নয়াদিল্লি, 13 ডিসেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang sector) ভারত ও চিনের সেনার মুখোমুখি সংঘর্ষ (India-China Faceoff) নিয়ে মঙ্গলবার লোকসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ গত 9 ডিসেম্বরের চিনা পিএলএ-র (Chinese PLA) সঙ্গে ওই সংঘর্ষ হয় ৷ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে চিনের পিপলস লিবারেশন আর্মিকে রুখে দিয়েছে ৷
তিনি আরও জানান, দুই তরফেই স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে ৷ কূটনৈতিক মাধ্যমে চিনের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা হয়েছে ৷ গত 11 ডিসেম্বর এই নিয়ে দুই দেশের স্থানীয় কমান্ডাররা বৈঠক করেছেন ৷ সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়েছে ৷
লোকসভায় রাজনাথ সিং আরও জানিয়েছেন যে এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি ৷ তবে দু’পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন ৷ তবে কোনও ভারতীয় জওয়ানের আঘাত গুরুতর নয় ৷ ভবিষ্যতে এমন কোনও প্রচেষ্টা চিনের তরফে করা হলে, তখনও কড়া জবাব দেওয়া হবে ৷ সংসদ ভারতীয় সেনার দক্ষতা ও সক্ষমতার উপর ভরসা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব লাদাখে দুই পক্ষের মধ্যে 30 মাসেরও বেশি সময় ধরে সীমান্ত বিবাদ চলছে ৷ তার মধ্যে গত শুক্রবার আবার ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চিনা পিপলস লিবারেশন আর্মি ৷ সেনা বাহিনীর (Indian Army) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত 9 ডিসেম্বর পিএলএ সৈন্যরা তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানোর চেষ্টা করে ৷ ভারতীয় জওয়ানরা দৃঢ়ভাবে তা প্রতিহত করেছে ৷ এই মুখোমুখি সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন সামান্য আহত হন ৷
এদিকে এই ইস্যুতে এদিন উত্তপ্ত হয়ে সংসদ ৷ প্রতিরক্ষামন্ত্রীর ভাষণের পর বিরোধীরা ওয়াকআউট করে লোকসভা থেকে ৷ এদিন বিরোধীদের হইহট্টগোল নিয়ে সমালোচনায় সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর দাবি, রাজীব গান্ধি ফাউন্ডেশন নিয়ে অস্বস্তি এড়াতে কংগ্রেস লোকসভায় ভারত-চিন সংঘর্ষ নিয়ে হইচই করেছে ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিবৃতি দেবেন বলার পরও গোলমাল করেছে বিরোধীরা ৷
আরও পড়ুন: তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষ নিয়ে লোকসভায় বিরোধীদের হট্টগোলের সমালোচনা অমিত শাহের