ETV Bharat / bharat

Rahul Gandhi: 'বিজেপি যা করছে তা হিন্দুত্ব নয়,' প্যারিস থেকে কটাক্ষ রাহুলের - rahul gandhi slams bjp

রবিবার প্যারিসে এক আলোচনাসভায় যোগ দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ প্রশ্ন তুললেন বিজেপির হিন্দুত্ব নিয়ে ৷

ETV Bharat
রাহুল গান্ধি
author img

By PTI

Published : Sep 10, 2023, 5:25 PM IST

প্যারিস, 10 সেপ্টেম্বর: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের একবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ রবিবার প্যারিসে পড়ুয়া ও শিক্ষাবিদদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দিয়ে রাহুল অভিযোগ করেন, ভারতের বর্তমান শাসকদল যেনতেন প্রকারে ক্ষমতা দখলে মরিয়া এবং তাদের আচরণে হিন্দুত্বের কোনও প্রকাশ মেলে না ৷ এদিন প্যারিসের দ্য সায়েন্সেস পিও বিশ্ববিদ্যালয়ে এই আলোচনাচক্রে যোগ দেন রাহুল গান্ধি ৷ প্যারিসের এই প্রতিষ্ঠানটি ফ্রান্সের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান বলে পরিচিত ৷

53 বছরের রাহুল এদিনের আলোচনায় 'ভারত জোড়ো যাত্রা', বিরোধী জোট, ভারতের গণতান্ত্রিক কাঠামো-সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও বক্তব্য রাখেন ৷ রাহুল এদিন বলেন, "বিরোধীরা দেশের আত্মাকে বাঁচানোর লড়াইয়ে নেমেছে, এতে সফল হলেই দেশ বর্তমান সমস্যা থেকে মুক্তি পাবে ৷" ভারতে হিন্দু জাতীয়তাবাদ বাড়ছে কি না এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রাহুল বলেন, "আমি গীতা পড়েছি ৷ আমি উপনিষদ পড়েছি, অনেক হিন্দু বই পড়েছি ৷ কিন্তু বিজেপি যে হিন্দুত্বের প্রচার করছে তার কথা কোথাও লেখা নেই ৷ বিজেপি যা করছে তা হিন্দুত্ব নয় ৷"

  • INDIA, Bharat Jodo Yatra, Geo-politics, Cronyism and other national & global issues - An engaging conversation with the students and faculty at Sciences PO University, Paris, France.

    Watch the full video on my YouTube Channel:https://t.co/emcHLwBQoI pic.twitter.com/COXVM1zcAL

    — Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপি হিন্দুত্বের প্রচারের সমালোচনা করে কংগ্রেস সাংসদ রাহুল এদিন বলেন, "দুর্বলের উপর আক্রমণ করতে হবে, তাদের ভয় দেখাতে হবে এরকম কোনও কথা আমি কোন হিন্দু বইতে পড়িনি, কোনও হিন্দুর মুখেও কোনওদিন শুনিনি ৷ তাই হিন্দু জাতীয়তাবাদী এই কথাটি ভুল ৷ যারা এসব করে তারা হিন্দু জাতীয়তাবাদী নয় ৷ হিন্দুত্বের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ এই ধরনের মানুষ যেকোনও মূল্যে ক্ষমতার দখল নিতে চায় এবং ক্ষমতা পেতে এরা যা ইচ্ছে তা করতে পারে ৷ এরা চায় দু-একজনের ক্ষমতা বজায় রাখা ৷ এদের সঙ্গে হিন্দুত্বের কোনও যোগ নেই ৷"

আরও পড়ুন: জি20-তে পরিবেশ নিয়ে মোদির মন্তব্য নিছক ভণ্ডামি, তোপ রমেশের

দেশের 60 শতাংশ মানুষ বিরোধীদলগুলির পক্ষে ভোট দিয়েছে ও শাসক বিজেপির পক্ষে যে মাত্র 40 শতাংশ ভোট পড়েছে, এদিন সেই কথাও জানিয়েছেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, দেশের সিংহভাগ মানুষ বিজেপির পক্ষে ভোট দেয় এই দাবি ভুল ৷ রাহুলের কথায়, "দেশের বেশিরভাগ মানুষ আমাদের পক্ষেই ভোট দেন ৷" দেশের নাম বদল বিতর্কে রাহুল গান্ধি রবিবার বলেন, "সংবিধানে লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত (ইন্ডিয়া যা হল ভারত), একটি যুক্তরাষ্ট্র ৷ সুতরাং ভারত হোক বা ইন্ডিয়া এই রাজ্যগুলি যুক্ত হয়েই দেশ গঠিত হয়েছে ৷ তাই গুরুত্বপূর্ণ হল দেশের সব মানুষের কথা শোনা, কোনও আওয়াজকে না দমানো ৷" (পিটিআই)

প্যারিস, 10 সেপ্টেম্বর: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের একবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ রবিবার প্যারিসে পড়ুয়া ও শিক্ষাবিদদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দিয়ে রাহুল অভিযোগ করেন, ভারতের বর্তমান শাসকদল যেনতেন প্রকারে ক্ষমতা দখলে মরিয়া এবং তাদের আচরণে হিন্দুত্বের কোনও প্রকাশ মেলে না ৷ এদিন প্যারিসের দ্য সায়েন্সেস পিও বিশ্ববিদ্যালয়ে এই আলোচনাচক্রে যোগ দেন রাহুল গান্ধি ৷ প্যারিসের এই প্রতিষ্ঠানটি ফ্রান্সের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান বলে পরিচিত ৷

53 বছরের রাহুল এদিনের আলোচনায় 'ভারত জোড়ো যাত্রা', বিরোধী জোট, ভারতের গণতান্ত্রিক কাঠামো-সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও বক্তব্য রাখেন ৷ রাহুল এদিন বলেন, "বিরোধীরা দেশের আত্মাকে বাঁচানোর লড়াইয়ে নেমেছে, এতে সফল হলেই দেশ বর্তমান সমস্যা থেকে মুক্তি পাবে ৷" ভারতে হিন্দু জাতীয়তাবাদ বাড়ছে কি না এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রাহুল বলেন, "আমি গীতা পড়েছি ৷ আমি উপনিষদ পড়েছি, অনেক হিন্দু বই পড়েছি ৷ কিন্তু বিজেপি যে হিন্দুত্বের প্রচার করছে তার কথা কোথাও লেখা নেই ৷ বিজেপি যা করছে তা হিন্দুত্ব নয় ৷"

  • INDIA, Bharat Jodo Yatra, Geo-politics, Cronyism and other national & global issues - An engaging conversation with the students and faculty at Sciences PO University, Paris, France.

    Watch the full video on my YouTube Channel:https://t.co/emcHLwBQoI pic.twitter.com/COXVM1zcAL

    — Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপি হিন্দুত্বের প্রচারের সমালোচনা করে কংগ্রেস সাংসদ রাহুল এদিন বলেন, "দুর্বলের উপর আক্রমণ করতে হবে, তাদের ভয় দেখাতে হবে এরকম কোনও কথা আমি কোন হিন্দু বইতে পড়িনি, কোনও হিন্দুর মুখেও কোনওদিন শুনিনি ৷ তাই হিন্দু জাতীয়তাবাদী এই কথাটি ভুল ৷ যারা এসব করে তারা হিন্দু জাতীয়তাবাদী নয় ৷ হিন্দুত্বের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ এই ধরনের মানুষ যেকোনও মূল্যে ক্ষমতার দখল নিতে চায় এবং ক্ষমতা পেতে এরা যা ইচ্ছে তা করতে পারে ৷ এরা চায় দু-একজনের ক্ষমতা বজায় রাখা ৷ এদের সঙ্গে হিন্দুত্বের কোনও যোগ নেই ৷"

আরও পড়ুন: জি20-তে পরিবেশ নিয়ে মোদির মন্তব্য নিছক ভণ্ডামি, তোপ রমেশের

দেশের 60 শতাংশ মানুষ বিরোধীদলগুলির পক্ষে ভোট দিয়েছে ও শাসক বিজেপির পক্ষে যে মাত্র 40 শতাংশ ভোট পড়েছে, এদিন সেই কথাও জানিয়েছেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, দেশের সিংহভাগ মানুষ বিজেপির পক্ষে ভোট দেয় এই দাবি ভুল ৷ রাহুলের কথায়, "দেশের বেশিরভাগ মানুষ আমাদের পক্ষেই ভোট দেন ৷" দেশের নাম বদল বিতর্কে রাহুল গান্ধি রবিবার বলেন, "সংবিধানে লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত (ইন্ডিয়া যা হল ভারত), একটি যুক্তরাষ্ট্র ৷ সুতরাং ভারত হোক বা ইন্ডিয়া এই রাজ্যগুলি যুক্ত হয়েই দেশ গঠিত হয়েছে ৷ তাই গুরুত্বপূর্ণ হল দেশের সব মানুষের কথা শোনা, কোনও আওয়াজকে না দমানো ৷" (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.