নাগাদ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) টুইট করে জানান, মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বিধ্বংসী আগুন নেভানো হয়েছে ৷ শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা 27 ৷ আরও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছেন না ৷ ওই বহুতলে জখম অবস্থায় কিছু লোক এখনও ভিতরে রয়েছেন বলেই খবর ৷ শুক্রবারের ঘটনার পর আগুনের গ্রাস থেকে বাঁচতে অনেকেই বহুতল থেকে ঝাঁপ দেন । জখম ব্যক্তিদের দিল্লির সঞ্জয় গান্ধি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ 13 মে রাতেই ওই বহুতলে কাজ করতেন, এমন অনেকের আত্মীয় ভিড় করেছেন হাসপাতালে ৷ যেমন অজিত তিওয়ারি তাঁর বোন মনিকার (21) খোঁজ করছিলেন ৷ তিনি বললেন, "গত মাসে বোন সিসিটিভি ক্যামেরা প্যাকেজিং ইউনিটের কাজে যোগ দেন ৷ বৃহস্পতিবারই তিনি প্রথমবার মাইনে পেয়েছিলেন ৷ আমরা 5টার সময় আগুন লাগার খবর জানতে পারি ৷ কিন্তু ও জানত না যে অফিসের বাড়িটায় আগুন লেগেছে ৷ 7টা বেজে গেলেও বাড়ি ফেরেনি বোন ৷ তারপর থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি ৷"
দমকল বিভাগের ডিভিশনাল অফিসার সতপল ভরদ্বাজ (Satpal Bhardwaj, Divisional Officer, Fire Department) বললেন, "আমরা 27টি দেহ উদ্ধার করেছি ৷ 12 জন আহত হয়েছেন ৷ বহুতলটিতে একটিই মাত্র সিঁড়ি রয়েছে ৷ হয়তো সে জন্যই সবাই বের হওয়ার সুযোগ পায়নি, বেরতে পারেনি ৷ আমার মনে হয়, বিল্ডিংটার এনওসি-ও (দমকল বিভাগ থেকে দেওয়া হয়) ঠিকঠাক নেই ৷"
-
Tragic fire in a building near Mundka Metro station. Fire doused, 20 bodies recovered. My condolences to families.
— Satyendar Jain (@SatyendarJain) May 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tragic fire in a building near Mundka Metro station. Fire doused, 20 bodies recovered. My condolences to families.
— Satyendar Jain (@SatyendarJain) May 13, 2022Tragic fire in a building near Mundka Metro station. Fire doused, 20 bodies recovered. My condolences to families.
— Satyendar Jain (@SatyendarJain) May 13, 2022
আরও পড়ুন : Uphaar cinema hall fire : প্রাণ কেড়েছিল 59 জনের, ফের আগুন দিল্লির অভিশপ্ত সিনেমা হলে
-
Extremely saddened by the loss of lives due to a tragic fire in Delhi. My thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Extremely saddened by the loss of lives due to a tragic fire in Delhi. My thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022Extremely saddened by the loss of lives due to a tragic fire in Delhi. My thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএমএনআরএফ থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে টুইট করে জানান, "দিল্লির এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা মারা গিয়েছে, তাঁদের জন্য অত্যন্ত খারাপ লাগছে ৷ নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি ৷"
-
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives in the fire in Delhi. The injured would be given Rs. 50,000 : PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives in the fire in Delhi. The injured would be given Rs. 50,000 : PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 13, 2022Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives in the fire in Delhi. The injured would be given Rs. 50,000 : PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 13, 2022
আরও পড়ুন : Delhi Azad Market Fire : দিল্লির আজাদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন