কলকাতা, 28 নভেম্বর: এবার বিধানসভায় আরজি কর আন্দোলন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বাস্থ্যসাথীর কার্ডের অপব্যবহারের অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন তিনি ।
বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল বিধায়ক সমীর পাঁজা । তাঁর প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যসাথীর টাকা নয় ছয়ের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন তিনি বলেন, "আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন । আমাদের কাছে প্রমাণও রয়েছে । জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।"
বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে ৷ বৃহস্পতিবার ছিল তার চতুর্থ দিন ৷ প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই পাথরপ্রতিমার বিধায়ক সমীর পাঁজা প্রশ্ন করেন, "আমরা শুনেছি যখন আরজি করের আন্দোলন চলছিল, তখন স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হয়েছে ৷ স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতি হয়েছে, সে বিষয়ে রাজ্য জানে ?"
জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "কখনও কখনও অপ্রিয় সত্য কথা বলতে নেই । অনেকগুলো মামলা হয়েছে এবং আমাদের অনেকগুলি টাকা বেরিয়ে গিয়েছে । যেহেতু আরজি করের মামলাটা বিচারাধীন । এটা আমরা ধরতে পেরেছি । অনেক সরকারি হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে বেসরকারি ক্ষেত্রে তাঁরা পরিষেবা দিয়েছে ৷ যদি এই নিয়ে বিস্তারিত তথ্য চান, বলব একটু অপেক্ষা করুন । আমি খুব ভালো করে তদন্ত করছি । অনেকটাই তথ্য পাওয়া গিয়েছে । যদি আর কিছু তথ্য পাওয়া বাকি থাকে, তাই ডবল ক্রস চেক হচ্ছে ৷"
মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা অপব্যবহারের 520টা মামলা ধরা পড়েছে ৷ আরজি কর আন্দোলনের সময় বেসরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা দিয়েছেন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা ৷ কেউ কেউ স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা নিয়ে পরিষেবা দিয়েছেন ৷ অথচ তাঁরা সরকারি হাসপাতালে কাজে যোগ না দিয়ে আন্দোলন করেছেন বলে অভিযোগ ৷
মুখ্যমন্ত্রী এ দিন বিধানসভায় আরও বলেন, "একটা প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা । আমি আরজি কর প্রসঙ্গে বলছি না, সবকিছু নিয়েই বলছি । স্বাস্থ্যসাথীর টাকা যে বা যারা অপব্যবহার করেছেন । এটা আমাদের টাকা নয়, জনগণের টাকা । জনগণের একটা টাকাও অপব্যবহার করা হলে আমি তা মেনে নেব না ।"
নাম না করে আরজি করের আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্য করেই তিনি বলেন, "আপনাকে যেকোনও একটা সিদ্ধান্ত নিতে হবে ৷ নয় আপনি কাজ করবেন । অথবা করবেন না । আপনি কাজও করলেন না তবে অন্য পথ দিয়ে গিয়ে টাকা নিলেন, এটার শাস্তি হবে । হঠাৎ করে স্বৈরাচারী সিদ্ধান্ত নেওয়া যায় না । ভালোভাবে তদন্ত করে তারপরে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে ।"