ETV Bharat / bharat

Record Fall in Rupee : ভারতীয় মুদ্রার মূল্যে সর্বকালীন পতন, ডলার পিছু দাম পৌঁছলো 77.50 টাকায় - টাকার দামে রেকর্ড পতন

টাকার দামে রেকর্ড পতন হয়েছে সোমবার (Record Fall in Rupee) ৷ টাকার দামে এদিন 60 পয়সা পতন হয়েছে ৷

fall in rupee price
ভারতীয় মুদ্রার মূল্যে সর্বকালীন পতন
author img

By

Published : May 9, 2022, 10:51 PM IST

মুম্বই, 9 মে : দেশের অর্থনীতিতে উদ্বেগ বাড়িয়ে ডলারের তুলনায় রেকর্ড পতন হল টাকার দামে ৷ সোমবার শেয়ার বাজার বন্ধের সময় প্রতি ডলার পিছু টাকার মূল্য দাঁড়িয়েছে 77 টাকা 50 পয়সা (Record Fall in Rupee) ৷ যা রেকর্ড ৷ শুক্রবার বাজার বন্ধের সময় ভারতীয় মুদ্রার এই মূল্য ছিল ডলারপিছু 76 টাকা 90 পয়সা ৷ অর্থাৎ এদিন 60 পয়সা পতন হয়েছে টাকার দামে ৷

আরও পড়ুন : ইলন মাস্ককে ভারতে বিনিয়োগের আবেদন সেরাম কর্তার

এদিন বাজারে লেনদেন চলাকালীন এক সময় টাকার মূল্য পৌঁছে যায় 77 টাকা 58 পয়সায় ৷ পরে অবশ্য কিছুটা উপরে উঠে থিতু হয় টাকা ৷ এদিন শেয়ার বাজার খোলার সময়েই ভারতীয় মূদ্রার মূল্য ছিল ডলার পিছু 77.17 টাকা ৷ এর আগে গত 7 মার্চ প্রতি ডলারে 76.98 টাকায় পৌঁছেছিল ভারতীয় মুদ্রার দাম ৷ এতদিন এটাই ছিল টাকার সর্বোচ্চ পতন ৷ এদিন সেই অঙ্কও ছাপিয়ে গেল টাকার দাম ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.