ETV Bharat / sports

নিজামের শহরে দাপুটে জয় দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার - SANTOSH TROPHY

গ্রুপ লিগের প্রথম ম্যাচে জম্মু-কাশ্মীরকে হারাল বাংলা ৷ এই জয়ের ফলে বাংলার পরের ম্যাচগুলোয় নামার আগে আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়বে ৷

Bengal Football Team
হায়দরাবাদে জম্মু-কাশ্মীরকে হারানোর পর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 14, 2024, 10:53 PM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: নিজামের শহরে জয় দিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে যাত্রা শুরু বাংলার ৷ গ্রুপ লিগের প্রথম ম্যাচে হায়দরাবাদে শনিবার তারা 3-1 গোলে হারাল জম্মু-কাশ্মীরকে ৷

প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলার পায়ে ৷ রাশ শক্ত করে ধরতে সাহায্য করল 4 মিনিটে প্রথম গোল পেয়ে যাওয়া ৷ সুপ্রতীক হাজরার কর্নার থেকে হেডে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা ৷ প্রাথমিক পর্বেও দাপট দেখিয়েছিল বাংলা ৷ জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলা দল প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে ৷ ঠিক কল্যাণীতে যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন হায়দরাবাদে শুরু বাংলার ৷ ফলশ্রুতিতে দ্বিতীয় গোল আসে 12 মিনিটে ৷

এবার ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা ৷ প্রাথমিক পর্বে তাঁকে কোচ সঞ্জয় সেন পরিবর্ত হিসেবে ব্যবহার করেছিলেন ৷ মূলপর্বের প্রথম ম্যাচে প্রথম একাদশে ফিরলেন নরহরি ৷ এবং গোল করে কোচের আস্থার মর্যাদার রাখলেন ৷ শুরুতেই দু'গোলের ধাক্কা, যা সামলাতে সামলাতেই ছন্দপতন জম্মু-কাশ্মীরের ৷ তাদের অসহায় দিগভ্রান্ত ফুটবল বাংলা দলের কাজটা সহজ করে দেয় ৷

Jammu and Kashmir vs Bengal
হায়দরাবাদে জম্মু-কাশ্মীরের সঙ্গে বাংলার খেলা (ইটিভি ভারত)

বিরতির আগে দু'গোলে এগিয়ে যাওয়ার ছবিতেই বোঝা গিয়েছিল বড় ভুল না করলে সন্তোষের মূল পর্বের শুরুটা জয় দিয়েই করছেন সঞ্জয় সেনের ছেলেরা ৷ দলকে আত্মতুষ্ট হতে বারণ করেন সঞ্জয় সেন ৷ তাই দু'গোলে এগিয়ে যাওয়ায় আত্মতুষ্ট হওয়া নয় প্রতিপক্ষকে আরও চেপে ধরার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ 47 মিনিটে দর্শনীয় গোল করেন বিক্রম প্রধান, যা কোচের আক্রমনাত্মক মানসিকতারই ফসল ৷

খেলার শেষ দিকে একটি গোল করে ব্যবধান কমায় জম্মু-কাশ্মীর ৷ এই জয়ের ফলে বাংলার পরের ম্যাচগুলোয় নামার আগে আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়বে ৷ মূলপর্বের লড়াইটা সহজ হবে না ধরে নিয়ে সঞ্জয় সেন প্রস্তুতিতে খামতি রাখেননি ৷ প্রাথমিক পর্ব শেষ হওয়ার পরে অল্প কিছুদিনের ছুটি দিয়েই ফের নেমে পড়েছিলেন ৷ নিজামের শহরে দাপুটে শুরু সেই প্রস্তুতিরই ফল ৷

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: নিজামের শহরে জয় দিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে যাত্রা শুরু বাংলার ৷ গ্রুপ লিগের প্রথম ম্যাচে হায়দরাবাদে শনিবার তারা 3-1 গোলে হারাল জম্মু-কাশ্মীরকে ৷

প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলার পায়ে ৷ রাশ শক্ত করে ধরতে সাহায্য করল 4 মিনিটে প্রথম গোল পেয়ে যাওয়া ৷ সুপ্রতীক হাজরার কর্নার থেকে হেডে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা ৷ প্রাথমিক পর্বেও দাপট দেখিয়েছিল বাংলা ৷ জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলা দল প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে ৷ ঠিক কল্যাণীতে যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন হায়দরাবাদে শুরু বাংলার ৷ ফলশ্রুতিতে দ্বিতীয় গোল আসে 12 মিনিটে ৷

এবার ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা ৷ প্রাথমিক পর্বে তাঁকে কোচ সঞ্জয় সেন পরিবর্ত হিসেবে ব্যবহার করেছিলেন ৷ মূলপর্বের প্রথম ম্যাচে প্রথম একাদশে ফিরলেন নরহরি ৷ এবং গোল করে কোচের আস্থার মর্যাদার রাখলেন ৷ শুরুতেই দু'গোলের ধাক্কা, যা সামলাতে সামলাতেই ছন্দপতন জম্মু-কাশ্মীরের ৷ তাদের অসহায় দিগভ্রান্ত ফুটবল বাংলা দলের কাজটা সহজ করে দেয় ৷

Jammu and Kashmir vs Bengal
হায়দরাবাদে জম্মু-কাশ্মীরের সঙ্গে বাংলার খেলা (ইটিভি ভারত)

বিরতির আগে দু'গোলে এগিয়ে যাওয়ার ছবিতেই বোঝা গিয়েছিল বড় ভুল না করলে সন্তোষের মূল পর্বের শুরুটা জয় দিয়েই করছেন সঞ্জয় সেনের ছেলেরা ৷ দলকে আত্মতুষ্ট হতে বারণ করেন সঞ্জয় সেন ৷ তাই দু'গোলে এগিয়ে যাওয়ায় আত্মতুষ্ট হওয়া নয় প্রতিপক্ষকে আরও চেপে ধরার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ 47 মিনিটে দর্শনীয় গোল করেন বিক্রম প্রধান, যা কোচের আক্রমনাত্মক মানসিকতারই ফসল ৷

খেলার শেষ দিকে একটি গোল করে ব্যবধান কমায় জম্মু-কাশ্মীর ৷ এই জয়ের ফলে বাংলার পরের ম্যাচগুলোয় নামার আগে আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়বে ৷ মূলপর্বের লড়াইটা সহজ হবে না ধরে নিয়ে সঞ্জয় সেন প্রস্তুতিতে খামতি রাখেননি ৷ প্রাথমিক পর্ব শেষ হওয়ার পরে অল্প কিছুদিনের ছুটি দিয়েই ফের নেমে পড়েছিলেন ৷ নিজামের শহরে দাপুটে শুরু সেই প্রস্তুতিরই ফল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.