কলকাতা, 14 ডিসেম্বর: আলবার্তো রড্রিগেজের শেষ মিনিটের গোলে জয়ের আলো বাগানে ৷ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে 3-2 গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং আলবার্তো রড্রিগেজের গোল সবুজ মেরুনেরকে জয় উপহার দিল ৷ কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল জেমিনেজ এবং মন্টেনোগ্রোর ৷ এই জয়ে 26 পয়েন্ট নিয়ে একনম্বরে মোহনবাগান সুপারজায়ান্ট। ম্যাচের সেরা পরিবর্ত হিসেবে নামা আশিক কুরুনিয়ান ৷
আশিস রাইয়ের শট কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষকের হাত থেকে ছিটকে বেরোতেই ওত পাতা শিকারির মতো তা জালে পাঠিয়ে দেন জেমি ম্যাকলারেন ৷ প্রকৃত বক্স স্ট্রাইকারের পরিচয় মিলল অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের গোলে ৷ ম্যাচের বয়স তখন তেত্রিশ মিনিট। ম্যাচের গতির স্বপক্ষে মোহনবাগান সুপার জায়ান্টের গোল এবং এগিয়ে যাওয়া ৷
টিমে একাধিক যোগ্য বিকল্প ৷ যারা নিজেরা নিজেদের মধ্যে 'স্বাস্থ্যকর গৃহযুদ্ধ' করে থাকেন সাজঘরে। হোসে মোলিনা তাই একাদশ বাছতে 'সুখী সমস্যায়' পড়েন ৷ তাই প্রতিপক্ষ শুরুতে দাপট দেখালেও মাথা ঠান্ডা রেখে ফুটবলারদের নিজেদের খেলাটা খেলতে বলেন ৷ ম্যাচের শুরুতে প্রথম দশ মিনিট যুবভারতী ক্রীড়াঙ্গনে হলুদ ঝড় উঠলেও চিন্তার মেঘ জমে না সবুজ-মেরুন সমর্থকদের মনে ৷
খেলা গড়ায়, ম্যাচের রাশ তুলে নেন সবুজ মেরুন ফুটবলাররা ৷ তাঁদের দাপটের সামনে পিছিয়ে যায় কেরালা ব্লাস্টার্স ৷ শুরুতে যে নোয়া সাদিকি, জেমিনেজ, লুনা, দানিশ ফারুকদের ভয়ঙ্কর মনে হচ্ছিল, তাঁরাই তখন দিগভ্রান্ত ৷ যুবভারতী সবুজ ঘাসে তখন সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো, মনবীর সিংরা আগুন ঝরাচ্ছেন ৷ গ্যালারিতে সবুজ-মেরুন জনতা গোলের সংখ্যা গোনার প্রস্তুতিতে ৷
বিরতির পরে আরও গোলের প্রস্তুতির বদলে ছন্দপতন ৷ 51 মিনিটে সবুজ মেরুন রক্ষণের ভুলে সমতায় ফেরে কেরালা ব্লাস্টার্স ৷ জেমিনেজের বক্সের বাইরে থেকে নেওয়া শট এবং ফল 1-1 ৷ 85 মিনিটে 2-1 । এই সময় খেলার রাশ কেরালা ব্লাস্টার্সের পায়ে ৷ একের পর এক আক্রমণে খেলার নিয়ন্ত্রক তখন তারা ৷ ফলশ্রুতিতে মন্টেনোগ্রোর গোলে এগিয়ে যায় তারা ৷
এগিয়ে থাকা অবস্থা থেকে পরাজয়ের আশঙ্কা ৷ জ্বলে উঠল মোহনবাগান সুপারজায়ান্ট ৷ পরিস্থিতি বদল করতে জেমি ম্যাকলারেনকে তুলে মোলিনা নামান কামিন্স ও আশিক কুরুনিয়ানকে ৷ জোড়া বদলে ম্যাচের ছবি বদল ৷ 85 মিনিটে পরিবর্ত কামিংসই দলকে সমতায় ফেরান, 2-2 ৷
পিছিয়ে থাকা অবস্থা থেকে ড্র ৷ এবার জয়ের গন্ধ বাগানে ৷ আশিক কুরুনিয়ান-পেত্রাতোস-কামিংস এই ত্রিফলায় কেরালা ব্লাস্টার্স ফের ব্যাকফুটে ৷ ক্রমাগত আক্রমণে জয়ের গোল তুলতে মরিয়া সবুজ মেরুন ৷ সেই প্রচেষ্টার ফলই ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে আলবার্তোর গোলার মতো শট এবং মোহনবাগান সুপার জায়ান্ট জয়ী 3-2 গোলে ৷ আক্রমণ প্রতিআক্রমণে উপভোগ্য ফুটবলে মোলিনার ছেলেরা ফের পয়েন্ট টেবিলের মগডালে ৷
মাঠে খেলা দেখতে এসেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ বছরের শেষে জয় অব্যাহত ৷ খুশি হয়ে পরের হোম ম্যাচে সমর্থকদের বিনামূল্যে খেলা দেখার ঘোষণা করলেন তিনি ৷ সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, তিনি দলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন ৷ লিগ শিল্ড জয়ের ব্যাপারেও আশায় বুক বাঁধছেন ৷ একইভাবে ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিংকেও শুভেচ্ছা জানালেন তিনি ৷