ETV Bharat / bharat

চাকা পিছলে গাড়ি পড়ল গভীর খাদে, মৃত 4 সেনা জওয়ান; আহত 2 - ARMY VEHICLE ACCIDENT

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় দুর্ঘটনার কবলে সেনা বাহিনীর গাড়ি ৷ মৃত সেনার সংখ্যা বেড়ে হয়েছে 4 ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

Bandipora Army Vehicle Accident
বান্দিপোরায় সেনার গাড়ি গভীর খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা (ছবি: ভারতীয় সেনার চিনার কোর)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 3:25 PM IST

Updated : Jan 4, 2025, 11:03 PM IST

বান্দিপোরা, 4 জানুয়ারি: ফের রাস্তায় পিছলে গিয়ে সেনার গাড়ি পড়ল গভীর খাদে ৷ শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার উলার ভিউপয়েন্ট নামক জায়গায় ৷ পথ দুর্ঘটনায় প্রথমে 2 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল ৷ পরে আরও 2 জনের মৃত্যু হয় ৷ আহত একজনের চিকিৎসা চলছে ৷

বান্দিপোরা জেলা হাসপাতালের সুপার ডাঃ মাসারাত ইকবাল ওয়ানি বলেন, "জখম অবস্থায় 5 জনকে এখানে নিয়ে আসা হয়েছিল ৷ তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছিল আগেই ৷ বাকি 3 জনের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ৷ তাঁদের শ্রীনগরে পাঠানো হয়েছে ৷" গাড়িতে ঠিক কতজন ছিলেন সেটা এখনও সঠিক জানা যায়নি ৷ পরে মৃতের সংখ্যা বেড়ে 4 হয় ৷

ভারতীয় সেনার চিনার কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, "4 জানুয়ারি কর্তব্যরত অবস্থায় বান্দিপোরা জেলায় ভারতীয় সেনার একটি গাড়ি পিছলে একটি খাদে পড়ে যায় ৷ প্রতিকূল আবহাওয়া এবং খারাপ দৃশ্যমানতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে ৷ স্থানীয় কাশ্মীরিরা সঙ্গে সঙ্গে আহত সেনাদের উদ্ধার করে ৷ তাঁদের সাহায্যে ওই আহত সেনাদের হাসপাতালে পাঠানো হয় ৷ আমরা ওই কাশ্মীরিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই ৷ দুর্ভাগ্যজনক যে, এই দুর্ঘটনায় তিনজন সাহসী সেনার মৃত্যু হয়েছে ৷ তাঁদের পরিবারের প্রতি ভারতীয় সেনার আন্তরিক সমবেদনা রইল ৷" পরে আরও একজন সেনার মৃত্যু হয়েছে ৷

এর 11 দিন আগে, 24 ডিসেম্বর সন্ধ্যায় একইভাবে সেনার গাড়ি পিছলে খাদে পড়ে যায় ৷ তাতে মৃত্যু হয় কমপক্ষে 5 সেনা জওয়ানের ৷ সরকারি সূত্রে খবর, সেদিন সন্ধ্যার সময় সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার সময় গাড়িটি রাস্তায় পিছলে খাদের মধ্যে পড়ে যায় ৷ সেনা সূত্রে জানা গিয়েছে, ওই খাদের গভীরতা 300-350 ফুট ৷ দুর্ঘটনাটি ঘটে ঘারোয়া এলাকায় ৷ সেনার গাড়িটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বানোই এলাকায় যাচ্ছিল ৷

এক পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে জানান, বালোনিতে এলওসি'র কাছে একটি গভীর খাদে সেনার গাড়ি পড়ে যায় ৷ তিনি বলেন, "গাড়িচালক-সহ 10 জন গুরুতর আহত হয়েছিলেন ৷ ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে সেনাদের উদ্ধার করে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত 10 জনের মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে ৷"

বান্দিপোরা, 4 জানুয়ারি: ফের রাস্তায় পিছলে গিয়ে সেনার গাড়ি পড়ল গভীর খাদে ৷ শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার উলার ভিউপয়েন্ট নামক জায়গায় ৷ পথ দুর্ঘটনায় প্রথমে 2 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল ৷ পরে আরও 2 জনের মৃত্যু হয় ৷ আহত একজনের চিকিৎসা চলছে ৷

বান্দিপোরা জেলা হাসপাতালের সুপার ডাঃ মাসারাত ইকবাল ওয়ানি বলেন, "জখম অবস্থায় 5 জনকে এখানে নিয়ে আসা হয়েছিল ৷ তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছিল আগেই ৷ বাকি 3 জনের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ৷ তাঁদের শ্রীনগরে পাঠানো হয়েছে ৷" গাড়িতে ঠিক কতজন ছিলেন সেটা এখনও সঠিক জানা যায়নি ৷ পরে মৃতের সংখ্যা বেড়ে 4 হয় ৷

ভারতীয় সেনার চিনার কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, "4 জানুয়ারি কর্তব্যরত অবস্থায় বান্দিপোরা জেলায় ভারতীয় সেনার একটি গাড়ি পিছলে একটি খাদে পড়ে যায় ৷ প্রতিকূল আবহাওয়া এবং খারাপ দৃশ্যমানতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে ৷ স্থানীয় কাশ্মীরিরা সঙ্গে সঙ্গে আহত সেনাদের উদ্ধার করে ৷ তাঁদের সাহায্যে ওই আহত সেনাদের হাসপাতালে পাঠানো হয় ৷ আমরা ওই কাশ্মীরিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই ৷ দুর্ভাগ্যজনক যে, এই দুর্ঘটনায় তিনজন সাহসী সেনার মৃত্যু হয়েছে ৷ তাঁদের পরিবারের প্রতি ভারতীয় সেনার আন্তরিক সমবেদনা রইল ৷" পরে আরও একজন সেনার মৃত্যু হয়েছে ৷

এর 11 দিন আগে, 24 ডিসেম্বর সন্ধ্যায় একইভাবে সেনার গাড়ি পিছলে খাদে পড়ে যায় ৷ তাতে মৃত্যু হয় কমপক্ষে 5 সেনা জওয়ানের ৷ সরকারি সূত্রে খবর, সেদিন সন্ধ্যার সময় সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার সময় গাড়িটি রাস্তায় পিছলে খাদের মধ্যে পড়ে যায় ৷ সেনা সূত্রে জানা গিয়েছে, ওই খাদের গভীরতা 300-350 ফুট ৷ দুর্ঘটনাটি ঘটে ঘারোয়া এলাকায় ৷ সেনার গাড়িটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বানোই এলাকায় যাচ্ছিল ৷

এক পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে জানান, বালোনিতে এলওসি'র কাছে একটি গভীর খাদে সেনার গাড়ি পড়ে যায় ৷ তিনি বলেন, "গাড়িচালক-সহ 10 জন গুরুতর আহত হয়েছিলেন ৷ ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে সেনাদের উদ্ধার করে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত 10 জনের মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে ৷"

Last Updated : Jan 4, 2025, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.