ETV Bharat / bharat

করোনা আক্রান্ত মামার জন্য টুইটারে সাহায্য প্রার্থনা ওমর আবদুল্লার

করোনায় আক্রান্ত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার মামা ৷ তাঁর জন্য টুইটারে সাহায্য় চাইলেন ওমর ৷ সেই মেসেজ দেখেই উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্য়ক্তির পরিবারকে সাহায্য করতে প্রতিনিধি দল পাঠাল মুখ্যমন্ত্রীর দফতর ৷

author img

By

Published : Apr 25, 2021, 8:00 PM IST

Omar Abdullah tweets SOS message for his Uncle in Noida
করোনা আক্রান্ত মামার জন্য টুইটারে সাহায্য প্রার্থনা ওমর আবদুল্লার

গৌতম বুদ্ধ নগর (উত্তরপ্রদেশ), 25 এপ্রিল : করোনা আক্রান্ত মামার জন্য টুইটারে সাহায্য চাইলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ যিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ৷

রবিবার তাঁর টুইটার হ্য়ান্ডেলে ওমর লেখেন, ‘‘অবিলম্বে সাহায্য দরকার ৷ আমার মামা কোভিডে আক্রান্ত ৷ তাঁর একটি ইনজেকশন দরকার ৷ দয়া করে সাহায্য করুন ৷ ওঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷’’ এই টুইট বার্তার সঙ্গে যোগাযোগের জন্য একটি নম্বরও শেয়ার করেন ওমর ৷

পরে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর পুরসভার তরফ থেকে জানানো হয়, ওই ব্যক্তির সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে ৷

Omar Abdullah tweets SOS message for his Uncle in Noida
ওমর আবদুল্লার টুইট বার্তা ৷

আরও পড়ুন : করোনাকালে ভারতের পাশে থাকার বার্তা পাকিস্তানের

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই নাজেহাল দশা উত্তরপ্রদেশের ৷ শনিবারও সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে ৷ পাল্লা দিয়ে বেড়েছে করোনা মৃত্য়ুর পরিসংখ্য়ানও ৷ শনিবার পর্যন্ত রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় 2 লাখ 89 হাজার ৷

স্বাস্থ্য দফতরের হিসাব বলছে, শেষ 24 ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 55 জন ৷ প্রাণ গিয়েছে 223 জনের ৷ যা গত বছরের মার্চ থেকে এখনও পর্যন্ত সর্বাধিক ৷

গৌতম বুদ্ধ নগর (উত্তরপ্রদেশ), 25 এপ্রিল : করোনা আক্রান্ত মামার জন্য টুইটারে সাহায্য চাইলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ যিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ৷

রবিবার তাঁর টুইটার হ্য়ান্ডেলে ওমর লেখেন, ‘‘অবিলম্বে সাহায্য দরকার ৷ আমার মামা কোভিডে আক্রান্ত ৷ তাঁর একটি ইনজেকশন দরকার ৷ দয়া করে সাহায্য করুন ৷ ওঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷’’ এই টুইট বার্তার সঙ্গে যোগাযোগের জন্য একটি নম্বরও শেয়ার করেন ওমর ৷

পরে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর পুরসভার তরফ থেকে জানানো হয়, ওই ব্যক্তির সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে ৷

Omar Abdullah tweets SOS message for his Uncle in Noida
ওমর আবদুল্লার টুইট বার্তা ৷

আরও পড়ুন : করোনাকালে ভারতের পাশে থাকার বার্তা পাকিস্তানের

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই নাজেহাল দশা উত্তরপ্রদেশের ৷ শনিবারও সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে ৷ পাল্লা দিয়ে বেড়েছে করোনা মৃত্য়ুর পরিসংখ্য়ানও ৷ শনিবার পর্যন্ত রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় 2 লাখ 89 হাজার ৷

স্বাস্থ্য দফতরের হিসাব বলছে, শেষ 24 ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 55 জন ৷ প্রাণ গিয়েছে 223 জনের ৷ যা গত বছরের মার্চ থেকে এখনও পর্যন্ত সর্বাধিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.