ETV Bharat / bharat

Rajiv Gandhi Assassination Case : রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অন্যতম দোষী পেরারিভালানকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

জেল থেকে ছাড়া পাচ্ছেন দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজীব গান্ধি হত্যাকাণ্ডে দোষী এ জি পেরারিভালান ৷ যাবজ্জীবন কারাদণ্ডে 30 বছরেরও বেশি সময় তিনি জেলে কাটিয়েছেন ৷ বন্দি অবস্থায় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি (Rajiv Gandhi Assassination Case) ৷

Rajiv Gandhi  Assassination Convict A G Perarivalan
রাজীব গান্ধার হত্যাকারী পেরারিভালান
author img

By

Published : May 18, 2022, 12:14 PM IST

Updated : May 18, 2022, 1:14 PM IST

নয়াদিল্লি, 18 মে : মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ 30 বছরেরও বেশি সময় জেল খেটেছেন ৷ তাই বুধবার দেশের সর্বোচ্চ আদালত রাজীব গান্ধি হত্যাকাণ্ডে জড়িত এ জি পেরারিভালানকে কারাবাস থেকে মুক্তির নির্দেশ দিল (SC orders release of A G Perarivalan in Rajiv Gandhi assassination case) ৷

বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ সংবিধানের 142 নং ধারায় এই নির্দেশ দেন ৷ বেঞ্চ জানায়, "কিছু বিষয় খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্টেট ক্যাবিনেট ৷ 142 ধারা অনুযায়ী দোষীকে মুক্তি দেওয়া যায় ৷" এই ধারা সুপ্রিম কোর্টের আদেশ এবং ফরমান সংক্রান্ত ৷

পেরারিভালান দীর্ঘদিন জেলে বন্দি ছিলেন এবং এসময় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি ৷ তাই 9 মার্চ সর্বোচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছিল ৷

আরও পড়ুন : SC Grants Bail to Rajiv Gandhi's Convict : তিন দশক পর রাজীব গান্ধির হত্যাকারীকে জামিন সুপ্রিম কোর্টের

1991 সালের 21 মে রাতে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান রাজীব গান্ধি ৷ নির্বাচনী প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি ৷ আত্মঘাতী বোমা বিস্ফোরণটি ঘটিয়েছিলেন ধানু নামের এক মহিলা ৷

1999 সালে সুপ্রিম কোর্ট এ ঘটনায় দোষী চারজন- পেরারিভালান, মুরুগান, সান্থাম এবং নলিনীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে ৷ 2014-র 18 ফেব্রুয়ারি পেরারিভালানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে থেকে আজীবন কারাবাসের কথা ঘোষণা করে আদালত ৷ এছাড়া সান্থাম এবং মুরুগানের ক্ষেত্রেও একই সাজার নির্দেশ দেওয়া হয় ৷ কারণ কেন্দ্র তাঁদের ক্ষমার আবেদনে সিদ্ধান্ত নিতে 11 বছর দেরি করেছে ৷

বছর পঞ্চাশের পেরারিভালানের মাল্টি ডিসিপ্লিনারি মনিটরিং এজেন্সি প্রোব সম্পূর্ণ হয়েছে ৷ তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ খারিজের আবেদন জানান ৷

নয়াদিল্লি, 18 মে : মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ 30 বছরেরও বেশি সময় জেল খেটেছেন ৷ তাই বুধবার দেশের সর্বোচ্চ আদালত রাজীব গান্ধি হত্যাকাণ্ডে জড়িত এ জি পেরারিভালানকে কারাবাস থেকে মুক্তির নির্দেশ দিল (SC orders release of A G Perarivalan in Rajiv Gandhi assassination case) ৷

বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ সংবিধানের 142 নং ধারায় এই নির্দেশ দেন ৷ বেঞ্চ জানায়, "কিছু বিষয় খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্টেট ক্যাবিনেট ৷ 142 ধারা অনুযায়ী দোষীকে মুক্তি দেওয়া যায় ৷" এই ধারা সুপ্রিম কোর্টের আদেশ এবং ফরমান সংক্রান্ত ৷

পেরারিভালান দীর্ঘদিন জেলে বন্দি ছিলেন এবং এসময় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি ৷ তাই 9 মার্চ সর্বোচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছিল ৷

আরও পড়ুন : SC Grants Bail to Rajiv Gandhi's Convict : তিন দশক পর রাজীব গান্ধির হত্যাকারীকে জামিন সুপ্রিম কোর্টের

1991 সালের 21 মে রাতে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান রাজীব গান্ধি ৷ নির্বাচনী প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি ৷ আত্মঘাতী বোমা বিস্ফোরণটি ঘটিয়েছিলেন ধানু নামের এক মহিলা ৷

1999 সালে সুপ্রিম কোর্ট এ ঘটনায় দোষী চারজন- পেরারিভালান, মুরুগান, সান্থাম এবং নলিনীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে ৷ 2014-র 18 ফেব্রুয়ারি পেরারিভালানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে থেকে আজীবন কারাবাসের কথা ঘোষণা করে আদালত ৷ এছাড়া সান্থাম এবং মুরুগানের ক্ষেত্রেও একই সাজার নির্দেশ দেওয়া হয় ৷ কারণ কেন্দ্র তাঁদের ক্ষমার আবেদনে সিদ্ধান্ত নিতে 11 বছর দেরি করেছে ৷

বছর পঞ্চাশের পেরারিভালানের মাল্টি ডিসিপ্লিনারি মনিটরিং এজেন্সি প্রোব সম্পূর্ণ হয়েছে ৷ তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ খারিজের আবেদন জানান ৷

Last Updated : May 18, 2022, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.