ETV Bharat / bharat

Hyderabad Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, প্রাণ গেল সুইগি ডেলিভারি বয়ের - হায়দরাবাদ

সোমবার ভোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) ৷ প্রাণ গেল সুইগির (Swiggy) এক ডেলিভারি বয়ের (Delivery Boy) ৷ আহত হলেন আরও অন্তত ছয়জন ৷ হায়দরাবাদের (Hyderabad) গাচিবৌলি (Gachibowli) এলাকার উইপ্রো মোড়ের ঘটনা ৷

Swiggy Delivery Boy lost life in a Road Accident at Gachibowli of Hyderabad
ভোররাতের দুর্ঘটনা কাড়ল প্রাণ ৷
author img

By

Published : Dec 26, 2022, 12:44 PM IST

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: উৎসবের মরশুমে মাতোয়ারা গোটা দেশ ৷ তারই মধ্যে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকতে হল হায়দরাবাদকে (Hyderabad) ৷ সোমবার ভোরে শহরের গাছিবৌলি (Gachibowli) এলাকায় ভয়াবহ পথদুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল এক যুবকের ৷ ওই যুবক খাবার সরবরাহকারী অ্যাপ সংস্থা (Food Delivery App) সুইগির (Swiggy) ডেলিভারি বয় (Delivery Boy) বলে জানা গিয়েছে ৷ একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ছ'জন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে একটি ডাম্পার (Dumper) নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চারটি চারচাকা গাড়ি এবং দু'টি দু'চাকার যানকে ধাক্কা মারে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুইগির ওই ডেলিভারি বয়ের ৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে, এদিন কাকভোরে উইপ্রো মোড়ের ঠিক কাছেই দুর্ঘটনাটি ঘটে ৷ সেই সময় ট্রাফিকের সিগন্যাল লাল থাকায় সংশ্লিষ্ট চারটি চারচাকা গাড়ি এবং দু'টি দু'চাকার যান পরপর দাঁড়িয়ে ছিল ৷ গাড়িগুলি অপেক্ষা করছিল সিগন্যাল সবুজ হওয়ার ৷ হঠাৎই দ্রুত গতিতে আসা ডাম্পারটি সেখানে পৌঁছয় ৷ সিগন্যাল লাল থাকা সত্ত্বেও পেল্লায় মালবাহী যানটি থামাতে পারেননি চালক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে অপেক্ষারত সবক'টি গাড়িকে পিষে দেন তিনি ৷ এতে দুর্ঘটনাগ্রস্ত সবক'টি গাড়িই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ৷ প্রাণ যায় ওই যুবকের ৷ অন্য়ান্য গাড়িতে থাকা সওয়ারিরাও গুরুতর জখম হন ৷ সেইসঙ্গে, ডাম্পারটিও ক্ষতিগ্রস্ত হয় ৷

আরও পড়ুন: কচ্ছের খাদানে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, চলছে তল্লাশি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুইগি ডেলিভারি বয়ের নাম নাসির ৷ একটি অর্ডারের জন্য স্থানীয় একটি হোটেল থেকে খাবার সংগ্রহ করতে যাচ্ছিলেন তিনি ৷ তার আগেই সব শেষ ৷ এছাড়াও, এই দুর্ঘটনায় এক যুবকের পা ভেঙে যায় ৷ তাঁর নাম আবদুল ৷ তিনি ছাত্র ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় তেলাঙ্গানা পুলিশের একটি দল ৷ তারা উদ্ধারকাজ শুরু করে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ ঘঠনায় অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্ত ডাম্পারচালককেও ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাম্পারের ব্রেক কাজ করছিল না ৷ সেই কারণেই সিগন্যালে সেটি থামাতে পারেননি চালক ৷ কিন্তু, এই ত্রুটি কখন, কীভাবে তৈরি হল, চালক কেন আগে সমস্যা বুঝতে পারেননি, এসব জানতে তাঁকে জেরা করছে পুলিশ ৷

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: উৎসবের মরশুমে মাতোয়ারা গোটা দেশ ৷ তারই মধ্যে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকতে হল হায়দরাবাদকে (Hyderabad) ৷ সোমবার ভোরে শহরের গাছিবৌলি (Gachibowli) এলাকায় ভয়াবহ পথদুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল এক যুবকের ৷ ওই যুবক খাবার সরবরাহকারী অ্যাপ সংস্থা (Food Delivery App) সুইগির (Swiggy) ডেলিভারি বয় (Delivery Boy) বলে জানা গিয়েছে ৷ একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ছ'জন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে একটি ডাম্পার (Dumper) নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চারটি চারচাকা গাড়ি এবং দু'টি দু'চাকার যানকে ধাক্কা মারে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুইগির ওই ডেলিভারি বয়ের ৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে, এদিন কাকভোরে উইপ্রো মোড়ের ঠিক কাছেই দুর্ঘটনাটি ঘটে ৷ সেই সময় ট্রাফিকের সিগন্যাল লাল থাকায় সংশ্লিষ্ট চারটি চারচাকা গাড়ি এবং দু'টি দু'চাকার যান পরপর দাঁড়িয়ে ছিল ৷ গাড়িগুলি অপেক্ষা করছিল সিগন্যাল সবুজ হওয়ার ৷ হঠাৎই দ্রুত গতিতে আসা ডাম্পারটি সেখানে পৌঁছয় ৷ সিগন্যাল লাল থাকা সত্ত্বেও পেল্লায় মালবাহী যানটি থামাতে পারেননি চালক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে অপেক্ষারত সবক'টি গাড়িকে পিষে দেন তিনি ৷ এতে দুর্ঘটনাগ্রস্ত সবক'টি গাড়িই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ৷ প্রাণ যায় ওই যুবকের ৷ অন্য়ান্য গাড়িতে থাকা সওয়ারিরাও গুরুতর জখম হন ৷ সেইসঙ্গে, ডাম্পারটিও ক্ষতিগ্রস্ত হয় ৷

আরও পড়ুন: কচ্ছের খাদানে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, চলছে তল্লাশি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুইগি ডেলিভারি বয়ের নাম নাসির ৷ একটি অর্ডারের জন্য স্থানীয় একটি হোটেল থেকে খাবার সংগ্রহ করতে যাচ্ছিলেন তিনি ৷ তার আগেই সব শেষ ৷ এছাড়াও, এই দুর্ঘটনায় এক যুবকের পা ভেঙে যায় ৷ তাঁর নাম আবদুল ৷ তিনি ছাত্র ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় তেলাঙ্গানা পুলিশের একটি দল ৷ তারা উদ্ধারকাজ শুরু করে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ ঘঠনায় অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্ত ডাম্পারচালককেও ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাম্পারের ব্রেক কাজ করছিল না ৷ সেই কারণেই সিগন্যালে সেটি থামাতে পারেননি চালক ৷ কিন্তু, এই ত্রুটি কখন, কীভাবে তৈরি হল, চালক কেন আগে সমস্যা বুঝতে পারেননি, এসব জানতে তাঁকে জেরা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.