ETV Bharat / bharat

Vani Jayaram Demise: থামল সুরেলা সফর ! বাড়িতেই রহস্যমৃত্যু 'আধুনিক ভারতের মীরা' বাণী জয়রামের

প্রয়াত বাণী জয়রাম । সদ্য পদ্মভূষণে সম্মানিত হওয়া বাণী জয়রামের মৃত্যুতে রহস্য ঘনিয়েছে (Popular playback singer Vani Jayaram passes away ) । শনিবার তাঁর বাড়িতেই মৃত্যু হয়েছে প্রবীণ এই শিল্পীর ৷

Vani Jayaram
প্রয়াত 'আধুনিক ভারতের মীরা'
author img

By

Published : Feb 4, 2023, 3:09 PM IST

Updated : Feb 4, 2023, 7:46 PM IST

চেন্নাই, 4 ফেব্রুয়ারি: প্রয়াত 'আধুনিক ভারতের মীরা' বাণী জয়রাম । মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর । শনিবার নুঙ্গামবাক্কামে নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি । সদ্য পদ্মভূষণে সম্মানিত হওয়া বাণীর মৃত্যুতে রহস্য ঘনিয়েছে (Popular playback singer Vani Jayaram passes away) । তাঁর কপালে আঘাত রয়েছে ।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবেই জনপ্রিয় বাণী জয়রাম । দেশের নামজাদা সুরকারদের প্রায় প্রত্যেকের সঙ্গেই কাজ করেছেন তিনি । তামিল, হিন্দি, উর্দু, মারাঠি, বাংলা, তেলুগু, কন্নড়, মালয়ালম, ভোজপুরি, টুলু এবং ওড়িয়া ভাষায় গান গেয়েছেন তিনি । তিনবার শ্রেষ্ঠ মহিলা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি । সম্প্রতি পেশাদার গায়িকা হিসাবে 50 বছর পূর্ণ করেছিলেন তিনি ।

ভেলোরে জন্ম এই প্রবাদপ্রতীম শিল্পীর । ১৯৭১ সালে প্রথম প্লে-ব্যাক করেন তিনি । জয়া বচ্চন অভিনীত গুড্ডি সিনেমায় প্রথম গান করেন তিনি । 19টি ভাষায় সহস্রাধিক সিনেমাতে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি । দেশে শুধু নয়, বিদেশেও অসংখ্যবার একক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন । মাতিয়েছেন হাজার হাজার শ্রোতাকে ।

আরও পড়ুন: লতার শূন্যতার মাঝেই 'সন্ধ্যা' নামল সঙ্গীত আকাশে

বছরখানেক আগেই মারা গিয়েছেন বাণী জয়রামের স্বামী । দম্পতির কোনও সন্তান ছিল না । গত 10 বছর ধরে গায়িকার বাড়িতে গৃহপরিচারিকা হিসাবে কাজ করছেন মালার কোডি । তিনি জানান, শনিবার অন্যান্যদিনের মতোই কাজে এসেছিলেন । তবে বারবার কলিং বেল বাজিয়েও গায়িকার কোনও সাড়া পাওয়া যায়নি । তিনি বীণার আত্মীয়দের ঘটনাটি জানান, পুলিশকেও খবর দেওয়া হয় ।

পুলিশ দরজা ভেঙ্গে তাঁর মৃতদেহ উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, বাণী জয়রামের কপালে একটি আঘাত রয়েছে । তদন্তকারীদের অনুমান, তিনি হয়তো পড়ে গিয়ে আহত হয়েছেন । 26 জানুয়ারি তাঁকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে কেন্দ্র । শীঘ্রই প্রত্যেকর হাতে তুলে দেওয়া হবে স্মারকসম্মান । তার আগেই সুরালোকে পাড়ি দিলেন সুরের রানি ।

চেন্নাই, 4 ফেব্রুয়ারি: প্রয়াত 'আধুনিক ভারতের মীরা' বাণী জয়রাম । মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর । শনিবার নুঙ্গামবাক্কামে নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি । সদ্য পদ্মভূষণে সম্মানিত হওয়া বাণীর মৃত্যুতে রহস্য ঘনিয়েছে (Popular playback singer Vani Jayaram passes away) । তাঁর কপালে আঘাত রয়েছে ।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবেই জনপ্রিয় বাণী জয়রাম । দেশের নামজাদা সুরকারদের প্রায় প্রত্যেকের সঙ্গেই কাজ করেছেন তিনি । তামিল, হিন্দি, উর্দু, মারাঠি, বাংলা, তেলুগু, কন্নড়, মালয়ালম, ভোজপুরি, টুলু এবং ওড়িয়া ভাষায় গান গেয়েছেন তিনি । তিনবার শ্রেষ্ঠ মহিলা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি । সম্প্রতি পেশাদার গায়িকা হিসাবে 50 বছর পূর্ণ করেছিলেন তিনি ।

ভেলোরে জন্ম এই প্রবাদপ্রতীম শিল্পীর । ১৯৭১ সালে প্রথম প্লে-ব্যাক করেন তিনি । জয়া বচ্চন অভিনীত গুড্ডি সিনেমায় প্রথম গান করেন তিনি । 19টি ভাষায় সহস্রাধিক সিনেমাতে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি । দেশে শুধু নয়, বিদেশেও অসংখ্যবার একক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন । মাতিয়েছেন হাজার হাজার শ্রোতাকে ।

আরও পড়ুন: লতার শূন্যতার মাঝেই 'সন্ধ্যা' নামল সঙ্গীত আকাশে

বছরখানেক আগেই মারা গিয়েছেন বাণী জয়রামের স্বামী । দম্পতির কোনও সন্তান ছিল না । গত 10 বছর ধরে গায়িকার বাড়িতে গৃহপরিচারিকা হিসাবে কাজ করছেন মালার কোডি । তিনি জানান, শনিবার অন্যান্যদিনের মতোই কাজে এসেছিলেন । তবে বারবার কলিং বেল বাজিয়েও গায়িকার কোনও সাড়া পাওয়া যায়নি । তিনি বীণার আত্মীয়দের ঘটনাটি জানান, পুলিশকেও খবর দেওয়া হয় ।

পুলিশ দরজা ভেঙ্গে তাঁর মৃতদেহ উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, বাণী জয়রামের কপালে একটি আঘাত রয়েছে । তদন্তকারীদের অনুমান, তিনি হয়তো পড়ে গিয়ে আহত হয়েছেন । 26 জানুয়ারি তাঁকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে কেন্দ্র । শীঘ্রই প্রত্যেকর হাতে তুলে দেওয়া হবে স্মারকসম্মান । তার আগেই সুরালোকে পাড়ি দিলেন সুরের রানি ।

Last Updated : Feb 4, 2023, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.