রাজকোট, 15 জানুয়ারি: নিরঞ্জন শাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় মহিলা দলের রেকর্ডের বন্যা ৷ তার মধ্যে রয়েছে, দলগত ও ব্যক্তিগত রেকর্ড ৷ ওয়ান-ডে’তে মহিলা ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধানা (135 রান) ৷
পাশাপাশি, দল হিসাবে ভারতের মেয়েরা তাঁদের সর্বোচ্চ দলগত রান তুললেন আয়ারল্যান্ড উইমেনের বিরুদ্ধে ৷ তৃতীয় তথা শেষ ওয়ান-ডে’তে ভারত প্রথমে ব্যাট করে 50 ওভারে 5 উইকেটে 435 রান তুলেছে ৷ ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটাই ভারতের সর্বোচ্চ রান ৷ ওয়ান-ডে’তে রোহিত-বিরাটদের সবচেয়ে বেশি রান 418 ৷
Led from the front and how 👏👏
— BCCI Women (@BCCIWomen) January 15, 2025
What a knock THAT 🙌
Updates ▶️ https://t.co/xOe6thhPiL#TeamIndia | #INDvIRE | @IDFCFIRSTBank | @mandhana_smriti pic.twitter.com/4dQVq6JTRm
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজে হরমনপ্রীতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিচ্ছেন স্মৃতি মন্ধানা ৷ বুধবার রাজকোটের মাঠে প্রথম উইকেটে 233 রান তোলেন স্মৃতি এবং তরুণ প্রতীকা রাওয়াল ৷ এ দিন প্রতীকা তাঁর প্রথম ওয়ান-ডে সেঞ্চুরি করলেন ৷ আর প্রথম সেঞ্চুরিতেই দেড়শো পার করলেন তিনি ৷ 129 বলে 154 রানের ইনিংস খেলেন তিনি ৷ প্রতীকার ইনিংসে 20টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি ছিল ৷
That Maiden ODI Hundred Feeling 🤗
— BCCI Women (@BCCIWomen) January 15, 2025
Updates ▶️ https://t.co/xOe6thhPiL#TeamIndia | #INDvIRE | @IDFCFIRSTBank pic.twitter.com/GgwPOGL3Uk
এ দিন স্মৃতি ওয়ান-ডে ক্রিকেটে একাধিক রেকর্ডও গড়লেন ৷ ভারতীয়দের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি ৷ তাঁর নামে দশটি ওয়ান-ডে সেঞ্চুরি রয়েছে ৷ এর পাশাপাশি, যৌথভাবে বিশ্বে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি তাঁর নামে ৷ তাঁর সঙ্গে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের তামসিন টিলেয় বেমাউন্ট ৷ দ্বিতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (13) এবং শীর্ষস্থানে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ম্যাগ ল্যানিং (15) ৷
ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে দ্রুততম ওয়ান-ডে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা ৷ সতীর্থ হরমনপ্রীতের 87 বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন তিনি ৷ স্মৃতি 70 বলে এ দিন তাঁর সেঞ্চুরি করেন ৷ অন্যদিকে, ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে যৌথভাবে ওয়ান-ডে’তে সর্বাধিক ওভার-বাউন্ডারি মারার রেকর্ডও গড়লেন তিনি ৷ এখানেও স্মৃতির জুড়িদার হরমন ৷ দু’জনেই 52টি ছয় মেরেছেন আন্তর্জাতিক ওয়ান-ডে’তে ৷ বাউন্ডারি সংখ্যাতেও দ্বিতীয় ভারতীয় হিসেবে 500-র গণ্ডি পেরোলেন এই বাঁ-হাতি ভারতীয় ব্যাটার ৷ স্মৃতির ওয়ান-ডে’তে বাউন্ডারির সংখ্যা 500 ৷ এই তালিকায় সবার উপরে রয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্যাপ্টেন মিতালি রাজ (805) ৷
The Fastest ODI century ever for India in women's cricket ⚡️⚡️
— BCCI Women (@BCCIWomen) January 15, 2025
A milestone-filled knock from Captain Smriti Mandhana 👏👏
Updates ▶️ https://t.co/xOe6thhPiL#TeamIndia | #INDvIRE | @IDFCFIRSTBank pic.twitter.com/L9hj2SANJU
এ দিন ভারতের ইনিংসে স্মৃতি মন্ধানা এবং প্রতীকা রাওয়াল ভারতীয় মহিলা দলের হয়ে সর্বোচ্চ 233 রানের ওপেনিং পার্টনারশিপ করলেন ৷ দু’জনের 154 বলে 233 রানের পার্টনারশিপ করেন ৷ যেখানে সিংহভাগ অবদান ছিল স্মৃতির ৷ যদিও, সেখানে 80 রানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রতীকা ৷ এরপর প্রতীকার সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে 104 রানের পার্টনারশিপ করেন উইকেট-কিপার ব্যাটার রিচা ঘোষ ৷ রিচার এ দিন 42 বলে 59 রানের আক্রমণাত্মক ইনিংস খেললেন ৷ 10টি বাউন্ডারি এবং একটি ওভার-বাউন্ডারি মারেন বাংলার রিচা ৷
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) January 15, 2025
A 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱-𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 batting display from #TeamIndia in Rajkot! 🙌 🙌
Hundreds for Pratika Rawal & captain Smriti Mandhana 👏
Target 🎯 for Ireland - 436
Updates ▶️ https://t.co/xOe6thhPiL#INDvIRE | @IDFCFIRSTBank pic.twitter.com/aid00lGDjY
মূলত, এই তিনজনের বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে ভারতীয় মহিলা দল ওয়ান-ডে ক্রিকেটে তাঁদের সর্বোচ্চ 435 রান তুলেছে ৷ এটি মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ টিম-স্কোর ৷