ETV Bharat / bharat

Partial lunar Eclipse: আজ আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও - Partial lunar eclipse

শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো ৷ আর এদিন রাতেই ভারত থেকে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 5:59 PM IST

কলকাতা, 28 অক্টোবর: এশিয়া, অফ্রিকা ও ইউরোপের অন্যান্য দেশগুলির সঙ্গে শনিবার রাতে ভারত থেকেও দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ ৷ জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, মহাজাগতিক এই দৃশ্য ভারত থেকে গভীররাত পর্যন্ত দেখা যাবে ৷ দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, শনিবার মাঝ রাত থেকে থেকে গভীর রাত (রবিবার পড়ে যাচ্ছে) পর্যন্ত এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ৷ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অন্যান্য অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে ৷ এদিনই অবশ্য বাংলায় পালিত হচ্ছে কোজাগোরী লক্ষ্মীপুজো ৷ এদিন পৃথিবার ছায়ায় কয়েক ঘণ্টার জন্য আংশিকভাবে ঢাকা পড়বে চাঁদ ৷

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, এই গ্রহণের জন্য অবশ্য চাঁদের আলোর ঔজ্জ্বলের প্রকারভেদ পৃথিবী থেকে তেমন ভাবে ভোঝা যাবে না ৷ তবে চাঁদের একাংশ আংশিকভাবে পৃথিবার ছায়ায় ঠাকা পড়বে ৷ এই ঘরণের ঘটনাকে আম্ব্রাল লুনার একলিপ্স (umbral lunar eclipse) বলে ৷ জানা গিয়েছে, ভারতীয় সময়ে শনিবার রাত 11টা 31 মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হলেও, তা দেখা যাবে গভীর রাত 1টা 5 মিনিট থেকে ৷ রাত 1টা 44 মিনিটে সবথেকে ভালোভাবে এই চন্দ্রগ্রহণ বোঝা যাবে ৷ রাত 2টো 23 মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ৷

উল্লেখ্য, গত 14 অক্টোবর সূর্য গ্রহণও হয়েছিল ৷ ওই গ্রহণের ফলে সূর্যের চারপাশে সৃষ্ট বলয় বা রিং অফ ফায়ার উত্তর ও দক্ষিণ আমেরিকার কয়েকটি অঞ্চল থেকে দেখা গিয়েছিল ৷ কিন্তু সেদিন যখন ওই সূর্যগ্রহণ হয় তখন এশিয়ায় ছিল রাত ৷ তাই ভারত-সহ এই মহাদেশ থেকে সেই গ্রহণ দেখা যায়নি ৷ ওইদিন থেকেই নবরাত্রির সূচনা হয়েছিল ৷

আরও পড়ুন: 'মহিলা মহাকাশচারীদের সংখ্যা আরও বাড়ুক,' ইচ্ছাপ্রকাশ ইসরো চেয়ারম্যানের

চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা ৷ চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর ছায়ার সামনে চলে আসে তখন ঢাকা পড়ে যায় এই উপগ্রহটি ৷ একেই বলে চন্দ্রগ্রহণ ৷ যখন চাঁদের অংশ বিশেষ ঢাকা পড়ে তখন সেটিকে আংশিক চন্দ্রগ্রহণ বলে ৷ (পিটিআই)

কলকাতা, 28 অক্টোবর: এশিয়া, অফ্রিকা ও ইউরোপের অন্যান্য দেশগুলির সঙ্গে শনিবার রাতে ভারত থেকেও দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ ৷ জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, মহাজাগতিক এই দৃশ্য ভারত থেকে গভীররাত পর্যন্ত দেখা যাবে ৷ দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, শনিবার মাঝ রাত থেকে থেকে গভীর রাত (রবিবার পড়ে যাচ্ছে) পর্যন্ত এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ৷ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অন্যান্য অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে ৷ এদিনই অবশ্য বাংলায় পালিত হচ্ছে কোজাগোরী লক্ষ্মীপুজো ৷ এদিন পৃথিবার ছায়ায় কয়েক ঘণ্টার জন্য আংশিকভাবে ঢাকা পড়বে চাঁদ ৷

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, এই গ্রহণের জন্য অবশ্য চাঁদের আলোর ঔজ্জ্বলের প্রকারভেদ পৃথিবী থেকে তেমন ভাবে ভোঝা যাবে না ৷ তবে চাঁদের একাংশ আংশিকভাবে পৃথিবার ছায়ায় ঠাকা পড়বে ৷ এই ঘরণের ঘটনাকে আম্ব্রাল লুনার একলিপ্স (umbral lunar eclipse) বলে ৷ জানা গিয়েছে, ভারতীয় সময়ে শনিবার রাত 11টা 31 মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হলেও, তা দেখা যাবে গভীর রাত 1টা 5 মিনিট থেকে ৷ রাত 1টা 44 মিনিটে সবথেকে ভালোভাবে এই চন্দ্রগ্রহণ বোঝা যাবে ৷ রাত 2টো 23 মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ৷

উল্লেখ্য, গত 14 অক্টোবর সূর্য গ্রহণও হয়েছিল ৷ ওই গ্রহণের ফলে সূর্যের চারপাশে সৃষ্ট বলয় বা রিং অফ ফায়ার উত্তর ও দক্ষিণ আমেরিকার কয়েকটি অঞ্চল থেকে দেখা গিয়েছিল ৷ কিন্তু সেদিন যখন ওই সূর্যগ্রহণ হয় তখন এশিয়ায় ছিল রাত ৷ তাই ভারত-সহ এই মহাদেশ থেকে সেই গ্রহণ দেখা যায়নি ৷ ওইদিন থেকেই নবরাত্রির সূচনা হয়েছিল ৷

আরও পড়ুন: 'মহিলা মহাকাশচারীদের সংখ্যা আরও বাড়ুক,' ইচ্ছাপ্রকাশ ইসরো চেয়ারম্যানের

চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা ৷ চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর ছায়ার সামনে চলে আসে তখন ঢাকা পড়ে যায় এই উপগ্রহটি ৷ একেই বলে চন্দ্রগ্রহণ ৷ যখন চাঁদের অংশ বিশেষ ঢাকা পড়ে তখন সেটিকে আংশিক চন্দ্রগ্রহণ বলে ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.