ETV Bharat / bharat

বিস্ফোরক বোঝাই গাড়ির মালিকের দেহ উদ্ধার - মুম্বই

গত 26 ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি গাড়িকে ৷ পরে সেই গাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় 20টি জিলেটিন স্টিক ৷ শুক্রবার সেই গাড়ির মালিকের দেহ উদ্ধার করে পুলিশ ৷

owner of suv which was found abandoned outside mukesh ambani's house found dead
বিস্ফোরকবোঝাই গাড়ির মালিকের দেহ উদ্ধার
author img

By

Published : Mar 5, 2021, 7:20 PM IST

কলকাতা, 5 মার্চ: বিস্ফোরক ভর্তি যে গাড়ি আতঙ্ক ছড়িয়েছিল মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির বাইরে, শুক্রবার উদ্ধার হল সেই গাড়িরই মালিকের দেহ ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্য়ক্তির নাম মনসুখ হিরেন ৷ এদিন নওপাড়া থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ৷ থানের রেতি ভাণ্ডার এলাকা থেকে উদ্ধার হয় দেহটি ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন হিরেন ৷ তাঁর পরিবারের দাবি, পরিচিত কোনও এক ব্য়ক্তির সঙ্গে দেখা করতেই বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি ৷ যাঁকে হিরেন ‘সাহাব’ বলে সম্বোধন করেছিলেন ৷

আরও পড়ুন: বিস্ফোরক রাখার দায় স্বীকার, আম্বানি-পুত্রের প্রাণনাশের হুমকি জইশের

প্রসঙ্গত, গত 26 ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি গাড়িকে ৷ পরে সেই গাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় 20টি জিলেটিন স্টিক ৷ পরবর্তীতে এই ঘটনার দায় স্বীকার করে জইশ-উল-হিন্দ নামে একটি অনামী জঙ্গি সংগঠন ৷

কলকাতা, 5 মার্চ: বিস্ফোরক ভর্তি যে গাড়ি আতঙ্ক ছড়িয়েছিল মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির বাইরে, শুক্রবার উদ্ধার হল সেই গাড়িরই মালিকের দেহ ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্য়ক্তির নাম মনসুখ হিরেন ৷ এদিন নওপাড়া থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ৷ থানের রেতি ভাণ্ডার এলাকা থেকে উদ্ধার হয় দেহটি ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন হিরেন ৷ তাঁর পরিবারের দাবি, পরিচিত কোনও এক ব্য়ক্তির সঙ্গে দেখা করতেই বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি ৷ যাঁকে হিরেন ‘সাহাব’ বলে সম্বোধন করেছিলেন ৷

আরও পড়ুন: বিস্ফোরক রাখার দায় স্বীকার, আম্বানি-পুত্রের প্রাণনাশের হুমকি জইশের

প্রসঙ্গত, গত 26 ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি গাড়িকে ৷ পরে সেই গাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় 20টি জিলেটিন স্টিক ৷ পরবর্তীতে এই ঘটনার দায় স্বীকার করে জইশ-উল-হিন্দ নামে একটি অনামী জঙ্গি সংগঠন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.