ETV Bharat / bharat

Chinese Women Deported: কারাদণ্ড শেষে দেশে ফিরছেন অনুপ্রবেশকারী চিনা মহিলা - Penetrating Chinese Women will Deports on March 6

গতবছর অনুপ্রবেশের অভিযোগে ধৃত চিনা মহিলাকে ফেরত পাঠাচ্ছে বিদেশমন্ত্রক (Chinese Women Deported) ৷ 131 দিনের কারাবাসের পর তাঁকে ফেরা হচ্ছে চিনে ৷

Chinese Women Deported ETV BHARAT
Chinese Women Deported
author img

By

Published : Mar 2, 2023, 1:04 PM IST

মান্ডি (হিমাচলপ্রদেশ), 2 মার্চ: হিমাচল প্রদেশের মান্ডি জেলায় গতবছর গ্রেফতার হয়েছিলেন এক চিনা মহিলা ৷ অভিযোগ ছিল নেপালের নাগরিকের মিথ্যে পরিচয় দিয়ে ভারতে থাকছিলেন তিনি ৷ এবার জেল থেকে ছাড়া পেতে চলেছেন ৷ আগামী 6 মার্চ জেল থেকে ছাড়া পাবেন ওই চিনা মহিলা ৷ সেদিনই তাঁকে চিনে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে হিমাচলপ্রদেশের পুলিশ (Penetrating Chinese Women will Deports on March 6) ৷ ওই চিনা মহিলাকে অনুপ্রবেশের মামলায় দোষী সাব্যস্ত করে 131 দিনের কারাদণ্ড দিয়েছিল আদালত ৷

মান্ডির সহকারি পুলিশ সুপার সাগর চন্দ্র জানিয়েছেন, চিনা নাগরিক ওই মহিলাকে আগামী 6 মার্চ জেল থেকে ছাড়া হবে ৷ ওই দিনই মহিলাকে চিনে ফেরত পাঠানো হবে ৷ পুলিশের তরফে 40 বছর বয়সী ওই মহিলার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, মান্ডি জেলার যোগিন্দরনগর সাব-ডিভিশন এলাকায় একটি বৌদ্ধ মঠে থাকতেন ৷ সেখানে নিজের পরিচয় লুকিয়ে ছিলেন ওই মহিলা ৷ 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে সেখানে লুকিয়ে ছিলেন তিনি ৷

মঠের তরফেই পুলিশকে মহিলার সম্পর্কে জানানো হয় ৷ মহিলার আচরণে সন্দেহ হয় মঠের সদস্যদের ৷ তিনি মঠে নিজেকে নেপালের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন ৷ এমনকী নেপালের পরিচয়পত্র দেখিয়ে ছিলেন ৷ কিন্তু, তাঁর আচরণে সন্দেহ হয় মঠ কর্তৃপক্ষের ৷ পুলিশে খবর দেওয়া হলে, তদন্ত শুরু হয় ৷ তখনই দেখা যায় মহিলার আরও একটি পরিচয়পত্র রয়েছে এবং সেটি চিনের ৷ সেই নথিতে থাকা জন্মের তারিখ আগেরটির থেকে আলাদা ছিল বলে জানিয়েছেন মান্ডির সহকারি পুলিশ সুপার সাগর চন্দ্র ৷

আরও পড়ুন: পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল ভারতে চিনা অনুপ্রবেশকারীর

ওই মহিলার কাছ থেকে ভারতীয় মুদ্রায় 6 লক্ষ 40 হাজার টাকার উদ্ধার হয়েছে ৷ সেই সঙ্গে নেপালের মুদ্রায় 1 লক্ষ 10 হাজার অর্থও উদ্ধার হয়েছে ৷ ওই সমস্ত নগদ অর্থ চিনা মহিলার থেকে বাজেয়াপ্ত করে পুলিশ ৷ তাঁর কাছ থেকে 2টি মোবাইল ফোনও উদ্ধার হয় ৷ প্রায় 1 মাস গোপনে তদন্ত করার পর মহিলাকে 2022 সালের 22 অক্টোবর গ্রেফতার করা হয়েছিল ৷ মহিলার সম্পর্কে কেন্দ্র সরকারকে জানায় হিমাচল প্রদেশ পুলিশ ৷ এই ঘটনায় বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মহিলাকে 131 দিনের কারাদণ্ডের সাজা দেয় আদালত ৷

মান্ডি (হিমাচলপ্রদেশ), 2 মার্চ: হিমাচল প্রদেশের মান্ডি জেলায় গতবছর গ্রেফতার হয়েছিলেন এক চিনা মহিলা ৷ অভিযোগ ছিল নেপালের নাগরিকের মিথ্যে পরিচয় দিয়ে ভারতে থাকছিলেন তিনি ৷ এবার জেল থেকে ছাড়া পেতে চলেছেন ৷ আগামী 6 মার্চ জেল থেকে ছাড়া পাবেন ওই চিনা মহিলা ৷ সেদিনই তাঁকে চিনে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে হিমাচলপ্রদেশের পুলিশ (Penetrating Chinese Women will Deports on March 6) ৷ ওই চিনা মহিলাকে অনুপ্রবেশের মামলায় দোষী সাব্যস্ত করে 131 দিনের কারাদণ্ড দিয়েছিল আদালত ৷

মান্ডির সহকারি পুলিশ সুপার সাগর চন্দ্র জানিয়েছেন, চিনা নাগরিক ওই মহিলাকে আগামী 6 মার্চ জেল থেকে ছাড়া হবে ৷ ওই দিনই মহিলাকে চিনে ফেরত পাঠানো হবে ৷ পুলিশের তরফে 40 বছর বয়সী ওই মহিলার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, মান্ডি জেলার যোগিন্দরনগর সাব-ডিভিশন এলাকায় একটি বৌদ্ধ মঠে থাকতেন ৷ সেখানে নিজের পরিচয় লুকিয়ে ছিলেন ওই মহিলা ৷ 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে সেখানে লুকিয়ে ছিলেন তিনি ৷

মঠের তরফেই পুলিশকে মহিলার সম্পর্কে জানানো হয় ৷ মহিলার আচরণে সন্দেহ হয় মঠের সদস্যদের ৷ তিনি মঠে নিজেকে নেপালের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন ৷ এমনকী নেপালের পরিচয়পত্র দেখিয়ে ছিলেন ৷ কিন্তু, তাঁর আচরণে সন্দেহ হয় মঠ কর্তৃপক্ষের ৷ পুলিশে খবর দেওয়া হলে, তদন্ত শুরু হয় ৷ তখনই দেখা যায় মহিলার আরও একটি পরিচয়পত্র রয়েছে এবং সেটি চিনের ৷ সেই নথিতে থাকা জন্মের তারিখ আগেরটির থেকে আলাদা ছিল বলে জানিয়েছেন মান্ডির সহকারি পুলিশ সুপার সাগর চন্দ্র ৷

আরও পড়ুন: পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল ভারতে চিনা অনুপ্রবেশকারীর

ওই মহিলার কাছ থেকে ভারতীয় মুদ্রায় 6 লক্ষ 40 হাজার টাকার উদ্ধার হয়েছে ৷ সেই সঙ্গে নেপালের মুদ্রায় 1 লক্ষ 10 হাজার অর্থও উদ্ধার হয়েছে ৷ ওই সমস্ত নগদ অর্থ চিনা মহিলার থেকে বাজেয়াপ্ত করে পুলিশ ৷ তাঁর কাছ থেকে 2টি মোবাইল ফোনও উদ্ধার হয় ৷ প্রায় 1 মাস গোপনে তদন্ত করার পর মহিলাকে 2022 সালের 22 অক্টোবর গ্রেফতার করা হয়েছিল ৷ মহিলার সম্পর্কে কেন্দ্র সরকারকে জানায় হিমাচল প্রদেশ পুলিশ ৷ এই ঘটনায় বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মহিলাকে 131 দিনের কারাদণ্ডের সাজা দেয় আদালত ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.